Ajker Patrika

যুক্তরাজ্যে পর্নো দেখতে লাগবে বয়সের বৈধ প্রমাণপত্র

যুক্তরাজ্যে পর্নো দেখতে লাগবে বয়সের বৈধ প্রমাণপত্র

যুক্তরাজ্যে পর্নো সাইটগুলোকে ব্যবহারকারীদের বয়স যাচাই বাধ্যতামূলক করতে যাচ্ছে দেশটির সরকার। নতুন ‘অনলাইন নিরাপত্তার আইনের’ খসড়ায় বলা হয়েছে পর্নো সাইটে প্রবেশ করতে চাইলে ব্যবহারকারীদের বয়সের বৈধ কাগজপত্র দিয়ে নিজেদের বয়স প্রমাণ করতে হবে। 

এই খসড়া অনলাইন নিরাপত্তা আইনের লক্ষ্য হল শিশুদের পর্নোর মতো উপাদান থেকে আরও ভালোভাবে সুরক্ষা দেওয়া। 

এই আইন অনুযায়ী ব্যবহারকারীদের বয়স ১৮ বা তার বেশি তা নিশ্চিত করতে ব্যবহারকারীকে পর্নো সাইটে প্রবেশের আগে তাঁদের ক্রেডিট কার্ডের মালিকানা বা তৃতীয় কোনো পক্ষের পরিষেবার মাধ্যমে তাদের বয়স নিশ্চিত করতে হবে। যে সাইটগুলো বয়স যাচাইয়ের কাজটি করতে ব্যর্থ হবে তাঁদের বিশ্বব্যাপী মোট আয়ের ১০ শতাংশ পর্যন্ত জরিমানা করা হবে বলে উল্লেখ করা হয়েছে ওই খসড়া আইনে। 

আগামী কয়েক মাসের মধ্যেই খসড়া বিলটি সংসদে পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ব্যবহারকারীদের ক্ষতিকর বিষয়বস্তু থেকে রক্ষা করতেই এই আইনটির তৈরি করা হয়েছে। 

দেশটির শিশু অধিকার সুরক্ষা নিয়ে কাজ করা বেসরকারি প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে পর্নো সাইটে বয়স যাচাইয়ের। কারণ দেশটিতে, অপ্রাপ্তবয়স্করাও খুব সহজেই পর্নো সাইটে প্রবেশ করতে পারেন। 

এর আগে ২০১৯ সালে এমন একটি আইন পাশের উদ্যোগ নেওয়া হলেও পরে তা আর কার্যকর হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত