Ajker Patrika

নতুন পোপের নাম কেন ‘লিও’ রাখা হলো

অনলাইন ডেস্ক
আপডেট : ০৯ মে ২০২৫, ২০: ৩১
নতুন পোপ লিও চতুর্দশ। ছবি: এএফপি
নতুন পোপ লিও চতুর্দশ। ছবি: এএফপি

বিশ্বজুড়ে ক্যাথলিক চার্চের ১৪০ কোটি অনুসারীর নেতা হিসেবে প্রথমবারের মতো আমেরিকা থেকে নতুন পোপ বেছে নিয়েছে ভ্যাটিকান। ৬৯ বছর বয়সী নতুন পোপ রবার্ট প্রেভোস্ট এখন থেকে পরিচিত হবেন ‘পোপ লিও চতুর্দশ’ নামে। তিনি বহু বছর পেরুতে মিশনারি হিসেবে কাজ করেছেন এবং পরে সেখানেই আর্চবিশপ হন। তাঁর পেরুভিয়ান নাগরিকত্বও রয়েছে। তবে পোপ হওয়ার পর নাম পরিবর্তন করে তিনি কেন ‘লিও’ নামটি বেছে নিলেন, তা নিয়ে অনেকের কৌতূহল রয়েছে।

এ বিষয়ে আজ শুক্রবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন পোপ নির্বাচিত হওয়ার পর সবার আগে যে কাজ করা হয়, সেটি হলো নির্বাচিত পোপের নতুন নাম গ্রহণ। এটি একটি বহু পুরোনো ঐতিহ্য। তবে শুরুর দিকের পোপেরা তাঁদের প্রকৃত নামেই পরিচিত হতেন।

পোপদের নাম পরিবর্তনের রীতিটি প্রায় ৫০০ বছর আগে সূচনা হয়েছিল। তখন থেকে মূলত প্রতীকী নামে পোপেরা তাঁদের আগের পোপদের প্রতি শ্রদ্ধা জানাতেন। তাঁদের পথ অনুসরণ করার ইচ্ছা প্রকাশ করতেন বা কোনো গুরুত্বপূর্ণ বার্তা দিতে চাইতেন। যেমন সম্প্রতি প্রয়াত পোপ ফ্রান্সিস জানিয়েছিলেন, তিনি সেন্ট ফ্রান্সিস অব আসিসিকে সম্মান জানাতেই ‘ফ্রান্সিস’ নামটি গ্রহণ করেছেন।

এবার নতুন পোপ কেন ‘লিও’ নামটি বেছে নিয়েছেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি। তবে ইতিহাসে এই নাম অনেকবার ব্যবহৃত হয়েছে।

সবচেয়ে বিখ্যাত ছিলেন পোপ লিও প্রথম (সেন্ট লিও দ্য গ্রেট নামেও তিনি পরিচিত)। তিনি ৪৪০ থেকে ৪৬১ খ্রিষ্টাব্দ পর্যন্ত পন্টিফ ছিলেন। তিনি শান্তির প্রতীক হিসেবে খ্যাত ছিলেন। এক কিংবদন্তি অনুসারে, ৪৫২ খ্রিষ্টাব্দে হুন রাজা অ্যাটিলার সঙ্গে সাক্ষাতের সময় সেন্ট পিটার ও সেন্ট পলের অলৌকিক আবির্ভাব অ্যাটিলাকে ইতালি আক্রমণ থেকে বিরত রেখেছিল। এই দৃশ্য বিখ্যাত চিত্রশিল্পী রাফায়েল একটি দেয়ালচিত্রে অঙ্কন করেছিলেন।

শেষবার ‘লিও’ নামটি বেছে নিয়েছিলেন পোপ লিও ত্রয়োদশ। তাঁর প্রকৃত নাম ছিল ভিনচেঞ্জো জোয়াক্কিনো পেচ্চি। ১৮৭৮ সালে নির্বাচিত এই ইতালিয়ান পোপ ১৯০৩ সালে তাঁর মৃত্যু পর্যন্ত চার্চের নেতৃত্ব দেন। তিনি সামাজিক ন্যায়বিচার ও নীতির পক্ষে ছিলেন এবং তিনি ‘রিটার্ন নোভারাম’ (অর্থাৎ ‘নতুন বিষয়াবলি’) নামে তাঁর বিখ্যাত প্রজ্ঞাপনে শ্রমিকদের অধিকার ও সামাজিক ন্যায় নিয়ে আলোকপাত করেছিলেন।

পোপদের মধ্যে ‘লিও’ নামটি অন্যতম জনপ্রিয় নাম। তবে তাঁদের সবচেয়ে বেশি ব্যবহৃত নাম হলো ‘জন’। ৫২৩ খ্রিষ্টাব্দে এই নাম প্রথম ব্যবহার করেছিলেন সেন্ট জন প্রথম। সর্বশেষ ‘জন’ নাম নেওয়া পোপ ছিলেন জন একবিংশ; যিনি ১৯৫৮ সালে নির্বাচিত হন এবং ২০১৪ সালে পোপ ফ্রান্সিস তাঁকে ‘সন্ত’ হিসেবে ঘোষণা করেন।

নতুন পোপ লিও চতুর্দশ ঠিক কী বার্তা দিতে চান, তা সময়ের ব্যবধানে পরিষ্কার হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত