অনলাইন ডেস্ক
আজকের দিনে বিশ্বের অধিকাংশ মানুষ শহরে বাস করেন—যেখানে প্রকৃতির ছোঁয়া প্রায় বিলুপ্ত। এই বিচ্ছিন্নতা ভাঙতে এগিয়ে এসেছেন লন্ডনের পরিবেশকর্মী অ্যালেন মাইলস। ৩১ বছর বয়সী এই নারী বলেন, ‘একসময় প্রকৃতি ছিল সবার নাগালে, এখন সেটা যেন এক বিলাসিতা।’
শুক্রবার এক প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, ২০২০ সালে মাইলস শুরু করেছিলেন ‘নেচার ইজ অ্যা হিউম্যান রাইট’ নামে একটি প্রচারণা। এর মাধ্যমে মানুষের নাগালের মধ্যে সবুজ প্রকৃতি নিয়ে আসাকে মানবাধিকারের অংশ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি তোলা হয়। কিন্তু সরকারি ধীর প্রক্রিয়ায় হতাশ হয়ে শেষ পর্যন্ত তিনি নিজেই কাজে নেমে পড়েন। হাতে তুলে নেন বীজ আর কোদাল।
সিএনএন-এর ভাষায় মাইলস হয়ে ওঠেন এক গেরিলা মালি। কার জায়গা, কে দেখছে—এসব বিচার-বিবেচনা না করে একটু ফাঁকা জায়গা পেলেই তিনি বৃক্ষ, ফুলের গাছ, এমনকি সবজির বীজও বপন করে ফেলছেন। করোনা মহামারির সময়টিতেও তিনি প্রতিবেশীদের নিয়ে প্রত্যেক রোববার সকালে গাছ লাগাতেন লন্ডনের বিভিন্ন এলাকায়।
বিষয় হলো—এভাবে গেরিলা কায়দায় গাছ লাগানো ব্রিটিশ আইনে অবৈধ হিসেবে বিবেচিত হতে পারে। তারপরও মাইলসের এমন কাজে কর্তৃপক্ষ সাধারণত চোখ বুজে থাকে, যদি না কোনো ক্ষতি হয়।
এই ধরনের একটি আন্দোলন শুরু হয়েছিল ১৯৭০-এর দশকে আমেরিকায়ও। লিজ ক্রিস্টির নেতৃত্বে শুরু হওয়া সেই আন্দোলনের নাম ছিল ‘গ্রিন গেরিলাস’।
গবেষণায় দেখা গেছে—সবুজের সংস্পর্শ মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি। এটি মন শান্ত করে, শিশুদের মনোযোগ বাড়ায়, এমনকি অপরাধ প্রবণতা কমায়।
মাইলসের বার্তাটিও সহজ। তিনি বলেন, ‘যে কোনো মানুষ গেরিলা গার্ডেনিং করতে পারে। বসন্তে বৃষ্টির মধ্যে স্থানীয় ফুলের বীজ ছড়িয়ে দিন, তাহলেই হলো।’
মাইলসের স্বপ্ন হলো—সব ফুটপাথ, ভবনের দেয়াল, আর ছাদ ও বাসস্টপগুলো মেতে উঠবে ফুলের গুঞ্জনে। তিনি বলেন, ‘এটা বাস্তব সম্ভব, এটা আমরা নিজেরাই করতে পারি।’
আজকের দিনে বিশ্বের অধিকাংশ মানুষ শহরে বাস করেন—যেখানে প্রকৃতির ছোঁয়া প্রায় বিলুপ্ত। এই বিচ্ছিন্নতা ভাঙতে এগিয়ে এসেছেন লন্ডনের পরিবেশকর্মী অ্যালেন মাইলস। ৩১ বছর বয়সী এই নারী বলেন, ‘একসময় প্রকৃতি ছিল সবার নাগালে, এখন সেটা যেন এক বিলাসিতা।’
শুক্রবার এক প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, ২০২০ সালে মাইলস শুরু করেছিলেন ‘নেচার ইজ অ্যা হিউম্যান রাইট’ নামে একটি প্রচারণা। এর মাধ্যমে মানুষের নাগালের মধ্যে সবুজ প্রকৃতি নিয়ে আসাকে মানবাধিকারের অংশ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি তোলা হয়। কিন্তু সরকারি ধীর প্রক্রিয়ায় হতাশ হয়ে শেষ পর্যন্ত তিনি নিজেই কাজে নেমে পড়েন। হাতে তুলে নেন বীজ আর কোদাল।
সিএনএন-এর ভাষায় মাইলস হয়ে ওঠেন এক গেরিলা মালি। কার জায়গা, কে দেখছে—এসব বিচার-বিবেচনা না করে একটু ফাঁকা জায়গা পেলেই তিনি বৃক্ষ, ফুলের গাছ, এমনকি সবজির বীজও বপন করে ফেলছেন। করোনা মহামারির সময়টিতেও তিনি প্রতিবেশীদের নিয়ে প্রত্যেক রোববার সকালে গাছ লাগাতেন লন্ডনের বিভিন্ন এলাকায়।
বিষয় হলো—এভাবে গেরিলা কায়দায় গাছ লাগানো ব্রিটিশ আইনে অবৈধ হিসেবে বিবেচিত হতে পারে। তারপরও মাইলসের এমন কাজে কর্তৃপক্ষ সাধারণত চোখ বুজে থাকে, যদি না কোনো ক্ষতি হয়।
এই ধরনের একটি আন্দোলন শুরু হয়েছিল ১৯৭০-এর দশকে আমেরিকায়ও। লিজ ক্রিস্টির নেতৃত্বে শুরু হওয়া সেই আন্দোলনের নাম ছিল ‘গ্রিন গেরিলাস’।
গবেষণায় দেখা গেছে—সবুজের সংস্পর্শ মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি। এটি মন শান্ত করে, শিশুদের মনোযোগ বাড়ায়, এমনকি অপরাধ প্রবণতা কমায়।
মাইলসের বার্তাটিও সহজ। তিনি বলেন, ‘যে কোনো মানুষ গেরিলা গার্ডেনিং করতে পারে। বসন্তে বৃষ্টির মধ্যে স্থানীয় ফুলের বীজ ছড়িয়ে দিন, তাহলেই হলো।’
মাইলসের স্বপ্ন হলো—সব ফুটপাথ, ভবনের দেয়াল, আর ছাদ ও বাসস্টপগুলো মেতে উঠবে ফুলের গুঞ্জনে। তিনি বলেন, ‘এটা বাস্তব সম্ভব, এটা আমরা নিজেরাই করতে পারি।’
তিনি ইতিহাসের দিকে ইঙ্গিত করে বলেন, ‘পশ্চিমা দেশগুলো যুগের পর যুগ ধরে রাশিয়ার প্রতি অবিশ্বাস ও শত্রুতার মনোভাব পোষণ করে এসেছে। পিটার দা গ্রেটের আমল থেকেই তারা রাশিয়াকে ইউরোপীয় পরিবারে উপযুক্তভাবে স্থান দিতে চায়নি। বরং একে দুর্বল করে রাখার জন্য নানা ষড়যন্ত্র করেছে।’
৯ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ফ্লোরিডার তরুণ উদ্যোক্তা ও আইসক্রিম দোকানের মালিক ছিলেন ২০ বছর বয়সী সাইফোল্লাহ মুসাল্লেত। সম্প্রতি ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারদের হাতে নির্মমভাবে নিহত হন তিনি। তাঁর শোকবিহ্বল পরিবারের আশা—এই তরুণ যেন ‘শুধু আরেকটি সংখ্যা’ হয়ে হারিয়ে না যান।
৯ ঘণ্টা আগেসাম্প্রতিক সময়ে রাশিয়া ও চীনের মধ্যে আরআইসিকে পুনরুজ্জীবিত করার আগ্রহ বেড়েছে, বিশেষত ভারতের কোয়াড সদস্য হওয়ার পর। যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার এই জোটকে বেইজিং মনে করে নিজেদের উত্থান ঠেকানোর জন্য গঠিত একটি জোট। এদিকে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ঘনিষ্ঠতা...
১০ ঘণ্টা আগেসিরিয়ায় ইসরায়েলের বিমান হামলাকে কেন্দ্র করে তুরস্ক তাদের অবস্থান পরিষ্কার করেছে। নিজেদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে তুরস্ক তাদের এই অবস্থান জানিয়ে দিয়েছে। গতকাল বুধবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এই তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেছেন, আঙ্কারা আঞ্চলিক শক্তি...
১১ ঘণ্টা আগে