যুক্তরাষ্ট্রের কাছ থেকে ২০টি লকহীড এফ–৩৫ যুদ্ধবিমান কিনতে চায় গ্রিস। এরই মধ্যে দেশটি যুক্তরাষ্ট্রের কাছ থেকে ২০টি এফ–৩৫ যুদ্ধবিমান কিনতে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস গত বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
স্পেনের রাজধানী মাদ্রিদে অনুষ্ঠিত ন্যাটো জোটের দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস এই তথ্য জানান।
ন্যাটোর সদস্য দেশ গ্রিস দেশটির মোট জিডিপির ২ শতাংশেরও বেশি সামরিক খাতে ব্যয় করে থাকে। সাম্প্রতিক বছরগুলোতে ন্যাটোর আরেক সদস্য দেশ ও গ্রিসের ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বী প্রতিবেশী তুরস্কের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় দেশটি সামরিক খাতে ব্যয় ক্রমশ বাড়িয়ে চলেছে।
প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস আরও জানিয়েছেন, গ্রিস আরও এক স্কোয়াড্রন যুদ্ধবিমান কেনার বিষয়টিও খতিয়ে দেখছে। তিনি বলেছেন, ‘আমাদের লক্ষ্য হলো এক স্কোয়াড্রন এফ–৩৫ কেনা এবং সম্ভব হলে আরও এক স্কোয়াড্রন কেনা। এই প্রক্রিয়ার অংশ হিসেবে গত কয়েক দিন আগেই যুক্তরাষ্ট্রে কাছে অনুরোধপত্র পাঠানো হয়েছে।’
কিরিয়াকোস মিৎসোতাকিস জানিয়েছেন, এই অনুরোধপত্র পাঠানোর মাধ্যমে যুদ্ধবিমান ক্রয়ের কয়েক ধাপ প্রক্রিয়ার প্রথম ধাপ শুরু হলো মাত্র। তিনি জানান, গ্রিস সরকার ২০২৭–২০২৮ সালের মধ্যে এই বিমানগুলো পাওয়ার আশা করছে।
গ্রিস এবং তুরস্ক ইতিহাসে দীর্ঘ সময় ধরেই একে অপরের প্রতিদ্বন্দ্বী। দেশ দুটোর মধ্যে ঈজিয়ান সাগরের জলসীমা এবং জাতিগতভাবে বিভক্ত সাইপ্রাস নিয়ে দ্বন্দ্ব রয়েছে।
এর আগে, চলতি বছরের মে মাসে যুক্তরাষ্ট্র সফরকালে কিরিয়াকোস মিৎসোতাকিস গ্রিসের এফ–৩৫ যুদ্ধবিমান কেনার আগ্রহ প্রকাশ করেছিলেন। এথেন্স এই এফ–৩৫ ক্রয় করার আগ্রহ প্রকাশ করা ছাড়াও গত বছর এক স্কোয়াড্রন (২৪ টি) ড্যাসল্ট–রাফায়েল ক্রয়ের জন্য ফ্রান্সের সঙ্গে ২৬০ কোটি ডলারের চুক্তি করেছে।
যুক্তরাষ্ট্রের কাছ থেকে ২০টি লকহীড এফ–৩৫ যুদ্ধবিমান কিনতে চায় গ্রিস। এরই মধ্যে দেশটি যুক্তরাষ্ট্রের কাছ থেকে ২০টি এফ–৩৫ যুদ্ধবিমান কিনতে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস গত বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
স্পেনের রাজধানী মাদ্রিদে অনুষ্ঠিত ন্যাটো জোটের দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস এই তথ্য জানান।
ন্যাটোর সদস্য দেশ গ্রিস দেশটির মোট জিডিপির ২ শতাংশেরও বেশি সামরিক খাতে ব্যয় করে থাকে। সাম্প্রতিক বছরগুলোতে ন্যাটোর আরেক সদস্য দেশ ও গ্রিসের ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বী প্রতিবেশী তুরস্কের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় দেশটি সামরিক খাতে ব্যয় ক্রমশ বাড়িয়ে চলেছে।
প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস আরও জানিয়েছেন, গ্রিস আরও এক স্কোয়াড্রন যুদ্ধবিমান কেনার বিষয়টিও খতিয়ে দেখছে। তিনি বলেছেন, ‘আমাদের লক্ষ্য হলো এক স্কোয়াড্রন এফ–৩৫ কেনা এবং সম্ভব হলে আরও এক স্কোয়াড্রন কেনা। এই প্রক্রিয়ার অংশ হিসেবে গত কয়েক দিন আগেই যুক্তরাষ্ট্রে কাছে অনুরোধপত্র পাঠানো হয়েছে।’
কিরিয়াকোস মিৎসোতাকিস জানিয়েছেন, এই অনুরোধপত্র পাঠানোর মাধ্যমে যুদ্ধবিমান ক্রয়ের কয়েক ধাপ প্রক্রিয়ার প্রথম ধাপ শুরু হলো মাত্র। তিনি জানান, গ্রিস সরকার ২০২৭–২০২৮ সালের মধ্যে এই বিমানগুলো পাওয়ার আশা করছে।
গ্রিস এবং তুরস্ক ইতিহাসে দীর্ঘ সময় ধরেই একে অপরের প্রতিদ্বন্দ্বী। দেশ দুটোর মধ্যে ঈজিয়ান সাগরের জলসীমা এবং জাতিগতভাবে বিভক্ত সাইপ্রাস নিয়ে দ্বন্দ্ব রয়েছে।
এর আগে, চলতি বছরের মে মাসে যুক্তরাষ্ট্র সফরকালে কিরিয়াকোস মিৎসোতাকিস গ্রিসের এফ–৩৫ যুদ্ধবিমান কেনার আগ্রহ প্রকাশ করেছিলেন। এথেন্স এই এফ–৩৫ ক্রয় করার আগ্রহ প্রকাশ করা ছাড়াও গত বছর এক স্কোয়াড্রন (২৪ টি) ড্যাসল্ট–রাফায়েল ক্রয়ের জন্য ফ্রান্সের সঙ্গে ২৬০ কোটি ডলারের চুক্তি করেছে।
জলবায়ু পরিবর্তনকে ‘মানবতার জন্য একটি জরুরি ও অস্তিত্বের জন্য হুমকি’ হিসেবে স্বীকৃতি দিয়েছেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত। বাংলাদেশ সময় আজ বুধবার সন্ধ্যায় নেদারল্যান্ডসের হেগে জলবায়ু ইস্যুতে পরামর্শমূলক মতামত উপস্থাপনে এই রায় প্রদান করেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।
২ মিনিট আগেনৌবাহিনীতে স্টিলথ প্রযুক্তির দৌড়ে এত দিন শীর্ষস্থানে ছিল যুক্তরাষ্ট্র। এই প্রযুক্তির এফ-৩৫সি যুদ্ধবিমান দীর্ঘদিন ধরেই মার্কিন বিমানবাহী জাহাজগুলোতে মোতায়েন রয়েছে। তবে এবার চীন প্রথমবারের মতো নিজেদের নৌবাহিনীর জন্য স্টিলথ ফাইটার জে-৩৫ মোতায়েন করে যুক্তরাষ্ট্রকে সরাসরি প্রতিযোগিতার মুখে ফেলে দিয়েছে।
১ ঘণ্টা আগেআমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর পূর্বসূরি বারাক ওবামাকে ‘রাষ্ট্রদ্রোহের’ অভিযোগে অভিযুক্ত করেছেন। তিনি জানিয়েছেন, ‘রাশিয়াগেট’ এবং ‘ভোট জালিয়াতি’ নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে তিনি ওবামা এবং তাঁর প্রশাসনের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চান।
২ ঘণ্টা আগেতৃণমূল কংগ্রেস এই সিদ্ধান্তকে ‘রাজনৈতিক ভণ্ডামি’ বলে আখ্যা দিয়েছে। তাদের দাবি, ‘এ রাজ্যে যাদের বাংলা ভাষাভাষী বলে নিপীড়ন করা হচ্ছে, সেই একই দল অন্য রাজ্যে তাদের জমি দিচ্ছে! এটা দুমুখো রাজনীতি।’
৩ ঘণ্টা আগে