Ajker Patrika

লকডাউনে পার্টি করায় বরিস জনসনের পদত্যাগ দাবি

অনলাইন ডেস্ক
আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১৪: ২১
Thumbnail image

করোনাভাইরাস মহামারির মধ্যে পার্টির আয়োজন করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এবার প্রধানমন্ত্রীর পদ থেকে বরিসের পদত্যাগের দাবি উঠেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

লকডাউন অমান্য করে নিজের সরকারি বাসভবনে পার্টি আয়োজনের দেড় বছর আগের সেই ‘ভুলের’ জন্য এরই মধ্যে ক্ষমা প্রার্থনা করেন বরিস জনসন। 

ওই পার্টি নিয়ে গতকাল বুধবার ব্রিটিশ পার্লামেন্টে প্রধানমন্ত্রী জনসন বলেন, ‘২০২০ সালের ডাউনিং স্ট্রিটের বাগানে আয়োজিত পার্টি নিয়ে আমার ও সরকারের ওপর জনগণের ক্ষোভ আমি অনুভব করতে পারছি। এটি স্বাভাবিক। কারণ, যাঁদের কাজ আইন প্রণয়ন করা, তাঁরাই যদি আইন ভঙ্গ করেন, তাহলে তা মেনে নেওয়া কষ্টকর।’

উপপ্রধানমন্ত্রী ডমিনিক রাবসহ ব্রিটিশ মন্ত্রিসভার অন্য সদস্যরা বরিস জনসনের পাশে দাঁড়িয়েছেন। তবে স্কটিশ টরি নেতা ডগলাস রসসহ উইলিয়াম র‍্যাগ, ক্যারোলিন নোকস ও রজার গেলের মতো ব্রিটিশ এমপিরা বেশ জোরালোভাবে জনসনের পদত্যাগের দাবি জানিয়েছেন। 

এ বিষয়ে টরি নেতা ডগলাস রস বলেন, গতকাল বুধবার হাউস অব কমন্সে এমপিদের কাছে প্রধানমন্ত্রী ক্ষমা চাওয়ার পর বরিস জনসনের সঙ্গে তাঁর ‘অত্যন্ত জটিল’ কথোপকথন হয়েছে। একজন প্রধানমন্ত্রী হিসেবে তিনি যে নিয়ম চালু করেছিলেন, সেটি ভঙ্গ করায় পদ ছাড়তে হবে বরিস জনসনকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত