অনলাইন ডেস্ক
ইউরোপিয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট ডেভিড সাসোলি মারা গেছেন। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে তিনি ইতালির একটি হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তাঁর মুখপাত্র রবার্ট সুইলো টুইট করে এ খবর নিশ্চিত করেছেন।
টুইট বার্তায় রবার্ট সুইলো বলেন, অ্যাভিয়ানোতে একটি হাসপাতালে মঙ্গলবার ভোরে মারা গেছেন ডেভিড সাসোলি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ডেভিড সাসোলি ইমিউন সিস্টেম সম্পর্কিত একটি গুরুতর জটিলতায় ভুগছিলেন। দুই সপ্তাহেরও বেশি সময় ধরে ভর্তি ছিলেন হাসপাতালে। এ সময় তিনি সব ধরনের অফিসিয়াল কার্যক্রম বন্ধ রেখেছিলেন।
সাসোলি ইতালির সাবেক সাংবাদিক। ২০১৯ সালের জুলাই মাসে ৭০৫ আসনের ইউরোপিয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট নির্বাচিত হন। বিশিষ্ট এই রাজনীতিক এ সময় সংবাদপাঠকও ছিলেন।
গত বছরের সেপ্টেম্বরে ডেভিড সাসোলিকে স্ট্রাসবার্গের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁকে তীব্র নিউমোনিয়ার চিকিৎসা দেওয়া হয়। গত নভেম্বরে ফের রাজনৈতিক কর্তব্য পালন শুরু করেন তিনি।
ইউরোপিয়ান পার্লামেন্টের প্রেসিডেন্টের পদে ফের নির্বাচন করবেন না বলে আগেই জানিয়েছিলেন ডেভিড সাসোলি ।
ডেভিড সাসোলি ১৯৫৬ সালের ৩০ মে ইতালির ফ্লোরেন্সে জন্মগ্রহণ করেন।
জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত ইউরোপীয় পার্লামেন্ট। ইউরোপীয় কমিশন ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একত্রে এটি ইউরোপীয় ইউনিয়নের আইন প্রণয়নকারীর ভূমিকা পালন করে।
ইউরোপিয়ান পার্লামেন্টে ৭৫১টি আসন থাকলেও ব্রেক্সিটের মাধ্যমে ইইউ থেকে যুক্তরাজ্য বেরিয়ে যাওয়ার পর ২০২০ সালের ফেব্রুয়ারিতে আসনসংখ্যা ৭০৫-এ নেমে আসে।
ইউরোপিয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট ডেভিড সাসোলি মারা গেছেন। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে তিনি ইতালির একটি হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তাঁর মুখপাত্র রবার্ট সুইলো টুইট করে এ খবর নিশ্চিত করেছেন।
টুইট বার্তায় রবার্ট সুইলো বলেন, অ্যাভিয়ানোতে একটি হাসপাতালে মঙ্গলবার ভোরে মারা গেছেন ডেভিড সাসোলি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ডেভিড সাসোলি ইমিউন সিস্টেম সম্পর্কিত একটি গুরুতর জটিলতায় ভুগছিলেন। দুই সপ্তাহেরও বেশি সময় ধরে ভর্তি ছিলেন হাসপাতালে। এ সময় তিনি সব ধরনের অফিসিয়াল কার্যক্রম বন্ধ রেখেছিলেন।
সাসোলি ইতালির সাবেক সাংবাদিক। ২০১৯ সালের জুলাই মাসে ৭০৫ আসনের ইউরোপিয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট নির্বাচিত হন। বিশিষ্ট এই রাজনীতিক এ সময় সংবাদপাঠকও ছিলেন।
গত বছরের সেপ্টেম্বরে ডেভিড সাসোলিকে স্ট্রাসবার্গের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁকে তীব্র নিউমোনিয়ার চিকিৎসা দেওয়া হয়। গত নভেম্বরে ফের রাজনৈতিক কর্তব্য পালন শুরু করেন তিনি।
ইউরোপিয়ান পার্লামেন্টের প্রেসিডেন্টের পদে ফের নির্বাচন করবেন না বলে আগেই জানিয়েছিলেন ডেভিড সাসোলি ।
ডেভিড সাসোলি ১৯৫৬ সালের ৩০ মে ইতালির ফ্লোরেন্সে জন্মগ্রহণ করেন।
জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত ইউরোপীয় পার্লামেন্ট। ইউরোপীয় কমিশন ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একত্রে এটি ইউরোপীয় ইউনিয়নের আইন প্রণয়নকারীর ভূমিকা পালন করে।
ইউরোপিয়ান পার্লামেন্টে ৭৫১টি আসন থাকলেও ব্রেক্সিটের মাধ্যমে ইইউ থেকে যুক্তরাজ্য বেরিয়ে যাওয়ার পর ২০২০ সালের ফেব্রুয়ারিতে আসনসংখ্যা ৭০৫-এ নেমে আসে।
২০২০ সালের শুরুর দিকে করোনা মহামারির সময় সীমান্ত বন্ধ করে উত্তর কোরিয়া নিজেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলেছিল। ২০২৪ সালে দেশটি শুধুমাত্র রুশ পর্যটকদের জন্য সীমান্ত উন্মুক্ত করেছিল। আর গত মাসে পশ্চিমা পর্যটকেরাও দেশটির পূর্বাঞ্চলীয় শহর রাসোনে প্রবেশের অনুমতি পেয়েছিল।
১ ঘণ্টা আগেএকটি সম্ভাব্য যুদ্ধবিরতির জন্য ইউক্রেনে ইতিমধ্যেই সৈন্য মোতায়েনের ইচ্ছা প্রকাশ করেছে ফ্রান্স ও যুক্তরাজ্য। এবার বৃহত্তর শান্তিরক্ষী মিশনের অংশ হিসেবে প্রয়োজন হলে ইউক্রেনে সৈন্য মোতায়েন করতে আগ্রহ প্রকাশ করেছে তুরস্কও।
১ ঘণ্টা আগেইউরোপের প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করা ও সামরিক সক্ষমতা বৃদ্ধির জন্য পাঁচ ধাপে বাস্তবায়নযোগ্য একটি পরিকল্পনা ঘোষণা করেছে ইউরোপীয় কমিশন। কমিশনের প্রধান উরসুলা ভন ডার লেয়ন গত মঙ্গলবার ৮৬০ কোটি তথা ৮৬ হাজার কোটি ডলারের বেশি অর্থের এই প্যাকেজের পরিকল্পনার কথা ঘোষণা করেন।
৩ ঘণ্টা আগেসামরিক মহড়ার সময় ভুলবশত লোকালয়ে বোমাবর্ষণ করেছে দক্ষিণ কোরিয়ার বিমানবাহিনী। কোনো প্রাণহানি না ঘটলেও, এতে আহত হয়েছেন অন্তত ৭ জন। যাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে সীমান্তবর্তী শহর পোচিয়নে এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে