অনলাইন ডেস্ক
বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে হামলা জোরদার করতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়ে সংঘাতকে উসকে দিয়েছেন বলে অভিযোগ ক্রেমলিনের। এর উপযুক্ত ও স্পষ্ট জবাব দেওয়া হবে বলে জানিয়েছে পুতিন প্রশাসন।
একই সুরে কথা বলেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে। তিনি বলেছেন, এই প্রশাসন তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধাতে চায়। এদের শুধু মুনাফা চাই। জীবনের কোনো মূল্য নেই!
রাশিয়া–ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার ১ হাজার দিন পার হয়েছে। এর ঠিক আগে আগে ইউক্রেনকে রাশিয়ার ভূখণ্ডের গভীরে আঘাত হানতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার হয়ে উত্তর কোরিয়ার সেনাদের ইউক্রেনের বিরুদ্ধে লড়াই নিয়ে উদ্বেগ থেকে বাইডেন প্রশাসন এমন সিদ্ধান্ত নিয়েছে বলে ওয়াশিংটনের দাবি।
১৯০ মাইল পাল্লার আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম (এটিএসিএমএস) ব্যবহার করে রাশিয়ার ভেতরে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের কাছে দীর্ঘদিন ধরে অনুমোদন চেয়ে আসছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রাশিয়ার ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হলে তা হবে যুক্তরাষ্ট্র ও এর মিত্র দেশগুলোর সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে যাওয়া।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এটা স্পষ্ট যে বিদায়ী মার্কিন প্রশাসন এই সংঘাতকে আরও উত্তেজিত করতে চায়। তারা ‘আগুনে ঘি ঢালছে’।
পেসকভ আরও বলেন, গত সেপ্টেম্বর মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্টভাবে জানিয়েছিলেন, ইউক্রেনকে দূর-পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিলে তা ন্যাটোকে সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে ফেলবে। মস্কো যে ধরনের হুমকির মুখোমুখি হবে, তেমনই উপযুক্ত জবাব দেবে। পশ্চিমা দেশগুলোতে হামলা চালাতে অন্যান্য দেশকে দূরপাল্লার অস্ত্র সরবরাহ করার হুমকিও দিয়েছিলেন পুতিন।
বাইডেন প্রশাসনের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। ব্রাজিলে চলমান জি–২০ সম্মেলনে অংশ নিয়েছেন বাইডেন। গতকাল সোমবার এই আসরে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধে একটি শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করে দেয় রাশিয়া।
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বারের মতো দায়িত্ব নিতে যাওয়া ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই এই যুদ্ধ বন্ধের পক্ষে। তবে বাইডেনের এই সিদ্ধান্ত নিয়ে তাঁর শিবির থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।
বাইডেনের সিদ্ধান্তের সমালোচনা করে এক্সে ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ওরফে ডন জুনিয়র লিখেছেন, ‘মনে হচ্ছে তারা তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু নিশ্চিত করতে চায়, যাতে আমার বাবা শান্তি প্রতিষ্ঠা করতে এবং জীবন বাঁচাতে না পারেন। তাদের চাই ট্রিলিয়ন ডলার মুনাফা, জীবন থোড়াই কেয়ার! নির্বোধ!’
অন্যদিকে রাশিয়ার কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা আশা করছেন, দায়িত্ব নিয়েই বাইডেনের এ সিদ্ধান্ত বাতিল করবে ট্রাম্প প্রশাসন। রাশিয়ার আইনপ্রণেতা মারিয়া বুটিনা বলেন, বাইডেন প্রশাসন পরিস্থিতি আরও জটিল করার চেষ্টা করছে। আশা করছি, ট্রাম্প এই সিদ্ধান্তটি বাতিল করবেন, কারণ এটি যদি হয়, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার ঝুঁকি রয়েছে, যা কারোরই কাম্য নয়।
বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে হামলা জোরদার করতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়ে সংঘাতকে উসকে দিয়েছেন বলে অভিযোগ ক্রেমলিনের। এর উপযুক্ত ও স্পষ্ট জবাব দেওয়া হবে বলে জানিয়েছে পুতিন প্রশাসন।
একই সুরে কথা বলেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে। তিনি বলেছেন, এই প্রশাসন তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধাতে চায়। এদের শুধু মুনাফা চাই। জীবনের কোনো মূল্য নেই!
রাশিয়া–ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার ১ হাজার দিন পার হয়েছে। এর ঠিক আগে আগে ইউক্রেনকে রাশিয়ার ভূখণ্ডের গভীরে আঘাত হানতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার হয়ে উত্তর কোরিয়ার সেনাদের ইউক্রেনের বিরুদ্ধে লড়াই নিয়ে উদ্বেগ থেকে বাইডেন প্রশাসন এমন সিদ্ধান্ত নিয়েছে বলে ওয়াশিংটনের দাবি।
১৯০ মাইল পাল্লার আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম (এটিএসিএমএস) ব্যবহার করে রাশিয়ার ভেতরে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের কাছে দীর্ঘদিন ধরে অনুমোদন চেয়ে আসছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রাশিয়ার ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হলে তা হবে যুক্তরাষ্ট্র ও এর মিত্র দেশগুলোর সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে যাওয়া।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এটা স্পষ্ট যে বিদায়ী মার্কিন প্রশাসন এই সংঘাতকে আরও উত্তেজিত করতে চায়। তারা ‘আগুনে ঘি ঢালছে’।
পেসকভ আরও বলেন, গত সেপ্টেম্বর মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্টভাবে জানিয়েছিলেন, ইউক্রেনকে দূর-পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিলে তা ন্যাটোকে সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে ফেলবে। মস্কো যে ধরনের হুমকির মুখোমুখি হবে, তেমনই উপযুক্ত জবাব দেবে। পশ্চিমা দেশগুলোতে হামলা চালাতে অন্যান্য দেশকে দূরপাল্লার অস্ত্র সরবরাহ করার হুমকিও দিয়েছিলেন পুতিন।
বাইডেন প্রশাসনের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। ব্রাজিলে চলমান জি–২০ সম্মেলনে অংশ নিয়েছেন বাইডেন। গতকাল সোমবার এই আসরে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধে একটি শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করে দেয় রাশিয়া।
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বারের মতো দায়িত্ব নিতে যাওয়া ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই এই যুদ্ধ বন্ধের পক্ষে। তবে বাইডেনের এই সিদ্ধান্ত নিয়ে তাঁর শিবির থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।
বাইডেনের সিদ্ধান্তের সমালোচনা করে এক্সে ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ওরফে ডন জুনিয়র লিখেছেন, ‘মনে হচ্ছে তারা তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু নিশ্চিত করতে চায়, যাতে আমার বাবা শান্তি প্রতিষ্ঠা করতে এবং জীবন বাঁচাতে না পারেন। তাদের চাই ট্রিলিয়ন ডলার মুনাফা, জীবন থোড়াই কেয়ার! নির্বোধ!’
অন্যদিকে রাশিয়ার কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা আশা করছেন, দায়িত্ব নিয়েই বাইডেনের এ সিদ্ধান্ত বাতিল করবে ট্রাম্প প্রশাসন। রাশিয়ার আইনপ্রণেতা মারিয়া বুটিনা বলেন, বাইডেন প্রশাসন পরিস্থিতি আরও জটিল করার চেষ্টা করছে। আশা করছি, ট্রাম্প এই সিদ্ধান্তটি বাতিল করবেন, কারণ এটি যদি হয়, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার ঝুঁকি রয়েছে, যা কারোরই কাম্য নয়।
গৃহযুদ্ধ কবলিত সুদানের দ্বিতীয় বৃহত্তম শহর ওমদুরমানের একটি বাজারে দেশটির আধা-সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) হামলায় অন্তত ৫৪ জন নিহত ও ১৫৮ জন আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
৯ মিনিট আগেলিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরের উপকূলবর্তী ব্রেগার পশ্চিমে আল-আকিলা এলাকা থেকে অন্তত ২০ জনের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা সবাই বাংলাদেশের নাগরিক বলে লিবিয়ার রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষের ধারণা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের পরিচালক এএইচএম মাসুম বিল্লাহ আজ শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করে
৫ ঘণ্টা আগেযুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। আজ শনিবার দক্ষিণ গাজার খান ইউনিসে দুজন এবং গাজা সিটিতে অন্য জিম্মিকে রেডক্রসের কাছে হস্তান্তর করে হামাস।
৮ ঘণ্টা আগেবিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক কঠোর পরিশ্রমের জন্য বিখ্যাত। সেই একই নীতি তিনি তাঁর সরকারি দায়িত্বেও প্রয়োগ করছেন। তিনি তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের জানিয়েছেন, তিনি দায়িত্ব পাওয়ার পর বেশ কয়েক দিন ওয়াশিংটনে সরকারি কর্মদক্ষতা বিভাগেই (ডিওজিই) ঘুমিয়েছেন। আর এটি জানতে পেরে প্রেসিডেন্ট ট্রাম্প মাস্ককে হোয়াইট হা
৯ ঘণ্টা আগে