প্রায় ২৫ বছর আগে মারা যাওয়া প্রিন্সেস ডায়ানার ব্যবহৃত একটি গাড়ি নিলামে সাড়ে ৬ লাখ পাউন্ডে বিক্রি হয়েছে। তিনি কালো রঙের ফোর্ড এসকর্ট আরএস টার্বো গাড়িটি ১৯৮৫ সালের আগস্ট থেকে প্রায় তিন বছর ব্যবহার করেছিলেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ব্রিটিশ রাজবধূ ডায়ানা চেলসির বুটিক শপ ও কেনসিংটনে গাড়িটির সঙ্গে ছবিও তুলেছিলেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
গাড়িটির নিবন্ধন নম্বর সি৪৬২ এফএইচকে। স্থানীয় সময় শনিবার ওয়ারউইকশায়ারের নিলামকারী প্রতিষ্ঠান সিলভারস্টোন গাড়িটি নিলামে তোলে। পরে চেশায়ারের একজন বাসিন্দা এটি কিনে নেন।
নিলামকারী জোনাথন হামবার্ট বলেছেন, ডায়ানার গাড়িটির প্রতি অনেকের প্রবল আগ্রহ ছিল। প্রতিষ্ঠানটির গত ১২ বছরের ইতিহাসে এই নিলাম সবচেয়ে বেশি টেলিফোন বিড পেয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিলামটি ১ লাখ পাউন্ড থেকে শুরু হয়েছিল। অল্প কিছুক্ষণের মধ্যেই দুবাই ও যুক্তরাজ্যের ক্রেতাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায়। শেষে যুক্তরাজ্যের ক্রেতা নিলামটি জয় করেন।
ডায়ানার ব্যবহৃত কালো রঙের এই আরএস টার্বো সিরিজ-১ গাড়িটিকে অনন্য মনে করা হয়। এর আগে গত বছরের জুনে ডায়ানার অন্য একটি গাড়ি নিলামে ৫২ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে।
১৯৯৭ সালের ৩১ আগস্ট ফ্রান্সের রাজধানী প্যারিসে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস ডায়ানার।
প্রায় ২৫ বছর আগে মারা যাওয়া প্রিন্সেস ডায়ানার ব্যবহৃত একটি গাড়ি নিলামে সাড়ে ৬ লাখ পাউন্ডে বিক্রি হয়েছে। তিনি কালো রঙের ফোর্ড এসকর্ট আরএস টার্বো গাড়িটি ১৯৮৫ সালের আগস্ট থেকে প্রায় তিন বছর ব্যবহার করেছিলেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ব্রিটিশ রাজবধূ ডায়ানা চেলসির বুটিক শপ ও কেনসিংটনে গাড়িটির সঙ্গে ছবিও তুলেছিলেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
গাড়িটির নিবন্ধন নম্বর সি৪৬২ এফএইচকে। স্থানীয় সময় শনিবার ওয়ারউইকশায়ারের নিলামকারী প্রতিষ্ঠান সিলভারস্টোন গাড়িটি নিলামে তোলে। পরে চেশায়ারের একজন বাসিন্দা এটি কিনে নেন।
নিলামকারী জোনাথন হামবার্ট বলেছেন, ডায়ানার গাড়িটির প্রতি অনেকের প্রবল আগ্রহ ছিল। প্রতিষ্ঠানটির গত ১২ বছরের ইতিহাসে এই নিলাম সবচেয়ে বেশি টেলিফোন বিড পেয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিলামটি ১ লাখ পাউন্ড থেকে শুরু হয়েছিল। অল্প কিছুক্ষণের মধ্যেই দুবাই ও যুক্তরাজ্যের ক্রেতাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায়। শেষে যুক্তরাজ্যের ক্রেতা নিলামটি জয় করেন।
ডায়ানার ব্যবহৃত কালো রঙের এই আরএস টার্বো সিরিজ-১ গাড়িটিকে অনন্য মনে করা হয়। এর আগে গত বছরের জুনে ডায়ানার অন্য একটি গাড়ি নিলামে ৫২ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে।
১৯৯৭ সালের ৩১ আগস্ট ফ্রান্সের রাজধানী প্যারিসে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস ডায়ানার।
গত শনিবার গাজার স্বরাষ্ট্র ও জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, একটি অপরাধী গোষ্ঠী ও দখলদারদের সহযোগী দল তৎপর হয়েছে, যারা নাগরিকদের নিরাপত্তা হুমকির মুখে ফেলছে, আতঙ্ক ছড়াচ্ছে এবং ব্যক্তিগত ও রাষ্ট্রীয় সম্পত্তিতে আক্রমণ করছে।
১৯ মিনিট আগেবর্তমানে অ্যালকাট্রাজ একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যা সানফ্রান্সিসকো গোল্ডেন গেট ব্রিজের কাছে অবস্থিত। একসময় এটি মার্কিন নৌবাহিনীর দুর্গ ছিল। বিশ শতকের শুরুতে এটিকে কারাগারে পরিণত করা হয়।
১ ঘণ্টা আগেভারতের কর্ণাটকের এক শহর ম্যাঙ্গালুরু। শহরটিতে সম্প্রতি সুহাস শেঠি নামে এক রাজনৈতিক কর্মীকে ব্যস্ত সড়কে সংঘবদ্ধভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ড অস্থির করে তুলেছে শহরটিকে। হত্যার কারণ হিসেবে উঠে এসেছে আরেক হত্যাকাণ্ডের কথা। হত্যাকাণ্ডের শিকার সুহাস শেঠি নিজেই হত্যা করেছিলেন এক ব্যক্তিকে।
১ ঘণ্টা আগেএর আগে, ভারত ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করে। নিষিদ্ধ চ্যানেলের মধ্যে দ্য ডন পত্রিকাসহ বেশ কয়েকটি পাকিস্তানি সংবাদমাধ্যমও রয়েছে। গত শুক্রবার, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের ইউটিউব চ্যানেলও ভারতে ব্লক করা হয়।
২ ঘণ্টা আগে