প্রায় ২৫ বছর আগে মারা যাওয়া প্রিন্সেস ডায়ানার ব্যবহৃত একটি গাড়ি নিলামে সাড়ে ৬ লাখ পাউন্ডে বিক্রি হয়েছে। তিনি কালো রঙের ফোর্ড এসকর্ট আরএস টার্বো গাড়িটি ১৯৮৫ সালের আগস্ট থেকে প্রায় তিন বছর ব্যবহার করেছিলেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ব্রিটিশ রাজবধূ ডায়ানা চেলসির বুটিক শপ ও কেনসিংটনে গাড়িটির সঙ্গে ছবিও তুলেছিলেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
গাড়িটির নিবন্ধন নম্বর সি৪৬২ এফএইচকে। স্থানীয় সময় শনিবার ওয়ারউইকশায়ারের নিলামকারী প্রতিষ্ঠান সিলভারস্টোন গাড়িটি নিলামে তোলে। পরে চেশায়ারের একজন বাসিন্দা এটি কিনে নেন।
নিলামকারী জোনাথন হামবার্ট বলেছেন, ডায়ানার গাড়িটির প্রতি অনেকের প্রবল আগ্রহ ছিল। প্রতিষ্ঠানটির গত ১২ বছরের ইতিহাসে এই নিলাম সবচেয়ে বেশি টেলিফোন বিড পেয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিলামটি ১ লাখ পাউন্ড থেকে শুরু হয়েছিল। অল্প কিছুক্ষণের মধ্যেই দুবাই ও যুক্তরাজ্যের ক্রেতাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায়। শেষে যুক্তরাজ্যের ক্রেতা নিলামটি জয় করেন।
ডায়ানার ব্যবহৃত কালো রঙের এই আরএস টার্বো সিরিজ-১ গাড়িটিকে অনন্য মনে করা হয়। এর আগে গত বছরের জুনে ডায়ানার অন্য একটি গাড়ি নিলামে ৫২ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে।
১৯৯৭ সালের ৩১ আগস্ট ফ্রান্সের রাজধানী প্যারিসে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস ডায়ানার।
প্রায় ২৫ বছর আগে মারা যাওয়া প্রিন্সেস ডায়ানার ব্যবহৃত একটি গাড়ি নিলামে সাড়ে ৬ লাখ পাউন্ডে বিক্রি হয়েছে। তিনি কালো রঙের ফোর্ড এসকর্ট আরএস টার্বো গাড়িটি ১৯৮৫ সালের আগস্ট থেকে প্রায় তিন বছর ব্যবহার করেছিলেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ব্রিটিশ রাজবধূ ডায়ানা চেলসির বুটিক শপ ও কেনসিংটনে গাড়িটির সঙ্গে ছবিও তুলেছিলেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
গাড়িটির নিবন্ধন নম্বর সি৪৬২ এফএইচকে। স্থানীয় সময় শনিবার ওয়ারউইকশায়ারের নিলামকারী প্রতিষ্ঠান সিলভারস্টোন গাড়িটি নিলামে তোলে। পরে চেশায়ারের একজন বাসিন্দা এটি কিনে নেন।
নিলামকারী জোনাথন হামবার্ট বলেছেন, ডায়ানার গাড়িটির প্রতি অনেকের প্রবল আগ্রহ ছিল। প্রতিষ্ঠানটির গত ১২ বছরের ইতিহাসে এই নিলাম সবচেয়ে বেশি টেলিফোন বিড পেয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিলামটি ১ লাখ পাউন্ড থেকে শুরু হয়েছিল। অল্প কিছুক্ষণের মধ্যেই দুবাই ও যুক্তরাজ্যের ক্রেতাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায়। শেষে যুক্তরাজ্যের ক্রেতা নিলামটি জয় করেন।
ডায়ানার ব্যবহৃত কালো রঙের এই আরএস টার্বো সিরিজ-১ গাড়িটিকে অনন্য মনে করা হয়। এর আগে গত বছরের জুনে ডায়ানার অন্য একটি গাড়ি নিলামে ৫২ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে।
১৯৯৭ সালের ৩১ আগস্ট ফ্রান্সের রাজধানী প্যারিসে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস ডায়ানার।
গত জানুয়ারি ২০২৪-এর নির্বাচনের পর থেকে তাইওয়ানের রাজনীতিতে অচলাবস্থা বিরাজ করছে। প্রেসিডেন্ট হিসেবে ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) উইলিয়াম লাই নির্বাচিত হলেও পার্লামেন্টের আইনসভায় (লেজিসলেটিভ ইউয়ান) বিরোধী কুওমিনতাং (কেএমটি) এবং তাদের মিত্ররা সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। ফলে সরকার ও আইনসভার
১৭ মিনিট আগেঅভিযোগে ওই তরুণী জানান, শারীরিক পরীক্ষার সময় তিনি জ্ঞান হারান এবং হাসপাতালে নেওয়ার পথে কী ঘটেছে, তা কিছুটা টের পান। পরে তিনি পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষকে জানান, অ্যাম্বুলেন্সের ভেতরে তিন-চারজন মিলে তাঁকে ধর্ষণ করেছে।
৩৮ মিনিট আগে১ জুলাই যুক্তরাষ্ট্রের গ্রেটার বোস্টনের ১৪টি এলাকায় সেবা দেওয়া টিমস্টারস ইউনিয়নের স্থানীয় শাখা লোকাল ২৫-এর মাধ্যমে এই ধর্মঘট শুরু হয়। পরে এটি ক্যালিফোর্নিয়ার ম্যান্টেকা; ইলিনয়ের অটোয়া; জর্জিয়ার কামিং, ওয়াশিংটনের লেসি শহরে ছড়িয়ে পড়ে। অনেক কর্মী ধর্মঘটের প্রতি সংহতি জানিয়ে কাজ বন্ধ করে দেন।
১ ঘণ্টা আগেরায়ে তিনি বলেন, ‘নিম্ন ও উচ্চ আদালতের বিচারকদের সম্পর্ক সামন্ত প্রভু ও ভূমিদাসের মতো। হাইকোর্টের বিচারকদের অভিবাদন জানানোর সময় জেলা বিচারকদের শারীরিক ভাষা এতটাই বিনয়ী থাকে, যা চাটুকারিতার কাছাকাছি। জেলা বিচারকরা যেন অমেরুদণ্ডী স্তন্যপায়ী প্রাণীর একমাত্র শনাক্তযোগ্য প্রজাতি।’
২ ঘণ্টা আগে