অনলাইন ডেস্ক
মস্কোর উপকণ্ঠে অবস্থিত শহর ক্রাসনোগরস্কের একটি কনসার্ট হলে হামলার জন্য ইউক্রেন ও পশ্চিমা বিশ্বের দেশগুলোকে দায়ী করছে রাশিয়ার ফেডারেল গোয়েন্দা সংস্থা এফএসবি। গতকাল মঙ্গলবার এফএসবির প্রধান বলেছেন, পশ্চিমা ও ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থাগুলো এই হামলাকারীদের সাহায্য করেছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এফএসবির প্রধান আলেকসান্দার বোর্তনিকভ বলেন, ‘আমরা বিশ্বাস করি, উগ্র ইসলামপন্থীরা এই হামলার সঙ্গে জড়িত এবং একই সঙ্গে আমরা এটাও বিশ্বাস করি যে, এ হামলায় বিভিন্ন ধরনের সহযোগিতা করেছে ইউক্রেন ও পশ্চিমাদের গোয়েন্দা সংস্থা। এই হামলাকারীদের সঙ্গে তাদের সরাসরি যোগাযোগ রয়েছে।’
রুশ গোয়েন্দা সংস্থার এই প্রধান আবারও বলেছেন, ‘হামলাকারীরা (হামলার পর) ইউক্রেনে যাচ্ছিল। আমি একটি গোপন বিষয় এখানেই পরিষ্কার করে দিতে চাই, এই হামলাকারীরা সেখানে গেলে নায়ক হিসেবে তাদের স্বাগত জানানো হতো।’
এদিকে, এফএসবির সঙ্গে সুর মিলিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ক্রাসনোগরস্কের ক্রোকাস সিটি কনসার্ট হলে ভয়াবহ সন্ত্রাসী হামলার পেছনে জঙ্গিরা জড়িত। একই সঙ্গে এই হামলায় ইউক্রেনেরও জড়িত থাকার ইঙ্গিতও দিয়েছেন তিনি।
গত শুক্রবার ক্রোকাস সিটি হলে কনসার্টে আসা মানুষদের ওপর বন্দুকধারীদের হামলায় অন্তত ১৩৭ জন নিহত হন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়, গত সোমবার টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে পুতিন বলেন, ‘আমরা জানি, অপরাধটি কট্টরপন্থী ইসলামপন্থীরাই সংঘটিত হয়েছে, যাদের আদর্শের বিরুদ্ধে খোদ ইসলামিক বিশ্বই বহু শতাব্দী ধরে লড়াই করে আসছে।’
এ সময় ইউক্রেনের কথা উল্লেখ করে পুতিন বলেন, ‘এই নৃশংসতার সঙ্গে হয়তো তাদের একটি যোগসূত্র থাকতে পারে, যারা ২০১৪ সাল থেকে আমাদের দেশের সঙ্গে যুদ্ধ করে আসছে।’ পুতিন প্রশ্ন করে বলেন, ‘অবশ্যই, এই প্রশ্নের উত্তর পাওয়া দরকার, কেন অপরাধ সংঘটিত করার পরে সন্ত্রাসীরা ইউক্রেনে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল?’ সেখানে তাদের জন্য কে অপেক্ষা করছিল?’
পুতিন অবশ্য তাঁর বক্তব্যে আইএসের কথা সরাসরি উল্লেখ করেননি। যদিও তারাই মস্কোতে হামলার দায় স্বীকার করেছে। তবে আইএসের এই হামলার দায় স্বীকারের পর যুক্তরাষ্ট্রের গোয়েন্দারাও তাদের সেই দাবি সমর্থন করে। পরে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁও বলেন, ‘ফ্রান্সের কাছে যে গোয়েন্দা তথ্য রয়েছে, তাতে দেখা যাচ্ছে, আইএস এই হামলার জন্য দায়ী।’
এর আগে সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ হামলার জন্য কাউকে দোষ দিতে অস্বীকৃতি জানান। রাশিয়ায় তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি। এ ছাড়া যুক্তরাষ্ট্র ৭ মার্চ মস্কোর কর্তৃপক্ষকে সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক করেছিল বলে যে খবর বের হয়েছে সে বিষয়েও দিমিত্রি পেসকভ মন্তব্য করতে রাজি হননি। এই ধরনের যেকোনো গোয়েন্দা তথ্য গোপনীয় বলেও জানান তিনি।
মস্কোর উপকণ্ঠে অবস্থিত শহর ক্রাসনোগরস্কের একটি কনসার্ট হলে হামলার জন্য ইউক্রেন ও পশ্চিমা বিশ্বের দেশগুলোকে দায়ী করছে রাশিয়ার ফেডারেল গোয়েন্দা সংস্থা এফএসবি। গতকাল মঙ্গলবার এফএসবির প্রধান বলেছেন, পশ্চিমা ও ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থাগুলো এই হামলাকারীদের সাহায্য করেছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এফএসবির প্রধান আলেকসান্দার বোর্তনিকভ বলেন, ‘আমরা বিশ্বাস করি, উগ্র ইসলামপন্থীরা এই হামলার সঙ্গে জড়িত এবং একই সঙ্গে আমরা এটাও বিশ্বাস করি যে, এ হামলায় বিভিন্ন ধরনের সহযোগিতা করেছে ইউক্রেন ও পশ্চিমাদের গোয়েন্দা সংস্থা। এই হামলাকারীদের সঙ্গে তাদের সরাসরি যোগাযোগ রয়েছে।’
রুশ গোয়েন্দা সংস্থার এই প্রধান আবারও বলেছেন, ‘হামলাকারীরা (হামলার পর) ইউক্রেনে যাচ্ছিল। আমি একটি গোপন বিষয় এখানেই পরিষ্কার করে দিতে চাই, এই হামলাকারীরা সেখানে গেলে নায়ক হিসেবে তাদের স্বাগত জানানো হতো।’
এদিকে, এফএসবির সঙ্গে সুর মিলিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ক্রাসনোগরস্কের ক্রোকাস সিটি কনসার্ট হলে ভয়াবহ সন্ত্রাসী হামলার পেছনে জঙ্গিরা জড়িত। একই সঙ্গে এই হামলায় ইউক্রেনেরও জড়িত থাকার ইঙ্গিতও দিয়েছেন তিনি।
গত শুক্রবার ক্রোকাস সিটি হলে কনসার্টে আসা মানুষদের ওপর বন্দুকধারীদের হামলায় অন্তত ১৩৭ জন নিহত হন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়, গত সোমবার টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে পুতিন বলেন, ‘আমরা জানি, অপরাধটি কট্টরপন্থী ইসলামপন্থীরাই সংঘটিত হয়েছে, যাদের আদর্শের বিরুদ্ধে খোদ ইসলামিক বিশ্বই বহু শতাব্দী ধরে লড়াই করে আসছে।’
এ সময় ইউক্রেনের কথা উল্লেখ করে পুতিন বলেন, ‘এই নৃশংসতার সঙ্গে হয়তো তাদের একটি যোগসূত্র থাকতে পারে, যারা ২০১৪ সাল থেকে আমাদের দেশের সঙ্গে যুদ্ধ করে আসছে।’ পুতিন প্রশ্ন করে বলেন, ‘অবশ্যই, এই প্রশ্নের উত্তর পাওয়া দরকার, কেন অপরাধ সংঘটিত করার পরে সন্ত্রাসীরা ইউক্রেনে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল?’ সেখানে তাদের জন্য কে অপেক্ষা করছিল?’
পুতিন অবশ্য তাঁর বক্তব্যে আইএসের কথা সরাসরি উল্লেখ করেননি। যদিও তারাই মস্কোতে হামলার দায় স্বীকার করেছে। তবে আইএসের এই হামলার দায় স্বীকারের পর যুক্তরাষ্ট্রের গোয়েন্দারাও তাদের সেই দাবি সমর্থন করে। পরে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁও বলেন, ‘ফ্রান্সের কাছে যে গোয়েন্দা তথ্য রয়েছে, তাতে দেখা যাচ্ছে, আইএস এই হামলার জন্য দায়ী।’
এর আগে সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ হামলার জন্য কাউকে দোষ দিতে অস্বীকৃতি জানান। রাশিয়ায় তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি। এ ছাড়া যুক্তরাষ্ট্র ৭ মার্চ মস্কোর কর্তৃপক্ষকে সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক করেছিল বলে যে খবর বের হয়েছে সে বিষয়েও দিমিত্রি পেসকভ মন্তব্য করতে রাজি হননি। এই ধরনের যেকোনো গোয়েন্দা তথ্য গোপনীয় বলেও জানান তিনি।
যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। আজ শনিবার দক্ষিণ গাজার খান ইউনিসে দুজন এবং গাজা সিটিতে অন্য জিম্মিকে রেডক্রসের কাছে হস্তান্তর করে হামাস।
২ ঘণ্টা আগেবিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক কঠোর পরিশ্রমের জন্য বিখ্যাত। সেই একই নীতি তিনি তাঁর সরকারি দায়িত্বেও প্রয়োগ করছেন। তিনি তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের জানিয়েছেন, তিনি দায়িত্ব পাওয়ার পর বেশ কয়েক দিন ওয়াশিংটনে সরকারি কর্মদক্ষতা বিভাগেই (ডিওজিই) ঘুমিয়েছেন। আর এটি জানতে পেরে প্রেসিডেন্ট ট্রাম্প মাস্ককে হোয়াইট হা
৩ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের আমলাদের দেশটির সরকারি কর্মচারীদের ব্যক্তিগত তথ্যভান্ডারে প্রবেশাধিকার স্থগিত করা হয়েছে। ইলন মাস্কের নেতৃত্বে মার্কিন সরকারি মানবসম্পদ বিভাগ পরিচালনার দায়িত্বে থাকা তাঁর সহযোগীরা এই সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন বলে জানা গেছে...
৫ ঘণ্টা আগেআফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে তীব্র লড়াইয়ের কারণে গত রোববার থেকে গতকাল শুক্রবার পর্যন্ত ৫ দিনে ৭ শতাধিক নিহত হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, কঙ্গোর পূর্বাঞ্চলীয় বৃহত্তম শহর গোমাতে তীব্র লড়াইয়ের কারণে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ছাড়া, আরও ২ হাজার ৮০০ জন...
৭ ঘণ্টা আগে