Ajker Patrika

প্যারিসে ২০১৫ সালের ভয়াবহ হামলার বিচার শুরু

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ২২: ২৯
প্যারিসে ২০১৫ সালের ভয়াবহ হামলার বিচার শুরু

২০১৫ সালের ১৩ নভেম্বর ফ্রান্সের প্যারিসে হওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলার বিচার শুরু হয়েছে। এ ঘটনায় একমাত্র জীবিত হামলাকারী সালাহ আব্দেসলামসহ ১৩ সন্দেহভাজন আসামিকে পুলিশের গাড়িতে করে আদালতে হাজির করা হয়েছে। 

আজ বুধবার এ বিচার শুরু উপলক্ষে প্যারিসের প্যালেস ডি জাস্টিস আদালতের চারপাশে বিভিন্ন পয়েন্টে ১ হাজারের বেশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

পুলিশের গাড়িতে আসামিদের আদালতে নেওয়া হচ্ছেবার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, প্যালেস ডি জাস্টিস আদালতে সন্দেহভাজন ২০ জনের বিচার শুরু হয়েছে। আগামী নয় মাস এ বিচারপ্রক্রিয়া চলবে। এ ঘটনায় বেঁচে যাওয়া এবং ক্ষতিগ্রস্তদের আত্মীয়-স্বজন মিলে বাদীর সংখ্যা ১ হাজার ৮০০ জন। বাদীর এ তালিকায় ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদও রয়েছেন। এ মামলার বিচার করতে ৩০০ জন বিচারক নিয়োগ দেওয়া হয়েছে। ১৪০ দিনের বেশি শুনানি শেষে এ মামলার রায় হবে। বিচারমন্ত্রী এরিক ডুপন্ড-মোরেট্টি এ মামলাকে নজিরবিহীন বলে মন্তব্য করেছেন। 

প্রসঙ্গত, ২০১৫ সালের ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের চরমপন্থীরা কয়েকটি শুঁড়িখানা, রেস্তোরাঁ, বাটাক্লান কনসার্ট হল এবং একটি খেলার মাঠে একযোগে সন্ত্রাসী হামলা চালায়। এতে ১৩০ জন মারা যায়। এ হামলাকে ফ্রান্সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে নৃশংসতা বলে মনে করা হয়। এ মামলার বিচার শুরু হওয়াও আধুনিক ফ্রান্সের ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত