Ajker Patrika

আসছে প্রিন্স হ্যারির আত্মকথা, কী থাকছে বইয়ে?

আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ১০: ১৬
আসছে প্রিন্স হ্যারির আত্মকথা, কী থাকছে বইয়ে?

আত্মকথা লিখেছেন ব্রিটেনের রাজপরিবারের সদস্য ও ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি। বইটির নাম দিয়েছেন ‘স্পেয়ার’। আগামী বছরের জানুয়ারিতে বইটি বাজারে আনছে খ্যাতনামা প্রকাশনা সংস্থা ‘পেঙ্গুইন র‍্যানডম হাউস’। পেঙ্গুইনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

হ্যারি রাজা তৃতীয় চার্লস ও প্রয়াত প্রিন্সেস অব ওয়েলস ডায়নার ছোট ছেলে। ব্রিটেনের রানি এলিজাবেথের এই দৌহিত্র তিনি বেঁচে থাকতেই রাজ উপাধি বর্জন করেছেন। ফলে ধারণা করা হচ্ছে, কৃষ্ণাঙ্গ মেগান ম্যার্কেলকে বিয়েকেন্দ্রিক রাজপরিবারের সঙ্গে হ্যারির যে টানাপোড়েন, আত্মকথাতে সে বিষয়গুলো উঠে আসবে।

তবে বাকিংহাম প্যালেস হ্যারির প্রকাশিতব্য এই আত্মকথা নিয়ে কোনো মন্তব্য করতে সম্মত হয়নি।

পেঙ্গুইন র‍্যানডম হাউস বলেছে, ডায়নার মৃত্যুর পর তাঁর দুই ছেলে কীভাবে বেড়ে উঠেছে, তা নিয়ে মানুষের আগ্রহ তুঙ্গে। সেসব কথাই লিখেছেন হ্যারি। এই আত্মকথাতেই উঠে আসবে কেন হ্যারি রাজপরিবারের দায়িত্ব ছেড়ে আমেরিকা চলে যান।

এই আত্মকথা থেকে আয়ের একটি অংশ দুটি দাতব্য সংস্থাকে দেওয়া হবে বলেও উল্লেখ করেছে পেঙ্গুইন।

 ২০২৩ সালের ১০ জানুয়ারি বিশ্বব্যাপী প্রকাশিত হতে যাচ্ছে প্রিন্স হ্যারির আত্মকথা ‘স্পেয়ার’। ১৬টি ভাষায় বইটি প্রকাশ পাওয়ার কথা রয়েছে।

বইটি প্রকাশিত হলে দ্রুতই সর্বোচ্চ বিক্রির রেকর্ড করবে বলে ধারণা করা হচ্ছে। যদিও অনেকে মনে করছেন, রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর রাজপরিবারের প্রতি সাধারণ মানুষের আগ্রহে ভাটা পড়েছে। ফলে বই বিক্রিতে চমক আশা করা যাচ্ছে না। 

এর পরও রানির মৃত্যুর পরপরই হ্যারির স্মৃতিকথার প্রকাশ, রাজপরিবারের সদস্যদের বা রাজতন্ত্রের ওপর রাগ-ক্ষোভ থেকে আক্রমণ এ বইতে রয়েছে কি না, তা নিয়ে অনেকের মধ্যেই কৌতূহল রয়েছে। এই বই রাজপরিবারের সঙ্গে হ্যারির সম্পর্কের উন্নতি, নাকি ফাটলের উপলক্ষ তৈরি করবে—এমন প্রশ্নে কোনো মন্তব্য করতে রাজি হয়নি প্রকাশনা সংস্থাটি। বইটি সম্পর্কে প্রিন্স হ্যারি ও মেগানের প্রতিনিধিও কোনো মন্তব্য করতে রাজি হননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত