Ajker Patrika

জব্দ করা রাশিয়ার সম্পদ ইউক্রেনের জন্য ব্যবহার করবে ইইউ

অনলাইন ডেস্ক
আপডেট : ২২ মার্চ ২০২৪, ১৬: ১৭
Thumbnail image

রাশিয়ার জব্দ অর্থের মুনাফা দিয়ে ইউক্রেনকে সামরিক সহায়তার পরিকল্পনা এগিয়ে নিতে সম্মত হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। গোলাবারুদের প্রচণ্ড সংকটের মধ্যে গতকাল বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেওয়া হয়। এই পরিকল্পনা চূড়ান্ত হলে রাশিয়ার সম্পদ থেকে ইউক্রেনের জন্য বছরে প্রায় ৩৩০ কোটি ডলারের ব্যবস্থা হতে পারে।

প্রতিবেশী দেশ ইউক্রেনে আগ্রাসনের পর দুই বছরেরও বেশি সময় ধরে লড়াই করে যাচ্ছে রাশিয়া। পশ্চিমা অস্ত্র সরবরাহ কমে যাওয়ায় রুশ সেনাদের মোকাবিলা করতে হিমশিম খাচ্ছে ইউক্রেনের সেনারা। 

এদিকে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিয়ে নতুন করে ছয় বছরের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ভ্লাদিমির পুতিন। এই জয়ের মাধ্যমে রাশিয়ার ওপর পুতিনের নিয়ন্ত্রণ আরও জোরদার হয়ে গেছে বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন দের লিয়েন সাংবাদিকদের বলেন, ‘আমি আনন্দিত যে নেতারা জব্দকৃত রুশ সম্পদ থেকে পাওয়া বিপুল পরিমাণে মুনাফা ব্যবহার করার জন্য আমাদের প্রস্তাব সমর্থন করেছেন। এই অর্থ থেকে ইউক্রেনকে সামরিক সরঞ্জামের জন্য অর্থায়ন করা হবে।’ 

রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের প্রায় ২০ হাজার কোটি ইউরোর সম্পদ জব্দ করেছে ইইউ। ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রতিবেশী দেশে সামরিক অভিযান চালানোর কারণে মস্কোর ওপর আরোপিত নিষেধাজ্ঞার অংশ হিসেবে এই পদক্ষেপ নেয় ইইউ। কিয়েভের আরেক প্রধান সমর্থক যুক্তরাষ্ট্রের ৬ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ কংগ্রেসে আটকে থাকায় ইউক্রেনের জন্য আরও তহবিল খোঁজার জন্য ইইউ চাপ দিচ্ছে। 

ভার্চুয়াল ভিডিওতে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের উদ্দেশে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ইউক্রেন সেনাদের গোলাবারুদের সংকট ইউরোপের জন্য ‘অপমানজনক’। কিয়েভে বড় ধরনের হামলার পরিপ্রেক্ষিতে অতিরিক্ত বিমান প্রতিরক্ষাব্যবস্থার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ইউরোপ আরও বেশি কিছু দিতে পারে এবং এখনই তা প্রমাণ করার মোক্ষম সময়।’ 

ইইউ নেতাদের দাবি, জব্দ করা রুশ সম্পদের মুনাফা ব্যবহারের পরিকল্পনাটি বৈধ। তবে ক্রেমলিন সতর্ক করে বলেছে, পাল্টা আঘাত হানতে তাঁরা আইনি পদক্ষেপ নেবে ও ‘প্রতিশোধের অন্যান্য পদ্ধতি’ ব্যবহার করবে। 

কিয়েভে আরও অস্ত্র সরবরাহের প্রচেষ্টার পাশাপাশি ইউক্রেনের নিজস্ব বাহিনী গড়ে তুলতে ইউরোপের প্রতিরক্ষাশিল্পকে সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা করেন নেতারা। ইউক্রেনের সহায়তায় ব্রাসেলসে নানা প্রস্তাব উত্থাপন করা হলেও ইউরোপের প্রচেষ্টার গতি খুবই ধীর বলে অভিযোগ আছে।

এদিকে রাশিয়া তার অর্থনীতিকে যুদ্ধের উপযোগী করে গড়ে তুললেও ইউক্রেনকে চলতি মাসের মধ্যে ১০ লাখ আর্টিলারি শেল সরবরাহের যে প্রতিশ্রুতি ইইউ দিয়েছিল, তা-ই এখনো পূরণ করতে পারেনি ২৭ দেশের এই জোট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সংবিধানে ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ রাখার পক্ষে যে যুক্তি দিলেন আলী রীয়াজ

রাজধানীতে নিখোঁজ কিশোরী নওগাঁয়, যা বললেন সঙ্গে থাকা তরুণের বাবা

নবাবি প্রশাসনে হিন্দু আমলারাই সংখ্যাগরিষ্ঠ

আটক ৩ জনকে ছাড়িয়ে নিতে উত্তরায় থানায় হামলা শিক্ষার্থীদের

উপদেষ্টা রিজওয়ানার কাছে মাত্র ১৫ মিনিট সময় চেয়ে পাইনি: বিজ্ঞানী আবেদ চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত