যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীরা লন্ডনের কেন্দ্রস্থলে অবস্থিত বিবিসির ব্রডকাস্টিং হাউসের সদর দপ্তরে হামলা চালিয়েছে। হামলাকারীরা ভবনটির কাচের দরজা ভেঙে ফেলে এবং দেয়ালে লাল রং ছিটিয়ে দেয়।
সোমবার রাতে যুক্তরাজ্যভিত্তিক টেলিগ্রাফ জানিয়েছে, ‘প্যালেস্টাইন অ্যাকশন’ নামের একটি সংগঠন এই হামলার দায় স্বীকার করেছে এবং বলেছে, তারা ভবনটিতে রক্তের লাল রং ছিটিয়ে দিয়েছে। ইসরায়েলের পক্ষে খবর প্রকাশের প্রতিবাদে তারা বিবিসি অফিসের কাচও ভেঙে ফেলেছে।
লন্ডনের মেট্রোপলিটন পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে। তারা জানিয়েছে, স্থানীয় সময় আজ সোমবার দিবাগত রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
মেট্রোপলিটন পুলিশের এক মুখপাত্র বলেছেন, ‘একটি ভবনের দেয়ালে লাল রঙের রং ছিটানো হয়েছে এবং কাচের দরজা ভাঙা হয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তদন্ত চলছে।’
টেলিগ্রাফ জানিয়েছে, আজ সোমবার দুপুরের দিকে ভবনটি পরিষ্কার করার কাজ শুরু হয়। মূলত প্রেশার ওয়াশার ব্যবহার করে ওই লাল রং ছিটানো হয়েছিল।
এর আগে ২০২৩ সালের অক্টোবর মাসেও বিবিসির সদর দপ্তরে হামলার দায় স্বীকার করেছিল ‘প্যালেস্টাইন অ্যাকশন’ নামের সংগঠনটি। তাদের অভিযোগ, বিবিসি ইসরায়েল-হামাস যুদ্ধের খবর কাভার করার ক্ষেত্রে পক্ষপাতমূলক আচরণ করছে।
সোমবার এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, ‘বিবিসির পক্ষপাতদুষ্ট সাংবাদিকতা শুধু খারাপ রিপোর্টিং নয়, এটি জীবন-মৃত্যুর বিষয়।’
এ বিষয়ে টেলিগ্রাফের পক্ষ থেকে বিবিসির সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীরা লন্ডনের কেন্দ্রস্থলে অবস্থিত বিবিসির ব্রডকাস্টিং হাউসের সদর দপ্তরে হামলা চালিয়েছে। হামলাকারীরা ভবনটির কাচের দরজা ভেঙে ফেলে এবং দেয়ালে লাল রং ছিটিয়ে দেয়।
সোমবার রাতে যুক্তরাজ্যভিত্তিক টেলিগ্রাফ জানিয়েছে, ‘প্যালেস্টাইন অ্যাকশন’ নামের একটি সংগঠন এই হামলার দায় স্বীকার করেছে এবং বলেছে, তারা ভবনটিতে রক্তের লাল রং ছিটিয়ে দিয়েছে। ইসরায়েলের পক্ষে খবর প্রকাশের প্রতিবাদে তারা বিবিসি অফিসের কাচও ভেঙে ফেলেছে।
লন্ডনের মেট্রোপলিটন পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে। তারা জানিয়েছে, স্থানীয় সময় আজ সোমবার দিবাগত রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
মেট্রোপলিটন পুলিশের এক মুখপাত্র বলেছেন, ‘একটি ভবনের দেয়ালে লাল রঙের রং ছিটানো হয়েছে এবং কাচের দরজা ভাঙা হয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তদন্ত চলছে।’
টেলিগ্রাফ জানিয়েছে, আজ সোমবার দুপুরের দিকে ভবনটি পরিষ্কার করার কাজ শুরু হয়। মূলত প্রেশার ওয়াশার ব্যবহার করে ওই লাল রং ছিটানো হয়েছিল।
এর আগে ২০২৩ সালের অক্টোবর মাসেও বিবিসির সদর দপ্তরে হামলার দায় স্বীকার করেছিল ‘প্যালেস্টাইন অ্যাকশন’ নামের সংগঠনটি। তাদের অভিযোগ, বিবিসি ইসরায়েল-হামাস যুদ্ধের খবর কাভার করার ক্ষেত্রে পক্ষপাতমূলক আচরণ করছে।
সোমবার এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, ‘বিবিসির পক্ষপাতদুষ্ট সাংবাদিকতা শুধু খারাপ রিপোর্টিং নয়, এটি জীবন-মৃত্যুর বিষয়।’
এ বিষয়ে টেলিগ্রাফের পক্ষ থেকে বিবিসির সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
দীর্ঘ ২৯ বছর সরকারি বাস চালিয়েছেন তিনি। মাত্র ৭ ডলার (প্রায় ৮০০ টাকা) সমপরিমাণ ভাড়া আত্মসাতের দায়ে তাঁকে চাকরিচ্যুত করা হয়েছে। শুধু তা–ই নয়, সেই সঙ্গে তাঁর ৮৪ হাজার ডলার (প্রায় ৯২ লাখ টাকা) পেনশনও বাতিল করা হয়েছে।
১ ঘণ্টা আগেভারতের উত্তর-পূর্ব দিল্লির সীলমপুরে ১৭ বছর বয়সী এক কিশোর হত্যার ঘটনায় ফের আলোচনায় জিকরা নামের এক তরুণী। তিনি নিজেকে ‘লেডি ডন’ বলে পরিচয় দেন। সামাজিক মাধ্যমে তাঁর কার্যকলাপ এবং অপরাধ জগতের সঙ্গে যোগাযোগের জন্য পরিচিত এই তরুণী।
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র ক্রিমিয়া অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দিতে পারে। মস্কো ও কিয়েভের মধ্যে একটি শান্তিচুক্তির অংশ হিসেবে এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে আলোচনার সঙ্গে যুক্ত কয়েকজন জানিয়েছেন, যুক্তরাষ্ট্র বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছে। মার্কিন সংবাদমাধ্যম..
২ ঘণ্টা আগেআন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর সাম্প্রতিক কঠোর পদক্ষেপ নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ নিয়ে বিশেষ করে ভারতীয় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। আমেরিকান ইমিগ্রেশন ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের (এআইএলএ) একটি প্রতিবেদন অনুসারে, সংস্থাটি কর্তৃক সংগৃহীত ৩২৭টি সাম্প্রতিক ভিসা বাতিলের প্রায় অর্ধেকই ভারতীয়...
৩ ঘণ্টা আগে