যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীরা লন্ডনের কেন্দ্রস্থলে অবস্থিত বিবিসির ব্রডকাস্টিং হাউসের সদর দপ্তরে হামলা চালিয়েছে। হামলাকারীরা ভবনটির কাচের দরজা ভেঙে ফেলে এবং দেয়ালে লাল রং ছিটিয়ে দেয়।
সোমবার রাতে যুক্তরাজ্যভিত্তিক টেলিগ্রাফ জানিয়েছে, ‘প্যালেস্টাইন অ্যাকশন’ নামের একটি সংগঠন এই হামলার দায় স্বীকার করেছে এবং বলেছে, তারা ভবনটিতে রক্তের লাল রং ছিটিয়ে দিয়েছে। ইসরায়েলের পক্ষে খবর প্রকাশের প্রতিবাদে তারা বিবিসি অফিসের কাচও ভেঙে ফেলেছে।
লন্ডনের মেট্রোপলিটন পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে। তারা জানিয়েছে, স্থানীয় সময় আজ সোমবার দিবাগত রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
মেট্রোপলিটন পুলিশের এক মুখপাত্র বলেছেন, ‘একটি ভবনের দেয়ালে লাল রঙের রং ছিটানো হয়েছে এবং কাচের দরজা ভাঙা হয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তদন্ত চলছে।’
টেলিগ্রাফ জানিয়েছে, আজ সোমবার দুপুরের দিকে ভবনটি পরিষ্কার করার কাজ শুরু হয়। মূলত প্রেশার ওয়াশার ব্যবহার করে ওই লাল রং ছিটানো হয়েছিল।
এর আগে ২০২৩ সালের অক্টোবর মাসেও বিবিসির সদর দপ্তরে হামলার দায় স্বীকার করেছিল ‘প্যালেস্টাইন অ্যাকশন’ নামের সংগঠনটি। তাদের অভিযোগ, বিবিসি ইসরায়েল-হামাস যুদ্ধের খবর কাভার করার ক্ষেত্রে পক্ষপাতমূলক আচরণ করছে।
সোমবার এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, ‘বিবিসির পক্ষপাতদুষ্ট সাংবাদিকতা শুধু খারাপ রিপোর্টিং নয়, এটি জীবন-মৃত্যুর বিষয়।’
এ বিষয়ে টেলিগ্রাফের পক্ষ থেকে বিবিসির সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীরা লন্ডনের কেন্দ্রস্থলে অবস্থিত বিবিসির ব্রডকাস্টিং হাউসের সদর দপ্তরে হামলা চালিয়েছে। হামলাকারীরা ভবনটির কাচের দরজা ভেঙে ফেলে এবং দেয়ালে লাল রং ছিটিয়ে দেয়।
সোমবার রাতে যুক্তরাজ্যভিত্তিক টেলিগ্রাফ জানিয়েছে, ‘প্যালেস্টাইন অ্যাকশন’ নামের একটি সংগঠন এই হামলার দায় স্বীকার করেছে এবং বলেছে, তারা ভবনটিতে রক্তের লাল রং ছিটিয়ে দিয়েছে। ইসরায়েলের পক্ষে খবর প্রকাশের প্রতিবাদে তারা বিবিসি অফিসের কাচও ভেঙে ফেলেছে।
লন্ডনের মেট্রোপলিটন পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে। তারা জানিয়েছে, স্থানীয় সময় আজ সোমবার দিবাগত রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
মেট্রোপলিটন পুলিশের এক মুখপাত্র বলেছেন, ‘একটি ভবনের দেয়ালে লাল রঙের রং ছিটানো হয়েছে এবং কাচের দরজা ভাঙা হয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তদন্ত চলছে।’
টেলিগ্রাফ জানিয়েছে, আজ সোমবার দুপুরের দিকে ভবনটি পরিষ্কার করার কাজ শুরু হয়। মূলত প্রেশার ওয়াশার ব্যবহার করে ওই লাল রং ছিটানো হয়েছিল।
এর আগে ২০২৩ সালের অক্টোবর মাসেও বিবিসির সদর দপ্তরে হামলার দায় স্বীকার করেছিল ‘প্যালেস্টাইন অ্যাকশন’ নামের সংগঠনটি। তাদের অভিযোগ, বিবিসি ইসরায়েল-হামাস যুদ্ধের খবর কাভার করার ক্ষেত্রে পক্ষপাতমূলক আচরণ করছে।
সোমবার এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, ‘বিবিসির পক্ষপাতদুষ্ট সাংবাদিকতা শুধু খারাপ রিপোর্টিং নয়, এটি জীবন-মৃত্যুর বিষয়।’
এ বিষয়ে টেলিগ্রাফের পক্ষ থেকে বিবিসির সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
রাজধানী মিনস্কে বেলারুশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিরল আলোচনার সময় এক দীর্ঘ মধ্যাহ্নভোজে ভদকা পান করার ঘটনা বিরোধী নেতাদের মুক্তিতে সহায়তা করেছে বলে জানিয়েছেন ট্রাম্প প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা জন কোল।
৮ ঘণ্টা আগেসংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক গ্রুপ এমিরেটস। এর অন্তর্ভুক্ত রয়েছে ‘এমিরেটস এয়ারলাইন’ ও গ্রাউন্ড হ্যান্ডেলিং ইউনিট ‘ডিনাটা’। এই দুটি বিভাগে চলতি বছরের মধ্যেই ১৭ হাজার ৩০০ জন নতুন কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে এমিরেটস গ্রুপ।
৯ ঘণ্টা আগেবিশ্বখ্যাত কোমল পানীয় নির্মাতা কোকা-কোলা নিশ্চিত করেছে, আসন্ন শরতে মার্কিন যুক্তরাষ্ট্রে আখের চিনি দিয়ে তৈরি একটি নতুন সংস্করণ বাজারে আনছে কোম্পানিটি। তবে কোকা-কোলার মূল রেসিপিতে কোনো পরিবর্তন আসছে না।
১০ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউইয়র্ক সিটির ডেমোক্রেটিক মেয়র প্রার্থী জোহরান মামদানির কিছু নির্বাচনী প্রস্তাবকে ‘নিরর্থক ও মূর্খামি’ বলে মন্তব্য করেছেন। ‘দ্য ফুল সেন্ড পডকাস্ট’ অনুষ্ঠানে অংশ নিয়ে নেতানিয়াহু বলেন, এই ধরনের প্রস্তাব বাস্তবায়িত হলে মামদানি মেয়র নির্বাচিত হলেও মাত্র এক
১১ ঘণ্টা আগে