অনলাইন ডেস্ক
ঢাকা: ব্রিটিশ গণমাধ্যম বিবিসিতে ১৯৯৫ সালে প্রিন্সেস ডায়ানার একটি বিখ্যাত সাক্ষাৎকার প্রচারিত হয়। এ সাক্ষাৎকারেই প্রথমবারের মত ব্রিটিশ রাজ পরিবারের কোন সদস্য এত খোলাখুলি কথা বলেন। সাক্ষাৎকারে উঠে আসে প্রিন্স চার্লসের সঙ্গে তার অসুখী বিবাহিত জীবন ও তার বুলিমিয়ায় আক্রান্ত হওয়ার কথা। এর সবচেয়ে আলোচিত উক্তি ছিল ‘এই বিয়েতে ছিলাম আমরা তিনজন।’
এ সাক্ষাৎকারটি গ্রহণ করেন বিবিসির সাংবাদিক মার্টিন বশির। বিবিসির ‘প্যানোরামা’য় প্রচারিত এ সাক্ষাৎকারটি দেখেছিলেন ২ কোটি ৩০ লাখ লোক। কিন্তু, বশির এই সাক্ষাৎকারটি গ্রহণ করেছিলেন ‘প্রতারণামূলক’ উপায়ে। সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার ২৬ বছর পরে এ প্রতারণা প্রমাণের প্রতিবেদন প্রকাশিত হল।
সাক্ষাৎকার প্রকাশের পর থেকেই ডায়ানার ভাই চার্লস স্পেনসার অভিযোগ তুলে আসছিলেন, ডায়ানার সঙ্গে মার্টিন বশিরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য মার্টিন বশির তাকে জাল ব্যাংক স্টেটমেন্ট ও নথিপত্র দেখিয়েছেন। একে ‘প্রতারণামূলক’ ভাবে আস্থা অর্জন বলে অভিযোগ তোলেন চার্লস স্পেনসার।
গত বছর স্পেনসার প্রকাশ্যে তাঁর অভিযোগ তুলে ধরেন। তারপর বিবিসি নিরপেক্ষ তদন্তের নির্দেশ দেয়। অবসরপ্রাপ্ত বিচারপতি লর্ড ডাইসনের নেতৃত্বে পরিচালিত এ তদন্তের প্রতিবেদন ২০ মে (বৃহস্পতিবার) প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ১৯৯৫ সালে বশিরের বলা কথার একটা উল্লেখযোগ্য অংশ ছিল ‘অনির্ভরযোগ্য, অকল্পনীয় এবং কোন কোন ক্ষেত্রে অসৎ’। আর বিচারপতি লর্ড ডাইসন বিবিসিকে বলেন, ‘বিবিসি বস্তুনিষ্ঠতা ও স্বচ্ছতার ব্যাপারে যে উঁচু মানদণ্ড মেনে চলে, যেটা তার সাংবাদিকতার মূল স্তম্ভ, এ ক্ষেত্রে তার ব্যত্যয় ঘটেছে।’
এ প্রতিবেদনের প্রতিক্রিয়ায় বিবিসির মহাপরিচালক টিম ডেভি বলেছেন, ‘এই রিপোর্টে বলা হয়েছে ডায়ানা প্রিন্সেস অফ ওয়েলস বিবিসিকে সাক্ষাৎকার দেওয়ার ব্যাপারে আগ্রহী ছিলেন ঠিকই, কিন্তু এটা স্পষ্ট যে ওই সাক্ষাৎকার নেওয়ার জন্য যে পথ বেছে নেওয়া হয়েছিল, তা শ্রোতাদর্শক আমাদের কাছ থেকে যে মান প্রত্যাশা করে তা পূরণ করতে ব্যর্থ হয়েছে। আমরা এ জন্য খুবই দুঃখিত। লর্ড ডাইসন এই ব্যর্থতা স্পষ্টভাবেই চিহ্নিত করেছেন।’
নথি জাল করার বিষয়ে বশিরও একটি বিবৃতিতে দুঃখপ্রকাশ করেছেন, তবে এই সাক্ষাৎকার নিয়ে তিনি ‘অসম্ভব গর্বিত’। বশির বলেন, ‘তাঁকে এই সাক্ষাৎকার দিতে প্রিন্সেস ডায়ানা ব্যক্তিগতভাবে রাজি হয়েছিলেন। ব্যাংকের ওই দলিলপত্রের সঙ্গে তাঁর সিদ্ধান্তের কোন সম্পর্ক ছিল না।’
প্রসঙ্গত, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বশির গত সপ্তাহে বিবিসির কাজে ইস্তফা দেন। ৫৮ বছর বয়সী মার্টিন বশির ২০১৬ সাল থেকে বিবিসির ধর্ম বিষয়ক সংবাদদাতা এবং সম্পাদক ছিলেন।
ঢাকা: ব্রিটিশ গণমাধ্যম বিবিসিতে ১৯৯৫ সালে প্রিন্সেস ডায়ানার একটি বিখ্যাত সাক্ষাৎকার প্রচারিত হয়। এ সাক্ষাৎকারেই প্রথমবারের মত ব্রিটিশ রাজ পরিবারের কোন সদস্য এত খোলাখুলি কথা বলেন। সাক্ষাৎকারে উঠে আসে প্রিন্স চার্লসের সঙ্গে তার অসুখী বিবাহিত জীবন ও তার বুলিমিয়ায় আক্রান্ত হওয়ার কথা। এর সবচেয়ে আলোচিত উক্তি ছিল ‘এই বিয়েতে ছিলাম আমরা তিনজন।’
এ সাক্ষাৎকারটি গ্রহণ করেন বিবিসির সাংবাদিক মার্টিন বশির। বিবিসির ‘প্যানোরামা’য় প্রচারিত এ সাক্ষাৎকারটি দেখেছিলেন ২ কোটি ৩০ লাখ লোক। কিন্তু, বশির এই সাক্ষাৎকারটি গ্রহণ করেছিলেন ‘প্রতারণামূলক’ উপায়ে। সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার ২৬ বছর পরে এ প্রতারণা প্রমাণের প্রতিবেদন প্রকাশিত হল।
সাক্ষাৎকার প্রকাশের পর থেকেই ডায়ানার ভাই চার্লস স্পেনসার অভিযোগ তুলে আসছিলেন, ডায়ানার সঙ্গে মার্টিন বশিরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য মার্টিন বশির তাকে জাল ব্যাংক স্টেটমেন্ট ও নথিপত্র দেখিয়েছেন। একে ‘প্রতারণামূলক’ ভাবে আস্থা অর্জন বলে অভিযোগ তোলেন চার্লস স্পেনসার।
গত বছর স্পেনসার প্রকাশ্যে তাঁর অভিযোগ তুলে ধরেন। তারপর বিবিসি নিরপেক্ষ তদন্তের নির্দেশ দেয়। অবসরপ্রাপ্ত বিচারপতি লর্ড ডাইসনের নেতৃত্বে পরিচালিত এ তদন্তের প্রতিবেদন ২০ মে (বৃহস্পতিবার) প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ১৯৯৫ সালে বশিরের বলা কথার একটা উল্লেখযোগ্য অংশ ছিল ‘অনির্ভরযোগ্য, অকল্পনীয় এবং কোন কোন ক্ষেত্রে অসৎ’। আর বিচারপতি লর্ড ডাইসন বিবিসিকে বলেন, ‘বিবিসি বস্তুনিষ্ঠতা ও স্বচ্ছতার ব্যাপারে যে উঁচু মানদণ্ড মেনে চলে, যেটা তার সাংবাদিকতার মূল স্তম্ভ, এ ক্ষেত্রে তার ব্যত্যয় ঘটেছে।’
এ প্রতিবেদনের প্রতিক্রিয়ায় বিবিসির মহাপরিচালক টিম ডেভি বলেছেন, ‘এই রিপোর্টে বলা হয়েছে ডায়ানা প্রিন্সেস অফ ওয়েলস বিবিসিকে সাক্ষাৎকার দেওয়ার ব্যাপারে আগ্রহী ছিলেন ঠিকই, কিন্তু এটা স্পষ্ট যে ওই সাক্ষাৎকার নেওয়ার জন্য যে পথ বেছে নেওয়া হয়েছিল, তা শ্রোতাদর্শক আমাদের কাছ থেকে যে মান প্রত্যাশা করে তা পূরণ করতে ব্যর্থ হয়েছে। আমরা এ জন্য খুবই দুঃখিত। লর্ড ডাইসন এই ব্যর্থতা স্পষ্টভাবেই চিহ্নিত করেছেন।’
নথি জাল করার বিষয়ে বশিরও একটি বিবৃতিতে দুঃখপ্রকাশ করেছেন, তবে এই সাক্ষাৎকার নিয়ে তিনি ‘অসম্ভব গর্বিত’। বশির বলেন, ‘তাঁকে এই সাক্ষাৎকার দিতে প্রিন্সেস ডায়ানা ব্যক্তিগতভাবে রাজি হয়েছিলেন। ব্যাংকের ওই দলিলপত্রের সঙ্গে তাঁর সিদ্ধান্তের কোন সম্পর্ক ছিল না।’
প্রসঙ্গত, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বশির গত সপ্তাহে বিবিসির কাজে ইস্তফা দেন। ৫৮ বছর বয়সী মার্টিন বশির ২০১৬ সাল থেকে বিবিসির ধর্ম বিষয়ক সংবাদদাতা এবং সম্পাদক ছিলেন।
গৃহযুদ্ধ কবলিত সুদানের দ্বিতীয় বৃহত্তম শহর ওমদুরমানের একটি বাজারে দেশটির আধা-সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) হামলায় অন্তত ৫৪ জন নিহত ও ১৫৮ জন আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
৬ ঘণ্টা আগেলিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরের উপকূলবর্তী ব্রেগার পশ্চিমে আল-আকিলা এলাকা থেকে অন্তত ২০ জনের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা সবাই বাংলাদেশের নাগরিক বলে লিবিয়ার রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষের ধারণা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের পরিচালক এএইচএম মাসুম বিল্লাহ আজ শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করে
১১ ঘণ্টা আগেযুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। আজ শনিবার দক্ষিণ গাজার খান ইউনিসে দুজন এবং গাজা সিটিতে অন্য জিম্মিকে রেডক্রসের কাছে হস্তান্তর করে হামাস।
১৪ ঘণ্টা আগেবিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক কঠোর পরিশ্রমের জন্য বিখ্যাত। সেই একই নীতি তিনি তাঁর সরকারি দায়িত্বেও প্রয়োগ করছেন। তিনি তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের জানিয়েছেন, তিনি দায়িত্ব পাওয়ার পর বেশ কয়েক দিন ওয়াশিংটনে সরকারি কর্মদক্ষতা বিভাগেই (ডিওজিই) ঘুমিয়েছেন। আর এটি জানতে পেরে প্রেসিডেন্ট ট্রাম্প মাস্ককে হোয়াইট হা
১৫ ঘণ্টা আগে