ঢাকা: ব্রিটিশ গণমাধ্যম বিবিসিতে ১৯৯৫ সালে প্রিন্সেস ডায়ানার একটি বিখ্যাত সাক্ষাৎকার প্রচারিত হয়। এ সাক্ষাৎকারেই প্রথমবারের মত ব্রিটিশ রাজ পরিবারের কোন সদস্য এত খোলাখুলি কথা বলেন। সাক্ষাৎকারে উঠে আসে প্রিন্স চার্লসের সঙ্গে তার অসুখী বিবাহিত জীবন ও তার বুলিমিয়ায় আক্রান্ত হওয়ার কথা। এর সবচেয়ে আলোচিত উক্তি ছিল ‘এই বিয়েতে ছিলাম আমরা তিনজন।’
এ সাক্ষাৎকারটি গ্রহণ করেন বিবিসির সাংবাদিক মার্টিন বশির। বিবিসির ‘প্যানোরামা’য় প্রচারিত এ সাক্ষাৎকারটি দেখেছিলেন ২ কোটি ৩০ লাখ লোক। কিন্তু, বশির এই সাক্ষাৎকারটি গ্রহণ করেছিলেন ‘প্রতারণামূলক’ উপায়ে। সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার ২৬ বছর পরে এ প্রতারণা প্রমাণের প্রতিবেদন প্রকাশিত হল।
সাক্ষাৎকার প্রকাশের পর থেকেই ডায়ানার ভাই চার্লস স্পেনসার অভিযোগ তুলে আসছিলেন, ডায়ানার সঙ্গে মার্টিন বশিরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য মার্টিন বশির তাকে জাল ব্যাংক স্টেটমেন্ট ও নথিপত্র দেখিয়েছেন। একে ‘প্রতারণামূলক’ ভাবে আস্থা অর্জন বলে অভিযোগ তোলেন চার্লস স্পেনসার।
গত বছর স্পেনসার প্রকাশ্যে তাঁর অভিযোগ তুলে ধরেন। তারপর বিবিসি নিরপেক্ষ তদন্তের নির্দেশ দেয়। অবসরপ্রাপ্ত বিচারপতি লর্ড ডাইসনের নেতৃত্বে পরিচালিত এ তদন্তের প্রতিবেদন ২০ মে (বৃহস্পতিবার) প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ১৯৯৫ সালে বশিরের বলা কথার একটা উল্লেখযোগ্য অংশ ছিল ‘অনির্ভরযোগ্য, অকল্পনীয় এবং কোন কোন ক্ষেত্রে অসৎ’। আর বিচারপতি লর্ড ডাইসন বিবিসিকে বলেন, ‘বিবিসি বস্তুনিষ্ঠতা ও স্বচ্ছতার ব্যাপারে যে উঁচু মানদণ্ড মেনে চলে, যেটা তার সাংবাদিকতার মূল স্তম্ভ, এ ক্ষেত্রে তার ব্যত্যয় ঘটেছে।’
এ প্রতিবেদনের প্রতিক্রিয়ায় বিবিসির মহাপরিচালক টিম ডেভি বলেছেন, ‘এই রিপোর্টে বলা হয়েছে ডায়ানা প্রিন্সেস অফ ওয়েলস বিবিসিকে সাক্ষাৎকার দেওয়ার ব্যাপারে আগ্রহী ছিলেন ঠিকই, কিন্তু এটা স্পষ্ট যে ওই সাক্ষাৎকার নেওয়ার জন্য যে পথ বেছে নেওয়া হয়েছিল, তা শ্রোতাদর্শক আমাদের কাছ থেকে যে মান প্রত্যাশা করে তা পূরণ করতে ব্যর্থ হয়েছে। আমরা এ জন্য খুবই দুঃখিত। লর্ড ডাইসন এই ব্যর্থতা স্পষ্টভাবেই চিহ্নিত করেছেন।’
নথি জাল করার বিষয়ে বশিরও একটি বিবৃতিতে দুঃখপ্রকাশ করেছেন, তবে এই সাক্ষাৎকার নিয়ে তিনি ‘অসম্ভব গর্বিত’। বশির বলেন, ‘তাঁকে এই সাক্ষাৎকার দিতে প্রিন্সেস ডায়ানা ব্যক্তিগতভাবে রাজি হয়েছিলেন। ব্যাংকের ওই দলিলপত্রের সঙ্গে তাঁর সিদ্ধান্তের কোন সম্পর্ক ছিল না।’
প্রসঙ্গত, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বশির গত সপ্তাহে বিবিসির কাজে ইস্তফা দেন। ৫৮ বছর বয়সী মার্টিন বশির ২০১৬ সাল থেকে বিবিসির ধর্ম বিষয়ক সংবাদদাতা এবং সম্পাদক ছিলেন।
ঢাকা: ব্রিটিশ গণমাধ্যম বিবিসিতে ১৯৯৫ সালে প্রিন্সেস ডায়ানার একটি বিখ্যাত সাক্ষাৎকার প্রচারিত হয়। এ সাক্ষাৎকারেই প্রথমবারের মত ব্রিটিশ রাজ পরিবারের কোন সদস্য এত খোলাখুলি কথা বলেন। সাক্ষাৎকারে উঠে আসে প্রিন্স চার্লসের সঙ্গে তার অসুখী বিবাহিত জীবন ও তার বুলিমিয়ায় আক্রান্ত হওয়ার কথা। এর সবচেয়ে আলোচিত উক্তি ছিল ‘এই বিয়েতে ছিলাম আমরা তিনজন।’
এ সাক্ষাৎকারটি গ্রহণ করেন বিবিসির সাংবাদিক মার্টিন বশির। বিবিসির ‘প্যানোরামা’য় প্রচারিত এ সাক্ষাৎকারটি দেখেছিলেন ২ কোটি ৩০ লাখ লোক। কিন্তু, বশির এই সাক্ষাৎকারটি গ্রহণ করেছিলেন ‘প্রতারণামূলক’ উপায়ে। সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার ২৬ বছর পরে এ প্রতারণা প্রমাণের প্রতিবেদন প্রকাশিত হল।
সাক্ষাৎকার প্রকাশের পর থেকেই ডায়ানার ভাই চার্লস স্পেনসার অভিযোগ তুলে আসছিলেন, ডায়ানার সঙ্গে মার্টিন বশিরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য মার্টিন বশির তাকে জাল ব্যাংক স্টেটমেন্ট ও নথিপত্র দেখিয়েছেন। একে ‘প্রতারণামূলক’ ভাবে আস্থা অর্জন বলে অভিযোগ তোলেন চার্লস স্পেনসার।
গত বছর স্পেনসার প্রকাশ্যে তাঁর অভিযোগ তুলে ধরেন। তারপর বিবিসি নিরপেক্ষ তদন্তের নির্দেশ দেয়। অবসরপ্রাপ্ত বিচারপতি লর্ড ডাইসনের নেতৃত্বে পরিচালিত এ তদন্তের প্রতিবেদন ২০ মে (বৃহস্পতিবার) প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ১৯৯৫ সালে বশিরের বলা কথার একটা উল্লেখযোগ্য অংশ ছিল ‘অনির্ভরযোগ্য, অকল্পনীয় এবং কোন কোন ক্ষেত্রে অসৎ’। আর বিচারপতি লর্ড ডাইসন বিবিসিকে বলেন, ‘বিবিসি বস্তুনিষ্ঠতা ও স্বচ্ছতার ব্যাপারে যে উঁচু মানদণ্ড মেনে চলে, যেটা তার সাংবাদিকতার মূল স্তম্ভ, এ ক্ষেত্রে তার ব্যত্যয় ঘটেছে।’
এ প্রতিবেদনের প্রতিক্রিয়ায় বিবিসির মহাপরিচালক টিম ডেভি বলেছেন, ‘এই রিপোর্টে বলা হয়েছে ডায়ানা প্রিন্সেস অফ ওয়েলস বিবিসিকে সাক্ষাৎকার দেওয়ার ব্যাপারে আগ্রহী ছিলেন ঠিকই, কিন্তু এটা স্পষ্ট যে ওই সাক্ষাৎকার নেওয়ার জন্য যে পথ বেছে নেওয়া হয়েছিল, তা শ্রোতাদর্শক আমাদের কাছ থেকে যে মান প্রত্যাশা করে তা পূরণ করতে ব্যর্থ হয়েছে। আমরা এ জন্য খুবই দুঃখিত। লর্ড ডাইসন এই ব্যর্থতা স্পষ্টভাবেই চিহ্নিত করেছেন।’
নথি জাল করার বিষয়ে বশিরও একটি বিবৃতিতে দুঃখপ্রকাশ করেছেন, তবে এই সাক্ষাৎকার নিয়ে তিনি ‘অসম্ভব গর্বিত’। বশির বলেন, ‘তাঁকে এই সাক্ষাৎকার দিতে প্রিন্সেস ডায়ানা ব্যক্তিগতভাবে রাজি হয়েছিলেন। ব্যাংকের ওই দলিলপত্রের সঙ্গে তাঁর সিদ্ধান্তের কোন সম্পর্ক ছিল না।’
প্রসঙ্গত, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বশির গত সপ্তাহে বিবিসির কাজে ইস্তফা দেন। ৫৮ বছর বয়সী মার্টিন বশির ২০১৬ সাল থেকে বিবিসির ধর্ম বিষয়ক সংবাদদাতা এবং সম্পাদক ছিলেন।
পোপ ফ্রান্সিসের মৃত্যুতে সারা বিশ্বের ক্যাথলিক সম্প্রদায়সহ বিভিন্ন দেশ গভীর শোক প্রকাশ করেছে। ভারত সরকার তাঁর প্রতি সম্মান জানিয়ে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। বিশ্বের উল্লেখযোগ্য প্রায় সকল রাষ্ট্র ও সরকার প্রধান তাঁর মৃত্যুতে শোকবার্তা পাঠিয়েছেন।
৪ ঘণ্টা আগেহাওয়াইয়ে ভ্রমণে গিয়ে মার্কিন সীমান্তরক্ষীদের হাতে দেহ তল্লাশি ও রাতভর আটকের শিকার হয়েছেন দুই জার্মান কিশোরী। পর্যাপ্ত সময়ের জন্য হোটেল বুকিং না থাকায় তাদের সন্দেহজনক মনে করে এই ব্যবস্থা নেয় যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি)।
৫ ঘণ্টা আগেপ্রযুক্তি জায়ান্ট গুগল প্রায় চার বছরের পুরোনো একটি মামলায় ভারতের প্রতিযোগিতা কমিশন তথা সিসিআই-এর সঙ্গে নিষ্পত্তিতে পৌঁছেছে। অ্যান্ড্রয়েড স্মার্ট টিভির বাজারে গুগল অনৈতিক ও প্রতিযোগিতাবিরোধী ব্যবসায়িক চর্চা করছে, এমন অভিযোগের প্রেক্ষিতে এই নিষ্পত্তি হয়েছে। গুগল,
৬ ঘণ্টা আগেভারতের সড়ক নিরাপত্তা সংকট অত্যন্ত ভয়াবহ। চলমান এই সমস্যা প্রতিদিন বহু মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। ২০২৩ সালে এই সংকট আরও তীব্র হয়েছে। জানা গেছে, সে বছর সড়ক দুর্ঘটনায় ভারতে ১ লাখ ৭২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর অর্থ প্রতিদিন ৪৭৪ জন বা প্রতি তিন মিনিটে প্রায় একজন মারা গেছেন।
৬ ঘণ্টা আগে