ঢাকা: ব্রিটিশ গণমাধ্যম বিবিসিতে ১৯৯৫ সালে প্রিন্সেস ডায়ানার একটি বিখ্যাত সাক্ষাৎকার প্রচারিত হয়। এ সাক্ষাৎকারেই প্রথমবারের মত ব্রিটিশ রাজ পরিবারের কোন সদস্য এত খোলাখুলি কথা বলেন। সাক্ষাৎকারে উঠে আসে প্রিন্স চার্লসের সঙ্গে তার অসুখী বিবাহিত জীবন ও তার বুলিমিয়ায় আক্রান্ত হওয়ার কথা। এর সবচেয়ে আলোচিত উক্তি ছিল ‘এই বিয়েতে ছিলাম আমরা তিনজন।’
এ সাক্ষাৎকারটি গ্রহণ করেন বিবিসির সাংবাদিক মার্টিন বশির। বিবিসির ‘প্যানোরামা’য় প্রচারিত এ সাক্ষাৎকারটি দেখেছিলেন ২ কোটি ৩০ লাখ লোক। কিন্তু, বশির এই সাক্ষাৎকারটি গ্রহণ করেছিলেন ‘প্রতারণামূলক’ উপায়ে। সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার ২৬ বছর পরে এ প্রতারণা প্রমাণের প্রতিবেদন প্রকাশিত হল।
সাক্ষাৎকার প্রকাশের পর থেকেই ডায়ানার ভাই চার্লস স্পেনসার অভিযোগ তুলে আসছিলেন, ডায়ানার সঙ্গে মার্টিন বশিরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য মার্টিন বশির তাকে জাল ব্যাংক স্টেটমেন্ট ও নথিপত্র দেখিয়েছেন। একে ‘প্রতারণামূলক’ ভাবে আস্থা অর্জন বলে অভিযোগ তোলেন চার্লস স্পেনসার।
গত বছর স্পেনসার প্রকাশ্যে তাঁর অভিযোগ তুলে ধরেন। তারপর বিবিসি নিরপেক্ষ তদন্তের নির্দেশ দেয়। অবসরপ্রাপ্ত বিচারপতি লর্ড ডাইসনের নেতৃত্বে পরিচালিত এ তদন্তের প্রতিবেদন ২০ মে (বৃহস্পতিবার) প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ১৯৯৫ সালে বশিরের বলা কথার একটা উল্লেখযোগ্য অংশ ছিল ‘অনির্ভরযোগ্য, অকল্পনীয় এবং কোন কোন ক্ষেত্রে অসৎ’। আর বিচারপতি লর্ড ডাইসন বিবিসিকে বলেন, ‘বিবিসি বস্তুনিষ্ঠতা ও স্বচ্ছতার ব্যাপারে যে উঁচু মানদণ্ড মেনে চলে, যেটা তার সাংবাদিকতার মূল স্তম্ভ, এ ক্ষেত্রে তার ব্যত্যয় ঘটেছে।’
এ প্রতিবেদনের প্রতিক্রিয়ায় বিবিসির মহাপরিচালক টিম ডেভি বলেছেন, ‘এই রিপোর্টে বলা হয়েছে ডায়ানা প্রিন্সেস অফ ওয়েলস বিবিসিকে সাক্ষাৎকার দেওয়ার ব্যাপারে আগ্রহী ছিলেন ঠিকই, কিন্তু এটা স্পষ্ট যে ওই সাক্ষাৎকার নেওয়ার জন্য যে পথ বেছে নেওয়া হয়েছিল, তা শ্রোতাদর্শক আমাদের কাছ থেকে যে মান প্রত্যাশা করে তা পূরণ করতে ব্যর্থ হয়েছে। আমরা এ জন্য খুবই দুঃখিত। লর্ড ডাইসন এই ব্যর্থতা স্পষ্টভাবেই চিহ্নিত করেছেন।’
নথি জাল করার বিষয়ে বশিরও একটি বিবৃতিতে দুঃখপ্রকাশ করেছেন, তবে এই সাক্ষাৎকার নিয়ে তিনি ‘অসম্ভব গর্বিত’। বশির বলেন, ‘তাঁকে এই সাক্ষাৎকার দিতে প্রিন্সেস ডায়ানা ব্যক্তিগতভাবে রাজি হয়েছিলেন। ব্যাংকের ওই দলিলপত্রের সঙ্গে তাঁর সিদ্ধান্তের কোন সম্পর্ক ছিল না।’
প্রসঙ্গত, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বশির গত সপ্তাহে বিবিসির কাজে ইস্তফা দেন। ৫৮ বছর বয়সী মার্টিন বশির ২০১৬ সাল থেকে বিবিসির ধর্ম বিষয়ক সংবাদদাতা এবং সম্পাদক ছিলেন।
ঢাকা: ব্রিটিশ গণমাধ্যম বিবিসিতে ১৯৯৫ সালে প্রিন্সেস ডায়ানার একটি বিখ্যাত সাক্ষাৎকার প্রচারিত হয়। এ সাক্ষাৎকারেই প্রথমবারের মত ব্রিটিশ রাজ পরিবারের কোন সদস্য এত খোলাখুলি কথা বলেন। সাক্ষাৎকারে উঠে আসে প্রিন্স চার্লসের সঙ্গে তার অসুখী বিবাহিত জীবন ও তার বুলিমিয়ায় আক্রান্ত হওয়ার কথা। এর সবচেয়ে আলোচিত উক্তি ছিল ‘এই বিয়েতে ছিলাম আমরা তিনজন।’
এ সাক্ষাৎকারটি গ্রহণ করেন বিবিসির সাংবাদিক মার্টিন বশির। বিবিসির ‘প্যানোরামা’য় প্রচারিত এ সাক্ষাৎকারটি দেখেছিলেন ২ কোটি ৩০ লাখ লোক। কিন্তু, বশির এই সাক্ষাৎকারটি গ্রহণ করেছিলেন ‘প্রতারণামূলক’ উপায়ে। সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার ২৬ বছর পরে এ প্রতারণা প্রমাণের প্রতিবেদন প্রকাশিত হল।
সাক্ষাৎকার প্রকাশের পর থেকেই ডায়ানার ভাই চার্লস স্পেনসার অভিযোগ তুলে আসছিলেন, ডায়ানার সঙ্গে মার্টিন বশিরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য মার্টিন বশির তাকে জাল ব্যাংক স্টেটমেন্ট ও নথিপত্র দেখিয়েছেন। একে ‘প্রতারণামূলক’ ভাবে আস্থা অর্জন বলে অভিযোগ তোলেন চার্লস স্পেনসার।
গত বছর স্পেনসার প্রকাশ্যে তাঁর অভিযোগ তুলে ধরেন। তারপর বিবিসি নিরপেক্ষ তদন্তের নির্দেশ দেয়। অবসরপ্রাপ্ত বিচারপতি লর্ড ডাইসনের নেতৃত্বে পরিচালিত এ তদন্তের প্রতিবেদন ২০ মে (বৃহস্পতিবার) প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ১৯৯৫ সালে বশিরের বলা কথার একটা উল্লেখযোগ্য অংশ ছিল ‘অনির্ভরযোগ্য, অকল্পনীয় এবং কোন কোন ক্ষেত্রে অসৎ’। আর বিচারপতি লর্ড ডাইসন বিবিসিকে বলেন, ‘বিবিসি বস্তুনিষ্ঠতা ও স্বচ্ছতার ব্যাপারে যে উঁচু মানদণ্ড মেনে চলে, যেটা তার সাংবাদিকতার মূল স্তম্ভ, এ ক্ষেত্রে তার ব্যত্যয় ঘটেছে।’
এ প্রতিবেদনের প্রতিক্রিয়ায় বিবিসির মহাপরিচালক টিম ডেভি বলেছেন, ‘এই রিপোর্টে বলা হয়েছে ডায়ানা প্রিন্সেস অফ ওয়েলস বিবিসিকে সাক্ষাৎকার দেওয়ার ব্যাপারে আগ্রহী ছিলেন ঠিকই, কিন্তু এটা স্পষ্ট যে ওই সাক্ষাৎকার নেওয়ার জন্য যে পথ বেছে নেওয়া হয়েছিল, তা শ্রোতাদর্শক আমাদের কাছ থেকে যে মান প্রত্যাশা করে তা পূরণ করতে ব্যর্থ হয়েছে। আমরা এ জন্য খুবই দুঃখিত। লর্ড ডাইসন এই ব্যর্থতা স্পষ্টভাবেই চিহ্নিত করেছেন।’
নথি জাল করার বিষয়ে বশিরও একটি বিবৃতিতে দুঃখপ্রকাশ করেছেন, তবে এই সাক্ষাৎকার নিয়ে তিনি ‘অসম্ভব গর্বিত’। বশির বলেন, ‘তাঁকে এই সাক্ষাৎকার দিতে প্রিন্সেস ডায়ানা ব্যক্তিগতভাবে রাজি হয়েছিলেন। ব্যাংকের ওই দলিলপত্রের সঙ্গে তাঁর সিদ্ধান্তের কোন সম্পর্ক ছিল না।’
প্রসঙ্গত, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বশির গত সপ্তাহে বিবিসির কাজে ইস্তফা দেন। ৫৮ বছর বয়সী মার্টিন বশির ২০১৬ সাল থেকে বিবিসির ধর্ম বিষয়ক সংবাদদাতা এবং সম্পাদক ছিলেন।
যুক্তরাষ্ট্রজুড়ে ২ হাজার ৫০০-এর বেশি স্থানে তাদের বিক্ষোভের পরিকল্পনা রয়েছে, যাতে লাখো মানুষ অংশ নেবে। তাদের দাবি, ট্রাম্পের ‘স্বৈরাচারী মনোভাব ও কর্তৃত্ববাদী শাসন’ রুখতেই এই বিক্ষোভের আয়োজন করা হয়েছে। তাদের ওয়েবসাইটে লেখা, ‘প্রেসিডেন্ট মনে করেন, তিনিই সর্বেসর্বা।
২ ঘণ্টা আগেসর্বশেষ সফরে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকটি কেমন ছিল, তা একটি শব্দ দিয়েই বর্ণনা করা যায়। আর তা হলো ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ বা জেলেনস্কির ভাষায় ‘তীক্ষ্ণ’ (pointed)। তিনি নিজেই এক্সে এভাবে লিখেছেন। এই শব্দের অর্থ বিশ্লেষণ না করলেও বোঝা যায়, জেলেনস্কি আসলে এর মাধ্যমে কী বোঝাতে চেয়েছেন।
৩ ঘণ্টা আগেআফগানিস্তান অভিযোগ করেছে, পাকিস্তান আবারও তাদের সীমান্তে বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত ১০ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। এর মাধ্যমে দুই দিনের যুদ্ধবিরতিও ভঙ্গ হয়েছে বলে অভিযোগ তালেবান সরকারের।
৬ ঘণ্টা আগেরাজনাথ সিং বলেন, ‘অপারেশন সিঁদুরের সময় যা ঘটেছিল, তা ছিল ট্রেলার। পাকিস্তানের প্রতি ইঞ্চি মাটি এখন ভারতের ব্রহ্মসের আওতায়।’ প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্যের মধ্যে ছিল একটি কঠোর বার্তা—ভারতের সামরিক প্রতিক্রিয়া কেবল সীমান্তে প্রতিরক্ষামূলক নয়, বরং প্রয়োজনে আক্রমণাত্মক এবং সুনির্দিষ্টও হতে পারে।
৮ ঘণ্টা আগে