Ajker Patrika

এবার ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে নমনীয় সুর ফ্রান্সের

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ২০: ৪২
এবার ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে নমনীয় সুর ফ্রান্সের

গাজায় যুদ্ধের তীব্রতা যত দীর্ঘায়িত হচ্ছে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আবেদন আন্তর্জাতিক পরিমণ্ডলে ততই যেন বাড়ছে। এবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে সুর নমনীয় করেছেন। তিনি বলেছেন, ফ্রান্স স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টির বিরোধিতা করে না। 

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্ট এমন একসময়ে এ কথা বললেন, যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় আন্তর্জাতিক আহ্বানকে থোড়াই কেয়ার করে উড়িয়ে দিয়েছেন। 

ফ্রান্স স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টির বিরোধিতা করে না উল্লেখ করে প্রেসিডেন্ট মাখোঁ বলেছেন, ‘স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি ফ্রান্সের জন্য নিষিদ্ধ কিছু নয়।’ 

এর আগে, মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছিল, তারা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি গভীরভাবে বিবেচনা করছে। তারও আগে, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন জানিয়েছিলেন, তাঁর দেশ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছে।

তবে গতকাল বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া মানে সন্ত্রাসবাদকে পুরস্কৃত করা। তিনি বলেন, ‘ইসরায়েল স্পষ্টভাবে ফিলিস্তিনিদের সঙ্গে একটি স্থায়ী বন্দোবস্ত-সংক্রান্ত আন্তর্জাতিক আহ্বানকে প্রত্যাখ্যান করে। এ ধরনের ব্যবস্থা কেবল দুই পক্ষের মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমে পৌঁছানো সম্ভব হবে এবং তা-ও হবে কোনো ধরনের পূর্বশর্ত ছাড়াই।’ 

ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ‘ইসরায়েল ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে একতরফা স্বীকৃতির বিরোধিতা অব্যাহত রাখবে। ৭ অক্টোবরের গণহত্যার পরিপ্রেক্ষিতে এই ধরনের স্বীকৃতি নজিরবিহীন সন্ত্রাসবাদের জন্য একটি বিশাল পুরস্কার হিসেবে বিবেচিত হবে এবং ভবিষ্যতে কোনো ধরনের শান্তি বা মীমাংসার বিষয়টি আটকে দেবে।’ 

এর আগে, সৌদি আরবও জানিয়েছিল—১৯৬৭ সালের সীমানা মেনে ইসরায়েল যদি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি মেনে না নেয়, তবে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের বিষয়টি এগিয়ে নেবে না রিয়াদ। এ ছাড়া ইরান, সিরিয়া, মিসরসহ অন্য আরব দেশও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলে আসছে দীর্ঘদিন ধরে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত