ঢাকা: যুক্তরাজ্যের সাম্প্রতিক করোনা পরিস্থিতি জানান দিচ্ছে দেশটিতে মহামারি করোনাভাইরাস সংক্রমণের তৃতীয় ঢেউ শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে আগামী ২১ জুন থেকে বিধিনিষেধ প্রত্যাহারের যে সিদ্ধান্ত সরকার নিয়েছে সেটি থেকে সরে আসা উচিত বলে পরামর্শ দিয়েছেন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রবি গুপ্তা। খবর বিবিসির।
ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রবি গুপ্তা বলেন, যদিও করোনার নতুন শনাক্ত তুলনামূলক কম কিন্তু ভারতীয় ধরনের প্রকোপে যে কোনো সময় সংক্রমণ ফের বাড়তে পারে। তাই সরকারের উচিত ২১ জুন বিধিনিষেধ প্রত্যাহারের সিদ্ধান্ত থেকে সরে আসা।
তবে পরিবেশ বিষয়ক মন্ত্রী জর্জ ইউস্টিস বলেছেন, লকডাউন বিধিনিষেধ প্রত্যাহারের জন্য ঘোষিত পরিকল্পনা থেকে সরকার এখন সরে আসতে পারবে না।
অধ্যাপক রবি গুপ্তাকে বিবিসি’র রেডিও-৪ অনুষ্ঠানের সঞ্চালক যুক্তরাজ্যে করোনার তৃতীয় ঢেউ শুরু হয়েছে কিনা এমন প্রশ্ন করেন। এর জবাবে রবি গুপ্তা বলেন, ‘হ্যা, নতুন শনাক্ত উল্লেখযোগ্য হারে বাড়ছে। এবং নতুন শনাক্তদের এক-তৃতীয়াংশই ভারতীয় ধরনে আক্রান্ত।’
অধ্যাপক রবি গুপ্তা আরও বলেন, ‘তুলনামূলকভাবে নতুন সংক্রমণ এখন অবশ্যই বেশ কম। কিন্তু সব ঢেউয়ের শুরু তো এভাবে কম সংক্রমণ দিয়েই হয়। পরে ধীরে ধীরে তার বিস্ফোরণ ঘটে। তাই এখন মূল বিষয়টি হচ্ছে যে, নতুন করে আরও এক দফায় সংক্রমণের বিস্তার ছড়ানোর বিষয়টি আমরা দেখতে পাচ্ছি। তবে দেশের অনেকে ইতোমধ্যে টিকা নেওয়ায় তৃতীয় ঢেউ চূড়ায় উঠতে আগের চেয়ে বেশি সময় লাগবে।’
উল্লেখ্য, গত পাঁচ দিন ধরে যুক্তরাজ্যে নতুন সংক্রমণ বাড়ছে। স্থানীয় সময় রোববার টানা পঞ্চম দিনের মতো যুক্তরাজ্যে নতুন সংক্রমণ ৩ হাজারের বেশি ছিল।
ঢাকা: যুক্তরাজ্যের সাম্প্রতিক করোনা পরিস্থিতি জানান দিচ্ছে দেশটিতে মহামারি করোনাভাইরাস সংক্রমণের তৃতীয় ঢেউ শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে আগামী ২১ জুন থেকে বিধিনিষেধ প্রত্যাহারের যে সিদ্ধান্ত সরকার নিয়েছে সেটি থেকে সরে আসা উচিত বলে পরামর্শ দিয়েছেন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রবি গুপ্তা। খবর বিবিসির।
ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রবি গুপ্তা বলেন, যদিও করোনার নতুন শনাক্ত তুলনামূলক কম কিন্তু ভারতীয় ধরনের প্রকোপে যে কোনো সময় সংক্রমণ ফের বাড়তে পারে। তাই সরকারের উচিত ২১ জুন বিধিনিষেধ প্রত্যাহারের সিদ্ধান্ত থেকে সরে আসা।
তবে পরিবেশ বিষয়ক মন্ত্রী জর্জ ইউস্টিস বলেছেন, লকডাউন বিধিনিষেধ প্রত্যাহারের জন্য ঘোষিত পরিকল্পনা থেকে সরকার এখন সরে আসতে পারবে না।
অধ্যাপক রবি গুপ্তাকে বিবিসি’র রেডিও-৪ অনুষ্ঠানের সঞ্চালক যুক্তরাজ্যে করোনার তৃতীয় ঢেউ শুরু হয়েছে কিনা এমন প্রশ্ন করেন। এর জবাবে রবি গুপ্তা বলেন, ‘হ্যা, নতুন শনাক্ত উল্লেখযোগ্য হারে বাড়ছে। এবং নতুন শনাক্তদের এক-তৃতীয়াংশই ভারতীয় ধরনে আক্রান্ত।’
অধ্যাপক রবি গুপ্তা আরও বলেন, ‘তুলনামূলকভাবে নতুন সংক্রমণ এখন অবশ্যই বেশ কম। কিন্তু সব ঢেউয়ের শুরু তো এভাবে কম সংক্রমণ দিয়েই হয়। পরে ধীরে ধীরে তার বিস্ফোরণ ঘটে। তাই এখন মূল বিষয়টি হচ্ছে যে, নতুন করে আরও এক দফায় সংক্রমণের বিস্তার ছড়ানোর বিষয়টি আমরা দেখতে পাচ্ছি। তবে দেশের অনেকে ইতোমধ্যে টিকা নেওয়ায় তৃতীয় ঢেউ চূড়ায় উঠতে আগের চেয়ে বেশি সময় লাগবে।’
উল্লেখ্য, গত পাঁচ দিন ধরে যুক্তরাজ্যে নতুন সংক্রমণ বাড়ছে। স্থানীয় সময় রোববার টানা পঞ্চম দিনের মতো যুক্তরাজ্যে নতুন সংক্রমণ ৩ হাজারের বেশি ছিল।
নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলের একটি বাসস্টপে লাগেজের ভেতর থেকে দুই বছর বয়সী একটি শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ২৭ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তথ্যমতে, তার বিরুদ্ধে শিশুর প্রতি অবহেলা ও অমানবিক আচরণের অভিযোগ আনা হয়েছে।
২ ঘণ্টা আগেরাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি অব্যাহত রাখায় ভারতের কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা স্টিফেন মিলার। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গতকাল রোববার ফক্স নিউজের ‘সানডে মর্নিং ফিউটার্স’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, রুশ জ্বালানি কেনার...
৩ ঘণ্টা আগেবাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা এবং বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা বন্ধের কারণে কলকাতার শুধু ‘মিনি বাংলাদেশ’ খ্যাত এলাকারই অর্থনৈতিক ক্ষতি দাঁড়িয়েছে ১ হাজার কোটি রুপির বেশি। একসময় বাংলাদেশি পর্যটকদের জন্য জমজমাট এই কেন্দ্রটি এখন পর্যটকশূন্য হয়ে পড়েছে।
৩ ঘণ্টা আগেনানা অজুহাতে নিজে দেশের নাগরিকদেরই বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারতের বিজেপি সরকার। পশ্চিমবঙ্গ, আসামসহ বাঙালি অধ্যুষিত বিভিন্ন রাজ্যে এখন বাংলাদেশে ফেরত পাঠানোর আতঙ্কে আছেন বহু মানুষ। এই ভয়ে কলকাতায় এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।
৩ ঘণ্টা আগে