Ajker Patrika

যুক্তরাজ্যে করোনার তৃতীয় ঢেউয়ের শঙ্কা

আপডেট : ৩১ মে ২০২১, ২১: ৫৬
যুক্তরাজ্যে করোনার তৃতীয় ঢেউয়ের শঙ্কা

ঢাকা: যুক্তরাজ্যের সাম্প্রতিক করোনা পরিস্থিতি জানান দিচ্ছে দেশটিতে মহামারি করোনাভাইরাস সংক্রমণের তৃতীয় ঢেউ শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে আগামী ২১ জুন থেকে বিধিনিষেধ প্রত্যাহারের যে সিদ্ধান্ত সরকার নিয়েছে সেটি থেকে সরে আসা উচিত বলে পরামর্শ দিয়েছেন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রবি গুপ্তা। খবর বিবিসির।

ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রবি গুপ্তা বলেন, যদিও করোনার নতুন শনাক্ত তুলনামূলক কম কিন্তু ভারতীয় ধরনের প্রকোপে যে কোনো সময় সংক্রমণ ফের বাড়তে পারে। তাই সরকারের উচিত ২১ জুন বিধিনিষেধ প্রত্যাহারের সিদ্ধান্ত থেকে সরে আসা।

তবে পরিবেশ বিষয়ক মন্ত্রী জর্জ ইউস্টিস বলেছেন, লকডাউন বিধিনিষেধ প্রত্যাহারের জন্য ঘোষিত পরিকল্পনা থেকে সরকার এখন সরে আসতে পারবে না।

অধ্যাপক রবি গুপ্তাকে বিবিসি’র রেডিও-৪ অনুষ্ঠানের সঞ্চালক যুক্তরাজ্যে করোনার তৃতীয় ঢেউ শুরু হয়েছে কিনা এমন প্রশ্ন করেন। এর জবাবে রবি গুপ্তা বলেন, ‘হ্যা, নতুন শনাক্ত উল্লেখযোগ্য হারে বাড়ছে। এবং নতুন শনাক্তদের এক-তৃতীয়াংশই ভারতীয় ধরনে আক্রান্ত।’
 
অধ্যাপক রবি গুপ্তা আরও বলেন, ‘তুলনামূলকভাবে নতুন সংক্রমণ এখন অবশ্যই বেশ কম। কিন্তু সব ঢেউয়ের শুরু তো এভাবে কম সংক্রমণ দিয়েই হয়। পরে ধীরে ধীরে তার বিস্ফোরণ ঘটে। তাই এখন মূল বিষয়টি হচ্ছে যে, নতুন করে আরও এক দফায় সংক্রমণের বিস্তার ছড়ানোর বিষয়টি আমরা দেখতে পাচ্ছি। তবে দেশের অনেকে ইতোমধ্যে টিকা নেওয়ায় তৃতীয় ঢেউ চূড়ায় উঠতে আগের চেয়ে বেশি সময় লাগবে।’

উল্লেখ্য, গত পাঁচ দিন ধরে যুক্তরাজ্যে নতুন সংক্রমণ বাড়ছে। স্থানীয় সময় রোববার টানা পঞ্চম দিনের মতো যুক্তরাজ্যে নতুন সংক্রমণ ৩ হাজারের বেশি ছিল।   

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

আক্কেলপুরে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রী নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত