ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক হতে যাচ্ছে আজ শনিবার। তিনি হবেন ব্রিটেনের ৪০তম রাজা। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, ব্রিটেনের নাগরিকেরা অধীর আগ্রহে ক্ষণ গণনা করছেন রাজ্যাভিষেক অনুষ্ঠানের।
আজ রাজ্যাভিষেক হওয়ার মাধ্যমে রাজা তৃতীয় চার্লসের ৭০ বছরের অপেক্ষার হবে। ১৯৫৩ সালে তিনি ব্রিটিশ রাজপরিবারের উত্তরাধিকার হয়েছিলেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার বেলা ১১টায় লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে অনুষ্ঠিত হবে রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠান। সেখানে ৭০০ বছরের পুরোনো রাজসিংহাসনে আসীন হবেন তিনি। তবে রানি দ্বিতীয় এলিজাবেথের রাজ্যাভিষেক যতটা জাঁকজমকপূর্ণ হয়েছিল, রাজা তৃতীয় চার্লসের অনুষ্ঠান ততটা আড়ম্বরপূর্ণ ও জাঁকজমকপূর্ণ হবে না বলে রাজপরিবারের পক্ষ থেকে বলা হয়েছে।
আজকের রাজ্যাভিষেক অনুষ্ঠানে রাজা তৃতীয় চার্লস ও তাঁর স্ত্রী কুইন কনসোর্ট ক্যামিলাকে রাজমুকুট পরানো হবে।
ব্রিটিশ রাজার রাজ্যাভিষেক অনুষ্ঠানে উপস্থিতি থাকবেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনায়কেরা। ইতিমধ্যে তাঁরা লন্ডনে পৌঁছেছেন। বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন। তিনি এখন লন্ডনে রয়েছেন।
বিবিসি জানিয়েছে, রাজার অভিষেক অনুষ্ঠানে সারা বিশ্বের ২০৩টি দেশের প্রতিনিধি, ১০০টি দেশের সরকারপ্রধান এবং বিভিন্ন দেশের রাজপরিবারের সদস্যসহ ২ হাজারের বেশি অতিথি যোগ দেবেন। এ ছাড়া বিভিন্ন দেশের ৩০ হাজারের বেশি পর্যটক উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে। প্রায় ২ ঘণ্টা সময় নিয়ে চলবে এই অভিষেক অনুষ্ঠান।
এদিকে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন জানিয়েছে, রাজার অভিষেক অনুষ্ঠানটি বিশ্বের বিভিন্ন গণমাধ্যম সরাসরি সম্প্রচার করবে। বিশ্বের কোটি কোটি মানুষ সরাসরি অনুষ্ঠানটি দেখতে পারবেন।
গত বছরের সেপ্টেম্বরে মারা যান ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। এরপর রাজার দায়িত্ব নেন তৃতীয় চার্লস। তিনি নিয়ম অনুযায়ী ৫৬টি স্বাধীন রাষ্ট্র নিয়ে গঠিত কমনওয়েলথেরও প্রধান। আজকের রাজ্যাভিষেক অনুষ্ঠানের মাধ্যমে রাজা তৃতীয় চার্লস আনুষ্ঠানিকভাবে কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা, ব্রাহামাস, বেলিজ, গ্রেনাডা, জ্যামাইকা, পাপুয়া নিউগিনি, সলোমন দ্বীপপুঞ্জ, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, টুভালো, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাদাইনসের রাজারও দায়িত্ব নিচ্ছেন।
ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক হতে যাচ্ছে আজ শনিবার। তিনি হবেন ব্রিটেনের ৪০তম রাজা। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, ব্রিটেনের নাগরিকেরা অধীর আগ্রহে ক্ষণ গণনা করছেন রাজ্যাভিষেক অনুষ্ঠানের।
আজ রাজ্যাভিষেক হওয়ার মাধ্যমে রাজা তৃতীয় চার্লসের ৭০ বছরের অপেক্ষার হবে। ১৯৫৩ সালে তিনি ব্রিটিশ রাজপরিবারের উত্তরাধিকার হয়েছিলেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার বেলা ১১টায় লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে অনুষ্ঠিত হবে রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠান। সেখানে ৭০০ বছরের পুরোনো রাজসিংহাসনে আসীন হবেন তিনি। তবে রানি দ্বিতীয় এলিজাবেথের রাজ্যাভিষেক যতটা জাঁকজমকপূর্ণ হয়েছিল, রাজা তৃতীয় চার্লসের অনুষ্ঠান ততটা আড়ম্বরপূর্ণ ও জাঁকজমকপূর্ণ হবে না বলে রাজপরিবারের পক্ষ থেকে বলা হয়েছে।
আজকের রাজ্যাভিষেক অনুষ্ঠানে রাজা তৃতীয় চার্লস ও তাঁর স্ত্রী কুইন কনসোর্ট ক্যামিলাকে রাজমুকুট পরানো হবে।
ব্রিটিশ রাজার রাজ্যাভিষেক অনুষ্ঠানে উপস্থিতি থাকবেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনায়কেরা। ইতিমধ্যে তাঁরা লন্ডনে পৌঁছেছেন। বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন। তিনি এখন লন্ডনে রয়েছেন।
বিবিসি জানিয়েছে, রাজার অভিষেক অনুষ্ঠানে সারা বিশ্বের ২০৩টি দেশের প্রতিনিধি, ১০০টি দেশের সরকারপ্রধান এবং বিভিন্ন দেশের রাজপরিবারের সদস্যসহ ২ হাজারের বেশি অতিথি যোগ দেবেন। এ ছাড়া বিভিন্ন দেশের ৩০ হাজারের বেশি পর্যটক উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে। প্রায় ২ ঘণ্টা সময় নিয়ে চলবে এই অভিষেক অনুষ্ঠান।
এদিকে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন জানিয়েছে, রাজার অভিষেক অনুষ্ঠানটি বিশ্বের বিভিন্ন গণমাধ্যম সরাসরি সম্প্রচার করবে। বিশ্বের কোটি কোটি মানুষ সরাসরি অনুষ্ঠানটি দেখতে পারবেন।
গত বছরের সেপ্টেম্বরে মারা যান ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। এরপর রাজার দায়িত্ব নেন তৃতীয় চার্লস। তিনি নিয়ম অনুযায়ী ৫৬টি স্বাধীন রাষ্ট্র নিয়ে গঠিত কমনওয়েলথেরও প্রধান। আজকের রাজ্যাভিষেক অনুষ্ঠানের মাধ্যমে রাজা তৃতীয় চার্লস আনুষ্ঠানিকভাবে কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা, ব্রাহামাস, বেলিজ, গ্রেনাডা, জ্যামাইকা, পাপুয়া নিউগিনি, সলোমন দ্বীপপুঞ্জ, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, টুভালো, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাদাইনসের রাজারও দায়িত্ব নিচ্ছেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্টার সানডে উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। রুশ টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি এ কথা জানান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২৮ মিনিট আগেপারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত এক দশক ধরে চলা উত্তেজনা নিরসনে এবার ইতালির রোমে বৈঠকে বসতে যাচ্ছে ওয়াশিংটন ও তেহেরান। শনিবার (১৯ এপ্রিল) এই বৈঠক অনুষ্ঠিত হবে। কূটনৈতিক পর্যায়ের এই বৈঠক ব্যর্থ হলে ইরানে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
৩ ঘণ্টা আগেবাংলাদেশে চলমান নাগরিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। যুক্তরাষ্ট্র নিজের দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে লেভেল-৩ বা ত্রিস্তরীয় সতর্কবার্তা জারি করেছে। কোনো দেশে ভ্রমণের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যখন
৩ ঘণ্টা আগেভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ বিষয়ে নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে বলেছেন, ‘এই হত্যাকাণ্ড অন্তর্বর্তী সরকারের অধীনে হিন্দু সংখ্যালঘুদের পদ্ধতিগত নিপীড়নের অংশ। আগের ঘটনাগুলোর অপরাধীরা শাস্তি ছাড়াই ঘুরে বেড়াচ্ছে।’
৬ ঘণ্টা আগে