Ajker Patrika

হাসপাতালে ১ লাখ ৫১ হাজার করোনা রোগী, দুশ্চিন্তায় সরকার

আপডেট : ৩০ জুন ২০২১, ১০: ৪৯
হাসপাতালে ১ লাখ ৫১ হাজার করোনা রোগী, দুশ্চিন্তায় সরকার

ঢাকা: করোনাভাইরাসের অতিসংক্রামক ধরন ডেলটার প্রকোপ বৃদ্ধি পেয়েছে রাশিয়ায়। দেশটিতে বর্তমানে প্রায় ১ লাখ ৫১ হাজার করোনা রোগী হাসপাতালে ভর্তি রয়েছে। এ নিয়ে দুশ্চিন্তায় রয়েছে রুশ সরকার। গতকাল মঙ্গলবার টেলিভিশনে সম্প্রচারিত রাশিয়ার করোনাভাইরাস টাস্কফোর্সের বৈঠকে দেশটির স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরশকো এমনটি জানিয়েছেন। 

 বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার রাজধানী মস্কো এবং দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গে করোনার সংক্রমণ বেশি বেড়েছে। উল্লেখ্য, সেন্ট পিটার্সবার্গ শহরে শুক্রবার ইউরো ২০২০ সালের কোয়ার্টার ফাইনালের ম্যাচ অনুষ্ঠিত হবে। 

 রাশিয়ার করোনাভাইরাস টাস্কফোর্সের বৈঠকে রুশ স্বাস্থ্যমন্ত্রী মুরশকো বলেন, পরিস্থিতি উদ্বেগের, বিশেষ করে বড় শহরগুলোতে। হাসপাতালে করোনা রোগীদের জন্য ১ লাখ ৮২ হাজার বেড বরাদ্দ ছিল। এখন ১ লাখ ৫১ হাজার রোগী হাসপাতালে ভর্তি রয়েছে। 

 রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী জানান, রাশিয়ার ৩ কোটি ২০ লাখ মানুষকে পরিপূর্ণ দুই ডোজ দেওয়ার মতো টিকা রুশ সরকারের কাছে রয়েছে। এ ছাড়া রাশিয়ায় টিকা দেওয়ার হারও উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে দাবি করেন মিখাইল মুরশকো। 

 মহামারি করোনাভাইরাসের অতিসংক্রামক ধরন ডেলটার প্রকোপে গতকাল মঙ্গলবার রেকর্ড সর্বোচ্চ প্রাণহানি দেখেছে রাশিয়া। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ায় গত দিন করোনাভাইরাসে আক্রান্ত আরও ৬৫২ জন রোগীর মৃত্যু হয়েছে। 

মস্কোর মেয়র সের্গেই সোবানিন জানিয়েছেন, মস্কোতে প্রতিদিন যত মানুষের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হচ্ছে ,তার ৯০ শতাংশই করোনার অতিসংক্রামক ডেলটা ধরনে আক্রান্ত। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

সঞ্জয়ের ১৪ হাজার কোটি টাকার সম্পদ নিয়ে পারিবারিক উত্তেজনা তুঙ্গে

বাংলাদেশ ব্যাংকে পোশাক নির্দেশনায় জড়িতদের শাস্তি দাবি ৫৪ বিশিষ্ট নাগরিকের

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত