Ajker Patrika

আগামী সপ্তাহেই রাশিয়া যেতে পারেন সি

আপডেট : ১৩ মার্চ ২০২৩, ১৬: ৪৮
আগামী সপ্তাহেই রাশিয়া যেতে পারেন সি

আগামী সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে মস্কো যাওয়ার পরিকল্পনা করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। সংশ্লিষ্ট অনেকে মনে করছেন, প্রত্যাশিত সময়ের আগেই সফর করবেন তিনি। 

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে চীনের মধ্যস্থতার প্রস্তাব দেওয়ার পরই দেশটির প্রেসিডেন্টের সফরের এ পরিকল্পনার কথা জানা যায়। রাশিয়ার প্রতি চীনের কূটনৈতিক সমর্থনের কারণে এ প্রস্তাব নিয়ে পশ্চিমাদের মাঝে অবশ্য সংশয় দেখা দিয়েছে। 

রাশিয়ার বার্তা সংস্থা তাস গত ৩০ জানুয়ারি এক প্রতিবেদনে জানিয়েছে, পুতিন এই বসন্তে সি চিন পিংকে সফরের আমন্ত্রণ জানিয়েছেন। এ ছাড়া ওয়াল স্ট্রিট জার্নাল গত মাসে জানিয়েছিল, এপ্রিল বা মে মাসের শুরুতে মস্কো সফর করতে পারেন সি। 

এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রেসিডেন্ট সির মস্কো সফরের সম্ভাবনা সম্পর্কে মন্তব্য করার অনুরোধে সাড়া দেয়নি। এ নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি ক্রেমলিনও। ফলে সি চিন পিংয়ের সফর সম্পর্কে বিস্তারিত এখনো জানা যায়নি। 

তবে গত মাসে চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ইকে মস্কো সফরে আমন্ত্রণ জানিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। সে সময় সির সম্ভাব্য রাশিয়া সফরের বিষয়ে ইঙ্গিত পাওয়া যায়। 

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের এক বছর হয়ে গেল এরই মধ্যে। গত বছর ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর বহু হতাহতের ঘটনা ঘটেছে। তবে ইউক্রেনে রাশিয়ার হামলার কোনো নিন্দা জানায়নি চীন। এমনকি মস্কোর বিরুদ্ধে পশ্চিমা জোটের দেওয়া নিষেধাজ্ঞায়ও সায় দেয়নি বেইজিং। শুরু থেকেই শান্তিপূর্ণ উপায়ে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়ে এসেছে চীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত