Ajker Patrika

তৃতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট সি চিনপিং

আপডেট : ১০ মার্চ ২০২৩, ১২: ১২
তৃতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট সি চিনপিং

আবারও বিশ্বের অন্যতম ক্ষমতাধর রাষ্ট্র চীনের প্রেসিডেন্ট হলেন সি চিনপিং। শুক্রবার (১০ মার্চ) চীনা পার্লামেন্টে আইনপ্রণেতারা সর্বসম্মতিক্রমে সি চিনপিংকে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে ভোট দিয়ে নির্বাচিত করেছেন।

ন্যাশনাল পিপলস কংগ্রেসে (এনপিসি) চীনের ৩ হাজার সদস্যের পার্লামেন্ট সর্বসম্মতিক্রমে ৬৯ বছর বয়সী সি’র পক্ষে ভোট দেয়। এ পদের জন্য অন্য কোনো প্রার্থী ছিলেন না। ১ ঘণ্টা ধরে ভোট গ্রহণ চলে এবং ১৫ মিনিটের মধ্যেই ইলেকট্রনিক ভোট গণনা সমাপ্ত হয়ে ফলাফল জানা যায়।

এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তাঁকে আরও পাঁচ বছর চীনের ক্ষমতায় থাকার অনুমতি দিল পার্লামেন্ট। বেইজিংয়ের গ্রেট হল অব পিপলসে ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে আইনপ্রণেতারা উঠে দাঁড়ান এবং হাততালি দিয়ে অভিনন্দন জানান।

এর আগে গত বছর অক্টোবরে চীনা কমিউনিস্ট পার্টির (সিসিপি) ২০তম কেন্দ্রীয় কমিটির অধিবেশনে সিকে দলের জেনারেল সেক্রেটারি নির্বাচিত করা হয়। আর এর মাধ্যমেই নজিরবিহীনভাবে তৃতীয়বারের মতো ক্ষমতায় বসা পাকাপোক্ত হয় তাঁর।

এর আগে ২০১৮ সালে চীনের প্রেসিডেন্ট হিসেবে কোনো ব্যক্তি কেবল দুই মেয়াদে দায়িত্ব পালন করবেন এমন বিধান বিলুপ্ত করেন সি চিনপিং। এই পদক্ষেপ তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দিয়েছে তাঁকে। চীনের নেতা মাও সে তুংয়ের পর সি চিনপিংকেই দেশটির সবচেয়ে প্রভাবশালী নেতা হিসেবে বিবেচনা করা হয়। তাঁর পর থেকে আর কোনো নেতা পরপর তিনবার চীনের শীর্ষ পদে বসেননি। সেই রেকর্ড ভাঙলেন চিনপিং। অনেকেই মনে করছেন চিনপিং হয়তো আজীবনের জন্য দেশটির ক্ষমতা ধরে রাখতে পারেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত