অনলাইন ডেস্ক
আবারও বিশ্বের অন্যতম ক্ষমতাধর রাষ্ট্র চীনের প্রেসিডেন্ট হলেন সি চিনপিং। শুক্রবার (১০ মার্চ) চীনা পার্লামেন্টে আইনপ্রণেতারা সর্বসম্মতিক্রমে সি চিনপিংকে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে ভোট দিয়ে নির্বাচিত করেছেন।
ন্যাশনাল পিপলস কংগ্রেসে (এনপিসি) চীনের ৩ হাজার সদস্যের পার্লামেন্ট সর্বসম্মতিক্রমে ৬৯ বছর বয়সী সি’র পক্ষে ভোট দেয়। এ পদের জন্য অন্য কোনো প্রার্থী ছিলেন না। ১ ঘণ্টা ধরে ভোট গ্রহণ চলে এবং ১৫ মিনিটের মধ্যেই ইলেকট্রনিক ভোট গণনা সমাপ্ত হয়ে ফলাফল জানা যায়।
এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তাঁকে আরও পাঁচ বছর চীনের ক্ষমতায় থাকার অনুমতি দিল পার্লামেন্ট। বেইজিংয়ের গ্রেট হল অব পিপলসে ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে আইনপ্রণেতারা উঠে দাঁড়ান এবং হাততালি দিয়ে অভিনন্দন জানান।
এর আগে গত বছর অক্টোবরে চীনা কমিউনিস্ট পার্টির (সিসিপি) ২০তম কেন্দ্রীয় কমিটির অধিবেশনে সিকে দলের জেনারেল সেক্রেটারি নির্বাচিত করা হয়। আর এর মাধ্যমেই নজিরবিহীনভাবে তৃতীয়বারের মতো ক্ষমতায় বসা পাকাপোক্ত হয় তাঁর।
এর আগে ২০১৮ সালে চীনের প্রেসিডেন্ট হিসেবে কোনো ব্যক্তি কেবল দুই মেয়াদে দায়িত্ব পালন করবেন এমন বিধান বিলুপ্ত করেন সি চিনপিং। এই পদক্ষেপ তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দিয়েছে তাঁকে। চীনের নেতা মাও সে তুংয়ের পর সি চিনপিংকেই দেশটির সবচেয়ে প্রভাবশালী নেতা হিসেবে বিবেচনা করা হয়। তাঁর পর থেকে আর কোনো নেতা পরপর তিনবার চীনের শীর্ষ পদে বসেননি। সেই রেকর্ড ভাঙলেন চিনপিং। অনেকেই মনে করছেন চিনপিং হয়তো আজীবনের জন্য দেশটির ক্ষমতা ধরে রাখতে পারেন।
আবারও বিশ্বের অন্যতম ক্ষমতাধর রাষ্ট্র চীনের প্রেসিডেন্ট হলেন সি চিনপিং। শুক্রবার (১০ মার্চ) চীনা পার্লামেন্টে আইনপ্রণেতারা সর্বসম্মতিক্রমে সি চিনপিংকে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে ভোট দিয়ে নির্বাচিত করেছেন।
ন্যাশনাল পিপলস কংগ্রেসে (এনপিসি) চীনের ৩ হাজার সদস্যের পার্লামেন্ট সর্বসম্মতিক্রমে ৬৯ বছর বয়সী সি’র পক্ষে ভোট দেয়। এ পদের জন্য অন্য কোনো প্রার্থী ছিলেন না। ১ ঘণ্টা ধরে ভোট গ্রহণ চলে এবং ১৫ মিনিটের মধ্যেই ইলেকট্রনিক ভোট গণনা সমাপ্ত হয়ে ফলাফল জানা যায়।
এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তাঁকে আরও পাঁচ বছর চীনের ক্ষমতায় থাকার অনুমতি দিল পার্লামেন্ট। বেইজিংয়ের গ্রেট হল অব পিপলসে ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে আইনপ্রণেতারা উঠে দাঁড়ান এবং হাততালি দিয়ে অভিনন্দন জানান।
এর আগে গত বছর অক্টোবরে চীনা কমিউনিস্ট পার্টির (সিসিপি) ২০তম কেন্দ্রীয় কমিটির অধিবেশনে সিকে দলের জেনারেল সেক্রেটারি নির্বাচিত করা হয়। আর এর মাধ্যমেই নজিরবিহীনভাবে তৃতীয়বারের মতো ক্ষমতায় বসা পাকাপোক্ত হয় তাঁর।
এর আগে ২০১৮ সালে চীনের প্রেসিডেন্ট হিসেবে কোনো ব্যক্তি কেবল দুই মেয়াদে দায়িত্ব পালন করবেন এমন বিধান বিলুপ্ত করেন সি চিনপিং। এই পদক্ষেপ তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দিয়েছে তাঁকে। চীনের নেতা মাও সে তুংয়ের পর সি চিনপিংকেই দেশটির সবচেয়ে প্রভাবশালী নেতা হিসেবে বিবেচনা করা হয়। তাঁর পর থেকে আর কোনো নেতা পরপর তিনবার চীনের শীর্ষ পদে বসেননি। সেই রেকর্ড ভাঙলেন চিনপিং। অনেকেই মনে করছেন চিনপিং হয়তো আজীবনের জন্য দেশটির ক্ষমতা ধরে রাখতে পারেন।
যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। আজ শনিবার দক্ষিণ গাজার খান ইউনিসে দুজন এবং গাজা সিটিতে অন্য জিম্মিকে রেডক্রসের কাছে হস্তান্তর করে হামাস।
৩৮ মিনিট আগেবিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক কঠোর পরিশ্রমের জন্য বিখ্যাত। সেই একই নীতি তিনি তাঁর সরকারি দায়িত্বেও প্রয়োগ করছেন। তিনি তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের জানিয়েছেন, তিনি দায়িত্ব পাওয়ার পর বেশ কয়েক দিন ওয়াশিংটনে সরকারি কর্মদক্ষতা বিভাগেই (ডিওজিই) ঘুমিয়েছেন। আর এটি জানতে পেরে প্রেসিডেন্ট ট্রাম্প মাস্ককে হোয়াইট হা
২ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের আমলাদের দেশটির সরকারি কর্মচারীদের ব্যক্তিগত তথ্যভান্ডারে প্রবেশাধিকার স্থগিত করা হয়েছে। ইলন মাস্কের নেতৃত্বে মার্কিন সরকারি মানবসম্পদ বিভাগ পরিচালনার দায়িত্বে থাকা তাঁর সহযোগীরা এই সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন বলে জানা গেছে...
৪ ঘণ্টা আগেআফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে তীব্র লড়াইয়ের কারণে গত রোববার থেকে গতকাল শুক্রবার পর্যন্ত ৫ দিনে ৭ শতাধিক নিহত হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, কঙ্গোর পূর্বাঞ্চলীয় বৃহত্তম শহর গোমাতে তীব্র লড়াইয়ের কারণে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ছাড়া, আরও ২ হাজার ৮০০ জন...
৬ ঘণ্টা আগে