ঢাকা: বাদুড়ের দেহে নতুন একাধিক ধরনের করোনাভাইরাস পেলেন চীনা বিজ্ঞানীরা। এগুলোর মধ্যে একটি জিনগতভাবে সার্স–কোভ–২ (কোভিড-১৯ রোগ সৃষ্টিকারী ভাইরাস)–এর সমপর্যায়ের। গতকাল বৃহস্পতিবার চীনের বিজ্ঞানীদের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।
বিজ্ঞানীরা জানান, তাঁরা চীনের প্রদেশ ইউনানে গবেষণা করে এই করোনাভাইরাসগুলো পেয়েছেন। পোষক হিসেবে বাদুড় কত ধরনের করোনাভাইরাস বহন করে এবং এর মধ্যে কতটি মানুষের দেহে সংক্রমিত হতে পারে তা নিয়ে চীনের বিজ্ঞানীরা ওই প্রদেশে গবেষণা চালাচ্ছিলেন।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, সেনডং বিশ্ববিদ্যালয়ের গবেষক ওয়েইফেং শি এবং তাঁর সহকর্মীরা জঙ্গলের ছোট আকৃতির বাদুড় (চামচিকা) থেকে নমুনা সংগ্রহ করেন। ২০১৯ সালের মে থেকে ২০২০ সালের নভেম্বর পর্যন্ত নমুনাগুলো সংগ্রহ করা হয়। বিজ্ঞানীরা বাদুড়ের মূত্র এবং মুখ থেকে সোয়াব সংগ্রহ করেন।
‘সেল’ সাময়িকীতে এই গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। এ নিয়ে চীনা গবেষকেরা বলেন, বিভিন্ন বাদুড় থেকে সর্বমোট ২৪টি করোনাভাইরাসের জিনোম পাওয়া গেছে। এগুলো মধ্যে চারটি সার্স–কোভ–২–এর মতো। এগুলোর মধ্যে একটি জিনগতভাবে সার্স–কোভ–২–এর সমপর্যায়ের। এটি রাইনোলোফাস পুসিলাস নামের এক প্রজাতির বাদুড়ের দেহে পাওয়া গেছে।
বিজ্ঞানীরা আরও জানান, তাঁরা যে বাদুড়গুলো থেকে নমুনা সংগ্রহ করেছেন সেগুলো দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে পাওয়া যায়।
সার্স–কোভ–২ ভাইরাস কোথা থেকে এসেছে তা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা চালিয়ে যাচ্ছেন। বিজ্ঞানীদের ধারণা, বাদুড় থেকে কোনো প্রাণীর মাধ্যমে এটি মানুষের দেহে সংক্রমিত হয়েছে।
চীনের বিজ্ঞানীরা আরও বলেন, বাদুড় অনেক ভাইরাসের বাহক। এর মধ্যে অনেকগুলোই মানুষের মধ্যে সংক্রমিত হয়েছে। এর মধ্যে হেন্ড্রা, মারবার্গ, ইবোলা এবং নভেল করোনাভাইরাস অন্যতম। করোনা শূকর, গরু, কুকুর, মুরগির মতো প্রাণীর দেহেও সংক্রমিত হতে পারে।
ঢাকা: বাদুড়ের দেহে নতুন একাধিক ধরনের করোনাভাইরাস পেলেন চীনা বিজ্ঞানীরা। এগুলোর মধ্যে একটি জিনগতভাবে সার্স–কোভ–২ (কোভিড-১৯ রোগ সৃষ্টিকারী ভাইরাস)–এর সমপর্যায়ের। গতকাল বৃহস্পতিবার চীনের বিজ্ঞানীদের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।
বিজ্ঞানীরা জানান, তাঁরা চীনের প্রদেশ ইউনানে গবেষণা করে এই করোনাভাইরাসগুলো পেয়েছেন। পোষক হিসেবে বাদুড় কত ধরনের করোনাভাইরাস বহন করে এবং এর মধ্যে কতটি মানুষের দেহে সংক্রমিত হতে পারে তা নিয়ে চীনের বিজ্ঞানীরা ওই প্রদেশে গবেষণা চালাচ্ছিলেন।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, সেনডং বিশ্ববিদ্যালয়ের গবেষক ওয়েইফেং শি এবং তাঁর সহকর্মীরা জঙ্গলের ছোট আকৃতির বাদুড় (চামচিকা) থেকে নমুনা সংগ্রহ করেন। ২০১৯ সালের মে থেকে ২০২০ সালের নভেম্বর পর্যন্ত নমুনাগুলো সংগ্রহ করা হয়। বিজ্ঞানীরা বাদুড়ের মূত্র এবং মুখ থেকে সোয়াব সংগ্রহ করেন।
‘সেল’ সাময়িকীতে এই গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। এ নিয়ে চীনা গবেষকেরা বলেন, বিভিন্ন বাদুড় থেকে সর্বমোট ২৪টি করোনাভাইরাসের জিনোম পাওয়া গেছে। এগুলো মধ্যে চারটি সার্স–কোভ–২–এর মতো। এগুলোর মধ্যে একটি জিনগতভাবে সার্স–কোভ–২–এর সমপর্যায়ের। এটি রাইনোলোফাস পুসিলাস নামের এক প্রজাতির বাদুড়ের দেহে পাওয়া গেছে।
বিজ্ঞানীরা আরও জানান, তাঁরা যে বাদুড়গুলো থেকে নমুনা সংগ্রহ করেছেন সেগুলো দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে পাওয়া যায়।
সার্স–কোভ–২ ভাইরাস কোথা থেকে এসেছে তা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা চালিয়ে যাচ্ছেন। বিজ্ঞানীদের ধারণা, বাদুড় থেকে কোনো প্রাণীর মাধ্যমে এটি মানুষের দেহে সংক্রমিত হয়েছে।
চীনের বিজ্ঞানীরা আরও বলেন, বাদুড় অনেক ভাইরাসের বাহক। এর মধ্যে অনেকগুলোই মানুষের মধ্যে সংক্রমিত হয়েছে। এর মধ্যে হেন্ড্রা, মারবার্গ, ইবোলা এবং নভেল করোনাভাইরাস অন্যতম। করোনা শূকর, গরু, কুকুর, মুরগির মতো প্রাণীর দেহেও সংক্রমিত হতে পারে।
রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি অব্যাহত রাখায় ভারতের কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা স্টিফেন মিলার। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গতকাল রোববার ফক্স নিউজের ‘সানডে মর্নিং ফিউটার্স’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, রুশ জ্বালানি কেনার...
১৭ মিনিট আগেবাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা এবং ভারতের ভিসা বন্ধের কারণে কলকাতার ‘মিনি বাংলাদেশ’ খ্যাত এলাকার অর্থনৈতিক ক্ষতি দাঁড়িয়েছে ১ হাজার কোটি রুপির বেশি। একসময় বাংলাদেশি পর্যটকদের জন্য জমজমাট এই কেন্দ্রটি এখন পর্যটকশূন্য হয়ে পড়েছে।
২৫ মিনিট আগেনানা অজুহাতে নিজে দেশের নাগরিকদেরই বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারতের বিজেপি সরকার। পশ্চিমবঙ্গ, আসামসহ বাঙালি অধ্যুষিত বিভিন্ন রাজ্যে এখন বাংলাদেশে ফেরত পাঠানোর আতঙ্কে আছেন বহু মানুষ। এই ভয়ে কলকাতায় এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।
১ ঘণ্টা আগেশাখা কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবেইদা এক বিবৃতিতে জানিয়েছেন, হামাস যোদ্ধা এবং গাজার বেসামরিক নাগরিকেরা যা খায়, জিম্মিরাও তা-ই খায়। রেড ক্রসের আহ্বানকে স্বাগত জানালেও তিনি সাফ জানিয়ে দিয়েছেন, গাজার সব মানুষ যেমন আছে জিম্মিরা তেমনই থাকবে। কোনো বিশেষ সুবিধা তাদের দেওয়া হবে না।
১ ঘণ্টা আগে