Ajker Patrika

বাদুড়ের দেহে নতুন একাধিক ধরনের করোনাভাইরাস পেলেন চীনা বিজ্ঞানীরা

বাদুড়ের দেহে নতুন একাধিক ধরনের করোনাভাইরাস পেলেন চীনা বিজ্ঞানীরা

ঢাকা: বাদুড়ের দেহে নতুন একাধিক ধরনের করোনাভাইরাস পেলেন চীনা বিজ্ঞানীরা। এগুলোর মধ্যে একটি জিনগতভাবে সার্স–কোভ–২ (কোভিড-১৯ রোগ সৃষ্টিকারী ভাইরাস)–এর সমপর্যায়ের। গতকাল বৃহস্পতিবার চীনের বিজ্ঞানীদের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।

বিজ্ঞানীরা জানান, তাঁরা চীনের প্রদেশ ইউনানে গবেষণা করে এই করোনাভাইরাসগুলো পেয়েছেন। পোষক হিসেবে বাদুড় কত ধরনের করোনাভাইরাস বহন করে এবং এর মধ্যে কতটি মানুষের দেহে সংক্রমিত হতে পারে তা নিয়ে চীনের বিজ্ঞানীরা ওই প্রদেশে গবেষণা চালাচ্ছিলেন।

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, সেনডং বিশ্ববিদ্যালয়ের গবেষক ওয়েইফেং শি এবং তাঁর সহকর্মীরা জঙ্গলের ছোট আকৃতির বাদুড় (চামচিকা) থেকে নমুনা সংগ্রহ করেন। ২০১৯ সালের মে থেকে ২০২০ সালের নভেম্বর পর্যন্ত নমুনাগুলো সংগ্রহ করা হয়। বিজ্ঞানীরা বাদুড়ের মূত্র এবং মুখ থেকে সোয়াব সংগ্রহ করেন।

‘সেল’ সাময়িকীতে এই গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। এ নিয়ে চীনা গবেষকেরা বলেন, বিভিন্ন বাদুড় থেকে সর্বমোট ২৪টি করোনাভাইরাসের জিনোম পাওয়া গেছে। এগুলো মধ্যে চারটি সার্স–কোভ–২–এর মতো। এগুলোর মধ্যে একটি জিনগতভাবে সার্স–কোভ–২–এর সমপর্যায়ের। এটি রাইনোলোফাস পুসিলাস নামের এক প্রজাতির বাদুড়ের দেহে পাওয়া গেছে।

বিজ্ঞানীরা আরও জানান, তাঁরা যে বাদুড়গুলো থেকে নমুনা সংগ্রহ করেছেন সেগুলো দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে পাওয়া যায়।

সার্স–কোভ–২ ভাইরাস কোথা থেকে এসেছে তা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা চালিয়ে যাচ্ছেন। বিজ্ঞানীদের ধারণা, বাদুড় থেকে কোনো প্রাণীর মাধ্যমে এটি মানুষের দেহে সংক্রমিত হয়েছে।

চীনের বিজ্ঞানীরা আরও বলেন, বাদুড় অনেক ভাইরাসের বাহক। এর মধ্যে অনেকগুলোই মানুষের মধ্যে সংক্রমিত হয়েছে। এর মধ্যে হেন্ড্রা, মারবার্গ, ইবোলা এবং নভেল করোনাভাইরাস অন্যতম। করোনা শূকর, গরু, কুকুর, মুরগির মতো প্রাণীর দেহেও সংক্রমিত হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

সখীপুরে সন্তানদের সামনেই ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত