Ajker Patrika

চীনে স্কুলের ছাত্রাবাসে আগুন, মারা গেল ১৩ জন

আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ১১: ৪৪
চীনে স্কুলের ছাত্রাবাসে আগুন, মারা গেল ১৩ জন

চীনের মধ্যাঞ্চলের হেনান প্রদেশের একটি স্কুলের ছাত্রাবাসে আগুন লেগে ১৩ জনের মৃত্যু হয়েছে। চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া আজ শনিবার খবরটি দিয়েছে। তবে নিহতদের মধ্যে কতজন শিশু তা জানায়নি সিনহুয়া।

গতকাল শুক্রবার মধ্যরাতে হেনানের ইয়ানশানপু এলাকার ইংচাই স্কুলের ছাত্রাবাসে আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবরটি স্থানীয় দমকল বিভাগকে জানানো হয়। উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৪০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

সিনহুয়া জানায়, অগ্নিকাণ্ডে আহত একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তার অবস্থা এখন স্থিতিশীল। স্থানীয় কর্তৃপক্ষ আগুনের কারণ অনুসন্ধান করছে এবং স্কুল-সংশ্লিষ্ট অন্তত একজনকে আটক করা হয়েছে।

চীনে সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা অগ্নিকাণ্ডের ঘটনায় শিশুদের মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করেছেন। স্কুলে নিরাপত্তাব্যবস্থায় ত্রুটি থাকায় কর্তৃপক্ষের শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা। চীনের সামাজিক প্ল্যাটফর্ম ওয়েইবোতে এক মন্তব্যকারী লিখেছেন, ‘এটা খুবই ভয়ের ব্যাপার যে, ১৩টি পরিবারের ১৩টি শিশু এক মুহূর্তেই চলে গেল। এ ঘটনায় কঠোর শাস্তি দেওয়া না হলে তাদের আত্মা শান্তি পাবে না।’

নিরাপত্তাব্যবস্থার মান ভালো না হওয়ায় চীনে আগুন এবং অন্যান্য মারাত্মক দুর্ঘটনা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। গত নভেম্বরে উত্তর চীনের শানসি প্রদেশে একটি কয়লা কোম্পানির অফিসে অগ্নিকাণ্ডের ঘটনায় মারা গিয়েছিল ২৬ জন। এর আগে জুলাইয়ে চীনের উত্তর-পূর্বাঞ্চলে একটি স্কুলের ব্যায়ামাগারের ছাদ ধসে ১১ জন মারা গিয়েছিল।

এর আগের মাসে উত্তর-পশ্চিম চীনের একটি রেস্তোরাঁয় বিস্ফোরণে নিহত হয় ৩১ জন। এপ্রিলে বেইজিংয়ের একটি হাসপাতালের অগ্নিকাণ্ডে ২৯ জন নিহত হয়। বাঁচার আশায় জানালা দিয়ে লাফ দিতে বাধ্য হয় কয়েকজন।

নভেম্বরে কয়লা কোম্পানিতে আগুন লাগার পর চীনের প্রেসিডেন্ট সি চিনপিং দেশটির প্রধান প্রধান শিল্পে কী কী ঝুঁকি আছে তা খুঁজে বের করতে তদন্ত, জরুরি পরিকল্পনা এবং প্রতিরোধব্যবস্থা উন্নত করার আহ্বান জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত