Ajker Patrika

চীনের রকেটের ধ্বংসাবশেষ পড়েছে মালদ্বীপের কাছে

চীনের রকেটের ধ্বংসাবশেষ পড়েছে মালদ্বীপের কাছে

ঢাকা: অবশেষে চীনের বৃহত্তর রকেটের ধ্বংসাবশেষ পৃথিবীতে ফিরেছে। রবিবার সকালে চাইনিজ ৫-বি রকেটের ধ্বংসাবশেষ মালদ্বীপের পাশে ভারত সাগরে পড়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের মতে, অবশিষ্ট অংশটি পৃথিবীতে পরে ধ্বংস হয়ে গেছে।

চায়না ম্যানড স্পেস ইঞ্জিনিয়ারিং অফিসের বরাত দিয়ে রাষ্ট্রীয় মিডিয়া এই বিষয়টি নিশ্চিত করেছে।

রকেটের এই টুকরোর ওজন ১৮ টন। এই টুকরোটি ছিল গত কয়েক দশকের মধ্যে বায়ুমণ্ডলে প্রবেশ করা সবচেয়ে ভারী মহাকাশ বর্জ্য।

চীনের ন্যাশনাল স্পেস অ্যামিনিস্ট্রেশনের তথ্যমতে, যুক্তরাষ্ট্রের সময় শনিবার রাত ১০টা ২৪ মিনিটে বা বাংলাদেশ সময় রোববার সকাল ৮টা ২৪ মিনিটে রকেটের ওই ধ্বংসাবশেষটি আছড়ে পড়ে।

এর আগে এক টুইটবার্তায় মার্কিন এয়ারস্পেস করপোরেশন জানিয়েছিল, রোববার জিএমটি ০৪.১৯ মিনিটের আট ঘণ্টা আগে বা আট ঘণ্টা পরে চীনের লংমার্চ ৫বি রকেটটির ধ্বংসাবশেষ পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে।

ধ্বংসাবশেষ পৃথিবীতে আছড়ে পড়লে ক্ষয়ক্ষতির আশংকা করছিল বিশেষজ্ঞরা। তবে চীনের জাতীয় মহাকাশ সংস্থা জানিয়েছে, এটা পৃথিবীতে পড়ার আগেই বেশিরভাগ অংশ পুড়ে গেছে। তাই ক্ষয়ক্ষতির পরিমান খুব কম হবে।

চীনা মহাকাশ স্টেশন স্থাপনের জন্য ‘লং মার্চ ৫বি রকেট’টি গত ২৯ এপ্রিল উৎক্ষেপণ করা হয়। রকেটটিকে সফলভাবে তিয়ানহে স্পেস স্টেশনের মডিউলকে কক্ষপথে স্থাপন করা গেলেও পরে সেটির ওপর থেকে নিয়ন্ত্রণ হারায় গ্রাউন্ড স্টেশন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত