Ajker Patrika

চীনের সামরিক মহড়া হামলার প্রস্তুতি: তাইওয়ান

আপডেট : ০৯ আগস্ট ২০২২, ১১: ২৮
চীনের সামরিক মহড়া হামলার প্রস্তুতি: তাইওয়ান

সমুদ্র ও আকাশপথে সামরিক মহড়ার মধ্য দিয়ে চীন আগ্রাসনের প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছে তাইওয়ান। মঙ্গলবার (৯ আগস্ট) তাইপেতে এক সংবাদ সম্মেলনে তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ বলেন, ‘হামলার জন্য মহড়া ও সামরিক কৌশল সাজিয়েছে চীন।’ 

তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘তাইওয়ানের জনসাধারণের মনোবলকে দুর্বল করার জন্য বড় আকারের সামরিক মহড়া এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পাশাপাশি সাইবার আক্রমণ, বিভ্রান্তিমূলক প্রচারণা ও অর্থনৈতিক চাপ প্রয়োগ করছে বেইজিং। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বেইজিং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্থিতাবস্থা পরিবর্তন করতে চাইছে বলে মনে করছে তাইপে। সম্ভাব্য হামলার বিরুদ্ধে প্রতিরক্ষার অংশ হিসেবে তাইওয়ানের সামরিক বাহিনী তাদের নিজস্ব ‘লাইভ-ফায়ার’ মহড়া পরিচালনা করার পর পররাষ্ট্রমন্ত্রী উ সংবাদ সম্মেলন করলেন। 

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সফরের জেরে নজিরবিহীন মহড়া চালায় চীন। এখন থেকে তাইওয়ানের কাছে নিয়মিত সামরিক মহড়া চালানো হবে বলেও জানা যায়। 

তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ বলেন, ‘হামলার জন্য মহড়া ও সামরিক কৌশল সাজিয়েছে চীনচীন থেকে বিচ্ছিন্ন হয়ে নিজেদের স্বাধীন রাষ্ট্র বলে ঘোষণা করলেও তাইওয়ানকে মূল ভূখণ্ডের অংশ মনে করে বেইজিং। এমনকি তাইওয়ানের ক্ষেত্রে ‘এক চীন নীতি’ অনুসরণ করা হয়। বেইজিংয়ের বৈদেশিক সম্পর্ক তাদের ‘এক চীন নীতির’ ওপর অনেকাংশে নির্ভরশীল। 

এখন পর্যন্ত মাত্র কয়েকটি দেশ তাইওয়ানকে স্বীকৃতি দিয়েছে। এমনকি তাইওয়ানের সবচেয়ে ‘প্রভাবশালী মিত্র’ যুক্তরাষ্ট্রও স্বীকৃতি দেয়নি বা তাইপের সঙ্গে ওয়াশিংটনের কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই। তবে যুক্তরাষ্ট্র বরাবরই তাইওয়ানকে রক্ষা করা এবং সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়ে আসছে।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত