প্রায় দুই বছর পর চীনের মূল ভূখণ্ডে ফিরেছেন আলিবাবা গ্রুপের প্রতিষ্ঠাতা জ্যাক মা। সোমবার (২৭ মার্চ) দেশটির দক্ষিণাঞ্চলের হাংঝোউ শহরে নিজের প্রতিষ্ঠিত একটি স্কুল পরিদর্শন করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে জ্যাক মা’র স্কুল পরিদর্শনের ছবি ছড়িয়ে পড়ে।
সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে জানা যায়, সোমবার জ্যাক মা হাংঝোউ শহরের ইউনগু স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন। ২০১৭ সালে আলিবাবার অর্থায়নে স্কুলটি প্রতিষ্ঠিত হয়। পরিদর্শনকালে এই ধনকুবের শিক্ষাব্যবস্থা ও আলোচিত চ্যাটজিপিটি প্রযুক্তি নিয়ে কথা বলেন।
হংকংয়ে যাত্রাবিরতি শেষে চীনের মূল ভূখণ্ডে ফেরেন জ্যাক মা। শহরটিতে তিনি বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করেন। চিত্রকর্মের একটি প্রদর্শনী ঘুরে দেখেছেন তিনি। চিত্রকর্ম ও শিল্পকর্মের বিষয়ে জ্যাক মা’র আগ্রহ নতুন নয়।
এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানায়, জ্যাক মা’র চীনে ফেরার খবর প্রকাশের পর হংকংয়ে আলিবাবার শেয়ারের দাম ৪ শতাংশ বেড়ে যায়।
উল্লেখ্য, সাউথ চায়না মর্নিং পোস্টেরও মালিক আলিবাবা। তবে আলিবাবার চেয়ারম্যান পদ থেকে অবসর নিয়েছেন জ্যাক মা। ২০১৯ সালে নিজের ৫৫তম জন্মদিনে তিনি এ পদ ছাড়েন। এর পর থেকে বিশ্বের বিভিন্ন দেশে থাকতে শুরু করেন এই ধনকুবের। মাঝে অনেকটা সময় নিরুদ্দেশ ছিলেন জ্যাক মা। সাম্প্রতিক বছরগুলোতে তাঁকে জনসমক্ষে দেখা যায়নি। এমনকি মৃত্যুর গুজবও ছড়িয়ে পড়েছিল।
তবে গত বছর খবর প্রকাশিত হয়, জ্যাক মা জাপানের টোকিওতে রয়েছেন। সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছিল, চীন প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার পরপরই জ্যাক মা টোকিওতে আত্মগোপনে চলে যান। এরপর তাঁকে সবশেষ হংকংয়ে দেখা যায়।
জ্যাক মা চীনের সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি ছিলেন। কিন্তু চীন সরকারের সমালোচনা শুরু করলে বিপত্তি বাধে। সরকারের সমালোচনার পর জ্যাক মার প্রতিষ্ঠান আলিবাবার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয় বেইজিং। এরই জেরে আত্মগোপনে যান তিনি।
সম্প্রতি চীনা কর্তৃপক্ষ বেসরকারি খাতের উন্নয়নে সমর্থনের ঘোষণা দেয়। পাশাপাশি প্রযুক্তি প্রতিষ্ঠানসহ বেসরকারি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ বন্ধ করার কথা জানায়। এর পরিপ্রেক্ষিতে জ্যাক মা দেশে ফিরেছেন বলে মনে করছেন অনেকে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কিছু জানা যায়নি।
প্রায় দুই বছর পর চীনের মূল ভূখণ্ডে ফিরেছেন আলিবাবা গ্রুপের প্রতিষ্ঠাতা জ্যাক মা। সোমবার (২৭ মার্চ) দেশটির দক্ষিণাঞ্চলের হাংঝোউ শহরে নিজের প্রতিষ্ঠিত একটি স্কুল পরিদর্শন করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে জ্যাক মা’র স্কুল পরিদর্শনের ছবি ছড়িয়ে পড়ে।
সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে জানা যায়, সোমবার জ্যাক মা হাংঝোউ শহরের ইউনগু স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন। ২০১৭ সালে আলিবাবার অর্থায়নে স্কুলটি প্রতিষ্ঠিত হয়। পরিদর্শনকালে এই ধনকুবের শিক্ষাব্যবস্থা ও আলোচিত চ্যাটজিপিটি প্রযুক্তি নিয়ে কথা বলেন।
হংকংয়ে যাত্রাবিরতি শেষে চীনের মূল ভূখণ্ডে ফেরেন জ্যাক মা। শহরটিতে তিনি বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করেন। চিত্রকর্মের একটি প্রদর্শনী ঘুরে দেখেছেন তিনি। চিত্রকর্ম ও শিল্পকর্মের বিষয়ে জ্যাক মা’র আগ্রহ নতুন নয়।
এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানায়, জ্যাক মা’র চীনে ফেরার খবর প্রকাশের পর হংকংয়ে আলিবাবার শেয়ারের দাম ৪ শতাংশ বেড়ে যায়।
উল্লেখ্য, সাউথ চায়না মর্নিং পোস্টেরও মালিক আলিবাবা। তবে আলিবাবার চেয়ারম্যান পদ থেকে অবসর নিয়েছেন জ্যাক মা। ২০১৯ সালে নিজের ৫৫তম জন্মদিনে তিনি এ পদ ছাড়েন। এর পর থেকে বিশ্বের বিভিন্ন দেশে থাকতে শুরু করেন এই ধনকুবের। মাঝে অনেকটা সময় নিরুদ্দেশ ছিলেন জ্যাক মা। সাম্প্রতিক বছরগুলোতে তাঁকে জনসমক্ষে দেখা যায়নি। এমনকি মৃত্যুর গুজবও ছড়িয়ে পড়েছিল।
তবে গত বছর খবর প্রকাশিত হয়, জ্যাক মা জাপানের টোকিওতে রয়েছেন। সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছিল, চীন প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার পরপরই জ্যাক মা টোকিওতে আত্মগোপনে চলে যান। এরপর তাঁকে সবশেষ হংকংয়ে দেখা যায়।
জ্যাক মা চীনের সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি ছিলেন। কিন্তু চীন সরকারের সমালোচনা শুরু করলে বিপত্তি বাধে। সরকারের সমালোচনার পর জ্যাক মার প্রতিষ্ঠান আলিবাবার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয় বেইজিং। এরই জেরে আত্মগোপনে যান তিনি।
সম্প্রতি চীনা কর্তৃপক্ষ বেসরকারি খাতের উন্নয়নে সমর্থনের ঘোষণা দেয়। পাশাপাশি প্রযুক্তি প্রতিষ্ঠানসহ বেসরকারি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ বন্ধ করার কথা জানায়। এর পরিপ্রেক্ষিতে জ্যাক মা দেশে ফিরেছেন বলে মনে করছেন অনেকে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কিছু জানা যায়নি।
জাপানের সঙ্গে বিশাল বাণিজ্যচুক্তির ঘোষণা দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ কয়েক মাসের বাণিজ্য আলোচনার পর এই চুক্তির ঘোষণা এল। তবে, এই চুক্তির বিনিময়ে ট্রাম্প জাপানের কাছ থেকে তাঁর দেশে ৫৫০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি আদায় করে নিয়েছেন।
১৫ মিনিট আগেভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর গত সোমবার হঠাৎ করেই স্বাস্থ্যগত পদত্যাগ করেছেন। কিন্তু তাঁর এই ঘোষণার আগেই রাজনৈতিক অঙ্গনে ধারাবাহিক কিছু ঘটনা ঘটেছে, যা তাঁর এই সিদ্ধান্ত গ্রহণে বড় ভূমিকা রেখেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
৩৯ মিনিট আগেচিকুনগুনিয়া ভাইরাসের মহামারি ঠেকাতে এখনই দেশগুলোকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও। এর আগে, দুই দশক আগে বিশ্বজুড়ে মশাবাহিত চিকুনগুনিয়া ভাইরাসের মহামারি ছড়িয়ে পড়েছিল। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার জেনেভায় ডব্লিউএইচও—এর মেডিকেল অফিসার ডায়ানা রোজাস আলভারেজ...
১ ঘণ্টা আগেআবারও দুর্ঘটনার শিকার এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট। হংকং থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই-৩১৫ দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরই আগুন ধরে যায় উড়োজাহাজটির সহায়ক বিদ্যুৎ ইউনিট বা অক্সিলারি পাওয়ার ইউনিট (এপিইউ)। গতকাল মঙ্গলবার এয়ার ইন্ডিয়া জানিয়েছে, উড়োজাহাজটি অবতরণের
১ ঘণ্টা আগে