জাপানের বিখ্যাত ডিসকাউন্ট চেইনশপ ডাইসোর প্রতিষ্ঠাতা হিরোতাকে ইয়ানো মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। ১২ ফেব্রুয়ারি মারা যান জাপানি এই ধনকুবের। গতকাল সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ১২ ফেব্রুয়ারি হিরোতাকে ইয়ানো মারা যান। এরই মধ্যে তাঁর পরিবারের কাছে স্বজনদের নিয়ে ছোট পরিসরে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেছে। জাপানে তাঁর প্রতিষ্ঠিত চেইনশপ ডাইসো ১০০ ইয়েনের দোকান নামে পরিচিত। কারণ, তাঁর দোকানে ছাড়ের মাধ্যমে ১০০ ইয়েনের বেশি মূল্যের অনেক পণ্যই ১০০ ইয়েন বা তারও কম দামে বিক্রি করা হয়।
ডাইসোর ওয়েবসাইটে বলা হয়েছে, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে, ডাইসো ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট হিরোতাকে ইয়ানো গত সোমবার মারা গেছেন। তাঁর স্মৃতিতে খুব শিগগির একটি স্মরণসভার আয়োজন করা হবে।’
হিরোতাকে ইয়ানো ১৯৬৭ সালে টোকিওর চুয়ো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। এরপর বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন। পরে তিনি তাঁর শ্বশুরের মৎস্য ব্যবসায় যুক্ত হন। কিন্তু কিছুদিন পর তাঁর শ্বশুরের ব্যবসা দেউলিয়া হয়ে যায়। এরপর ১৯৭২ সালে মাত্র ২৯ বছর বয়সে ইয়ানো সোতেন বা ইয়ানো স্টোর নামে প্রথম দোকান চালু করেন।
এর ৫ বছর পর নাম পরিবর্তন করে সোতেনের নাম বদলে ‘ডাইসো’ রাখেন। ডাইসোর অর্থ বড় কিছু তৈরি করা। তাঁর দোকানের বিশেষত্ব হলো, সেখানে মাত্র ১০০ ইয়েনে সব ধরনের পণ্যই পাওয়া যেত দেখে তাঁর এই উদ্যোগ ব্যাপক সাফল্য লাভ করে।
বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়, পণ্যের ভিন্ন ভিন্ন দাম নির্ধারণ করাটা সময়সাপেক্ষ। তাই ইয়ানো ও তাঁর স্ত্রী কাতসুয়ো এ পদ্ধতি অবলম্বন করেন। তাঁর ব্যবসা সফল হওয়ার অন্যতম কারণ ছিল তৎকালীন জাপানের স্থবির অর্থনীতি ও মানুষের ব্যয় কমানোর প্রবণতা।
ইয়ানোর এই ব্যবসায় মডেল বিশ্বব্যাপী সমাদৃত। এশিয়া, উত্তর আমেরিকা, মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বে ডাইসোর হাজারখানেক শপ আছে। ২০২৩ সালের শেষ নাগাদ জাপানে ৪ হাজার ৩৬০টি এবং বিশ্বে প্রায় ১ হাজারটি দোকান চালু ছিল। তবে দোকানটির ব্যবসায় নীতিতে সামান্য পরিবর্তন এসেছে। বর্তমানে বিশ্ববাজারের সঙ্গে তাল মেলাতে ডাইসোতে ১০০ ইয়েনের গুণিতকে অনেক পণ্য বিক্রি করা হয়।
জাপানের বিখ্যাত ডিসকাউন্ট চেইনশপ ডাইসোর প্রতিষ্ঠাতা হিরোতাকে ইয়ানো মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। ১২ ফেব্রুয়ারি মারা যান জাপানি এই ধনকুবের। গতকাল সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ১২ ফেব্রুয়ারি হিরোতাকে ইয়ানো মারা যান। এরই মধ্যে তাঁর পরিবারের কাছে স্বজনদের নিয়ে ছোট পরিসরে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেছে। জাপানে তাঁর প্রতিষ্ঠিত চেইনশপ ডাইসো ১০০ ইয়েনের দোকান নামে পরিচিত। কারণ, তাঁর দোকানে ছাড়ের মাধ্যমে ১০০ ইয়েনের বেশি মূল্যের অনেক পণ্যই ১০০ ইয়েন বা তারও কম দামে বিক্রি করা হয়।
ডাইসোর ওয়েবসাইটে বলা হয়েছে, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে, ডাইসো ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট হিরোতাকে ইয়ানো গত সোমবার মারা গেছেন। তাঁর স্মৃতিতে খুব শিগগির একটি স্মরণসভার আয়োজন করা হবে।’
হিরোতাকে ইয়ানো ১৯৬৭ সালে টোকিওর চুয়ো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। এরপর বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন। পরে তিনি তাঁর শ্বশুরের মৎস্য ব্যবসায় যুক্ত হন। কিন্তু কিছুদিন পর তাঁর শ্বশুরের ব্যবসা দেউলিয়া হয়ে যায়। এরপর ১৯৭২ সালে মাত্র ২৯ বছর বয়সে ইয়ানো সোতেন বা ইয়ানো স্টোর নামে প্রথম দোকান চালু করেন।
এর ৫ বছর পর নাম পরিবর্তন করে সোতেনের নাম বদলে ‘ডাইসো’ রাখেন। ডাইসোর অর্থ বড় কিছু তৈরি করা। তাঁর দোকানের বিশেষত্ব হলো, সেখানে মাত্র ১০০ ইয়েনে সব ধরনের পণ্যই পাওয়া যেত দেখে তাঁর এই উদ্যোগ ব্যাপক সাফল্য লাভ করে।
বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়, পণ্যের ভিন্ন ভিন্ন দাম নির্ধারণ করাটা সময়সাপেক্ষ। তাই ইয়ানো ও তাঁর স্ত্রী কাতসুয়ো এ পদ্ধতি অবলম্বন করেন। তাঁর ব্যবসা সফল হওয়ার অন্যতম কারণ ছিল তৎকালীন জাপানের স্থবির অর্থনীতি ও মানুষের ব্যয় কমানোর প্রবণতা।
ইয়ানোর এই ব্যবসায় মডেল বিশ্বব্যাপী সমাদৃত। এশিয়া, উত্তর আমেরিকা, মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বে ডাইসোর হাজারখানেক শপ আছে। ২০২৩ সালের শেষ নাগাদ জাপানে ৪ হাজার ৩৬০টি এবং বিশ্বে প্রায় ১ হাজারটি দোকান চালু ছিল। তবে দোকানটির ব্যবসায় নীতিতে সামান্য পরিবর্তন এসেছে। বর্তমানে বিশ্ববাজারের সঙ্গে তাল মেলাতে ডাইসোতে ১০০ ইয়েনের গুণিতকে অনেক পণ্য বিক্রি করা হয়।
এপস্টেইনের জন্মদিন উপলক্ষে তাঁর সাবেক সঙ্গী ঘিসলেন ম্যাক্সওয়েল এটি তৈরি করেছিলেন। চিঠিটিতে ট্রাম্পের নামসহ টাইপরাইটারে লেখা একটি কথোপকথন রয়েছে। একজন নগ্ন নারীর অবয়বে চিঠিটি বাঁধাই করা ছিল। ওই নারীর স্তন, যৌনাঙ্গসহ স্পর্শকাতর অংশে ‘ডোনাল্ড’ স্বাক্ষরও ছিল।
১ ঘণ্টা আগেদীর্ঘদিন ধরে বিদেশি কর্মী ও পর্যটকদের আকৃষ্ট করে স্থবির অর্থনীতিকে চাঙা করার চেষ্টা করে আসছে জাপান। তবে সম্প্রতি দেশটিতে বিদেশিদের সংখ্যা বেড়ে যাচ্ছে—এমন ধারণা জন্মেছে জনমনে। এই ধারণা একধরনের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
২ ঘণ্টা আগেবিশ্বখ্যাত স্কাইডাইভার ও বেস জাম্পার ফেলিক্স বাউমগার্টনার গতকাল বৃহস্পতিবার ইতালির উপকূলবর্তী শহর পোর্তো সান্ত’এলপিদিওতে প্যারাগ্লাইডিং দুর্ঘটনায় নিহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম স্কাইটিজি ২৪ জানিয়েছে, ৫৬ বছর বয়সী এই অস্ট্রিয়ান অভিযাত্রী তাঁর প্যারাগ্লাইডারটির নিয়ন্ত্রণ হারিয়ে একটি হোটেলের
৩ ঘণ্টা আগেইউক্রেন সরকার ও সেনাবাহিনীর প্রযুক্তি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত ব্রেভ ওয়ান দল এক বিবৃতিতে জানিয়েছে, ‘লক্ষ্যবস্তু যত বেশি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ও বড় মাপের হয়, প্রতিটি ইউনিট তত বেশি পয়েন্ট পায়। যেমন শত্রুপক্ষের রকেট লঞ্চার ধ্বংস করলে মেলে ৫০ পয়েন্ট, ট্যাংক ধ্বংসে ৪০ পয়েন্ট আর ট্যাংক আংশিক
৩ ঘণ্টা আগে