Ajker Patrika

কাশ্মীরে এক ঘণ্টায় ৩ হামলা, নিহত ৩

আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ১২: ২৪
কাশ্মীরে এক ঘণ্টায় ৩ হামলা, নিহত ৩

ভারতের জম্মু-কাশ্মীরে এক ঘণ্টায় তিনটি পৃথক হামলা চালিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা। এই হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার এই হামলাগুলো চালানো হয়। নিহতদের মধ্যে একজন প্রখ্যাত রসায়নবিদ, একজন হকার এবং অন্যজন ট্যাক্সিক্যাবের চালক বলে জানিয়েছে পুলিশ।  ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

পুলিশ জানিয়েছে, জম্মু-কাশ্মীরের শ্রীনগরের ইকবাল পার্ক এলাকায় বিন্দ্রো মেডিকেল ফার্মেসি নামে একটি ফার্মেসি চালাতেন প্রখ্যাত রসায়নবিদ মাখনলাল বিন্দ্রো।  মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে তাঁকে গুলি করে বিচ্ছিন্নতাবাদীরা।

৭০ বছর বয়সী বিন্দ্রোকে সেখান থেকে সরাসরি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার নিন্দা জানিয়ে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ।

একটি টুইট বার্তায় তিনি বলেন, কী ভয়ংকর খবর! তিনি খুব দয়ালু মানুষ ছিলেন।  

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ৯০-এর দশকে যখন কাশ্মীরে সন্ত্রাসবাদ ব্যাপক ছিল, তখনো শ্রীনগরে ব্যবসা চালিয়ে গেছেন মাখনলাল বিন্দ্রো। 

মাখনলাল বিন্দ্রোকে হত্যার পরই শ্রীনগরের পার্শ্ববর্তী লালবাজার এলাকায় হামলা চালায় বিচ্ছিন্নতাবাদীরা। সেখানে বীরেন্দ্র পাসোয়ান নামে এক হকারকে গুলি করে হত্যা করা হয়। তিনি রাস্তায় খাবার বিক্রি করতেন। বীরেন্দ্রর বাড়ি ভারতের বিহার রাজ্যের ভাগলপুর জেলায়। শ্রীনগরের জাদিবাল এলাকায় বসবাস করতেন তিনি।

এরপরই কাশ্মীরের বান্দিপোরা এলকায় হামলার ঘটনা ঘটে। সেখানে মোহাম্মদ শফি নামে এক ট্যাক্সিক্যাবের চালককে গুলি করে হত্যা করে বিচ্ছিন্নতাবাদীরা। তিনি স্থানীয় ট্যাক্সি ইউনিয়নের সভাপতি হিসেবেও দায়িত্বপালন করছিলেন। ঘটনার পর পুরো এলাকা ঘিরে তল্লাশি চালায় পুলিশ।

কাশ্মীর পুলিশ জানিয়েছে, হামলা ও প্রাণহানির ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত