Ajker Patrika

দক্ষিণ কোরিয়ায় মার্কিন সাবমেরিন, পিয়ংইয়ংয়ের জোড়া ক্ষেপণাস্ত্র নিক্ষেপ 

আপডেট : ২৫ জুলাই ২০২৩, ১২: ২৭
দক্ষিণ কোরিয়ায় মার্কিন সাবমেরিন, পিয়ংইয়ংয়ের জোড়া ক্ষেপণাস্ত্র নিক্ষেপ 

যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিসমৃদ্ধ একটি সাবমেরিন দক্ষিণ কোরিয়ার একটি নৌবন্দরে আসার কয়েক ঘণ্টা পরই দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। স্থানীয় সময় সোমবার গভীর রাতে পূর্ব উপকূল থেকে সমুদ্রে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও উত্তর কোরিয়ার দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণের কথা জানিয়েছে।

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র তাদের সামরিক মহড়ার পদক্ষেপ নেওয়ার পর উত্তর কোরিয়া জোড়া ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল। দক্ষিণ কোরীয় দ্বীপে উত্তেজনা দেখা দিয়েছে।

দক্ষিণ কোরিয়ার নৌবন্দরে পারমাণবিক শক্তিসমৃদ্ধ একটি সাবমেরিন মোতায়েনে ক্ষুব্ধ হয়েছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং জানিয়েছে, এই সাবমেরিন মোতায়েন উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্র ব্যবহারেও বাধ্য করতে পারে। 

মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, তারা উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়ে মিত্রদের সঙ্গে আলোচনা করছে। এ ঘটনাকে ওয়াশিংটন অস্থিতিশীল পরিস্থিতি বলে বর্ণনা করেছে।

তবে গতকাল সোমবার এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনী বলেছে, ওই দুই ক্ষেপণাস্ত্র উক্ষেপণ মার্কিন সেনা, অঞ্চল বা মিত্রদের জন্য কোনো তাৎক্ষণিক হুমকি সৃষ্টি করেনি।

এর আগে দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী জানায়, সোমবার পরমাণু শক্তিসমৃদ্ধ একটি মার্কিন সাবমেরিন সামরিক সরঞ্জাম লোড করার জন্য দক্ষিণ কোরিয়ার দক্ষিণ দ্বীপ জেজু নৌঘাঁটিতে প্রবেশ করে। 

এদিকে গত সপ্তাহজুড়ে উত্তর কোরিয়া পশ্চিম উপকূলে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষাও, যা ১৯৮০ সালের পর প্রথমবারের মতো পরীক্ষা চালায় কিম জং উন। মার্কিন সাবমেরিন দক্ষিণ কোরিয়ার একটি বন্দরে আসার পর এই পরীক্ষা চালানো হয়। 

যুক্তরাষ্ট্রের সঙ্গেও দেশটির উত্তেজনার পারদ বেড়েছে। এর মূল কারণ উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি।
গত বছর উত্তর কোরিয়া নিজেকে একটি ‘পারমাণবিক শক্তিধর দেশ’ হিসেবে ঘোষণা করে। উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন এরপর তার দেশের সামরিক বাহিনীকে একটি ‘প্রকৃত যুদ্ধের’ প্রস্তুতির জন্য মহড়া জোরদারের নির্দেশ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত