Ajker Patrika

মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১০: ১৮
মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধির পরপরই দেশটির জান্তাসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। গত বুধবার এই নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট। মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টের এক বিবৃতিতে বলা হয়, মিয়ানমারে সামরিক শাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত দুটি সংস্থা এবং চার ব্যক্তির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো শ্বে বায়াইন ফিউ গ্রুপ অব কোম্পানিজ এবং শিপিং ফার্ম মিয়ানমার ফাইভ স্টার লাইন কোম্পানি লিমিটেড। 

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর থেকে অস্থিরতা দেখা দেয়। জান্তাবিরোধী গণবিক্ষোভ এবং ভিন্নমত দমনে ব্যাপক হামলা চালাচ্ছে জান্তাবাহিনী। এর মধ্যে গত বুধবার জরুরি অবস্থার মেয়াদ ছয় মাস বাড়িয়েছে সামরিক সরকার। 

যুক্তরাষ্ট্র জানায়, গত তিন বছরে মিয়ানমারের জান্তাবাহিনী ক্রমাগতভাবে সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে দেশটির জনগণের ওপর নিপীড়ন চালিয়েছে। সেই সঙ্গে স্বাধীনভাবে জনগণের নেতা নির্বাচনের ক্ষমতাকে অস্বীকার করেছে। ট্রেজারি ডিপার্টমেন্টের বিবৃতিতে আরও বলা হয়, বেসামরিক এলাকায় হামলা চালানোর জন্য মিয়ানমারের সেনাবাহিনীকে সহায়তা করেছে এসব প্রতিষ্ঠান ও ব্যক্তি। 

যুক্তরাষ্ট্রের ট্রেজারি ফর টেররিজম অ্যান্ড ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স বিভাগের আন্ডার সেক্রেটারি ব্রায়ান নেলসন বলেন, ‘আমাদের পদক্ষেপটির ফলে মিয়ানমারের জনগণের বিরুদ্ধে আক্রমণ চালানোর জন্য প্রয়োজনীয় সম্পদ থেকে সামরিক সরকারকে বঞ্চিত করা হবে। এ বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’ 

এর আগে, ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে মিয়ানমারের শাসনক্ষমতা দখল করেই দেশটিতে জরুরি অবস্থা জারি করে জান্তা। পরে গত বুধবার জরুরি অবস্থা আরও ছয় মাস বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দেওয়া হলেও জান্তা নির্বাচন বিলম্বের ইঙ্গিত দিয়েছে। 

দেশটির নির্বাচনী সংস্থার প্রধান থেইন সোকেও বহিষ্কার করেছে সামরিক সরকার। গত বুধবার জান্তা ঘোষণা করেছে, থেইন সোকে স্বাস্থ্যগত কারণে অবসর নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। কো কো নামের একজনকে নির্বাচনী সংস্থার প্রধান হিসেবে তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

ফকিরহাটে সন্তান জন্ম দিতে গিয়ে নারীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত