কোভিড–১৯ মহামারি ঠেকাতে দেওয়া লকডাউনকেই কাঠগড়ায় দাঁড় করালেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। সোমবার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি জানিয়েছেন, লকডাউনের কারণেই দেশের অর্থনীতি দুর্বল হয়েছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস পেয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে।
প্রধানমন্ত্রী রাজাপক্ষের এই ভাষণ শ্রীলঙ্কার বিরোধীদলীয় নেতা সাজিদ প্রেমাদাসার দেওয়া ভাষণের মাত্র কয়েক ঘণ্টা পরই দেন। সাজিদ প্রেমাদাসা তাঁর ভাষণে অভিযোগ করেন, সরকারের দুর্বল অর্থনৈতিক নীতিই দেশের অর্থনৈতিক মন্দা সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করেছে।
দেশটিতে ক্রমবর্ধমান জনরোষ কমাতে এবং সামগ্রিক পরিস্থিতি নিয়ে ব্যাখ্যাদানের উদ্দেশে তিনি এই ভাষণ দেন। বর্তমানে দেশটি রেকর্ড মুদ্রাস্ফীতি, নিয়মিত বিদ্যুৎ–বিভ্রাটসহ খাদ্য ও জ্বালানি সংকট নিয়ে ১৯৪৮ সালে স্বাধীনতা লাভের পর সবচেয়ে বেশি টালমাটাল সময় পার করছে। এই সংকট দেশটিতে একটি মর্মান্তিক অর্থনৈতিক মন্দার সঙ্গে সঙ্গে শ্রীলঙ্কানদের দৈনন্দিন জীবনে এক ভয়াবহ দুর্দশা ডেকে এনেছে।
ভাষণে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী দেশটির নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি–মুদ্রাস্ফীতি নিয়ে তেমন কোনো আশার বাণী শোনাতে পারেননি। বরং মাহিন্দা রাজাপক্ষে বর্তমান পরিস্থিতি স্বীকার করে জানান—ওষুধ, গুঁড়া দুধ, চাল, চিনি, ডাল, গমের আটা, গ্যাস, ডিজেল, কেরোসিনসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধির কারণে দেশে জীবনযাত্রার ব্যয় আরও খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে।
জাতির উদ্দেশে ভাষণে মাহিন্দা রাজাপক্ষে বলেন, ‘মহামারির মুখোমুখি হওয়ার পরপরই এই সংকট শুরু হয়েছে। দেশের অর্থনীতি তলানিতে যাচ্ছে জেনেও, আমাদের লকডাউন আরোপ করতে হয়েছে এবং সে কারণেই আমাদের বৈদেশিক রিজার্ভও হ্রাস পেয়েছে।’
মাহিন্দা রাজাপক্ষে বলেন, ‘২০১০ সালে যুদ্ধ (তামিল টাইগারদের বিপক্ষে) জয়ের পর আমরা নির্বাচনে জিতেছিলাম। লোকজন সেদিনেই গল্প ভুলে গিয়েছিল কিন্তু আমার মনে আছে। তখন আমরা সাবেক সরকারকে প্রস্তাব দিয়েছিলাম যে—বিদ্যুৎকেন্দ্র করা হোক। কিন্তু তখন সরকার আমাদের সমর্থন করেনি। আজকের বিদ্যুৎ–বিভ্রাটের জন্য তারাই দায়ী।’
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বিদ্যুৎ–বিভ্রাটের সমস্যা শিগগিরই সমাধান করা হবে উল্লেখ করে বলেন, ‘আমি প্রতিশ্রুতি দিচ্ছি—খুব শিগগিরই এর সমাধান হবে এবং ভবিষ্যতে আর কখনো ব্ল্যাকআউট হবে না।’
এদিকে, বিক্ষোভ বন্ধের প্রচেষ্টায় সরকার গত সপ্তাহে ঐতিহ্যবাহী সিংহলি ও তামিল নববর্ষের ছুটির সঙ্গে মিলিয়ে অতিরিক্ত সরকারি ছুটি ঘোষণা করেছে।
কোভিড–১৯ মহামারি ঠেকাতে দেওয়া লকডাউনকেই কাঠগড়ায় দাঁড় করালেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। সোমবার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি জানিয়েছেন, লকডাউনের কারণেই দেশের অর্থনীতি দুর্বল হয়েছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস পেয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে।
প্রধানমন্ত্রী রাজাপক্ষের এই ভাষণ শ্রীলঙ্কার বিরোধীদলীয় নেতা সাজিদ প্রেমাদাসার দেওয়া ভাষণের মাত্র কয়েক ঘণ্টা পরই দেন। সাজিদ প্রেমাদাসা তাঁর ভাষণে অভিযোগ করেন, সরকারের দুর্বল অর্থনৈতিক নীতিই দেশের অর্থনৈতিক মন্দা সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করেছে।
দেশটিতে ক্রমবর্ধমান জনরোষ কমাতে এবং সামগ্রিক পরিস্থিতি নিয়ে ব্যাখ্যাদানের উদ্দেশে তিনি এই ভাষণ দেন। বর্তমানে দেশটি রেকর্ড মুদ্রাস্ফীতি, নিয়মিত বিদ্যুৎ–বিভ্রাটসহ খাদ্য ও জ্বালানি সংকট নিয়ে ১৯৪৮ সালে স্বাধীনতা লাভের পর সবচেয়ে বেশি টালমাটাল সময় পার করছে। এই সংকট দেশটিতে একটি মর্মান্তিক অর্থনৈতিক মন্দার সঙ্গে সঙ্গে শ্রীলঙ্কানদের দৈনন্দিন জীবনে এক ভয়াবহ দুর্দশা ডেকে এনেছে।
ভাষণে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী দেশটির নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি–মুদ্রাস্ফীতি নিয়ে তেমন কোনো আশার বাণী শোনাতে পারেননি। বরং মাহিন্দা রাজাপক্ষে বর্তমান পরিস্থিতি স্বীকার করে জানান—ওষুধ, গুঁড়া দুধ, চাল, চিনি, ডাল, গমের আটা, গ্যাস, ডিজেল, কেরোসিনসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধির কারণে দেশে জীবনযাত্রার ব্যয় আরও খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে।
জাতির উদ্দেশে ভাষণে মাহিন্দা রাজাপক্ষে বলেন, ‘মহামারির মুখোমুখি হওয়ার পরপরই এই সংকট শুরু হয়েছে। দেশের অর্থনীতি তলানিতে যাচ্ছে জেনেও, আমাদের লকডাউন আরোপ করতে হয়েছে এবং সে কারণেই আমাদের বৈদেশিক রিজার্ভও হ্রাস পেয়েছে।’
মাহিন্দা রাজাপক্ষে বলেন, ‘২০১০ সালে যুদ্ধ (তামিল টাইগারদের বিপক্ষে) জয়ের পর আমরা নির্বাচনে জিতেছিলাম। লোকজন সেদিনেই গল্প ভুলে গিয়েছিল কিন্তু আমার মনে আছে। তখন আমরা সাবেক সরকারকে প্রস্তাব দিয়েছিলাম যে—বিদ্যুৎকেন্দ্র করা হোক। কিন্তু তখন সরকার আমাদের সমর্থন করেনি। আজকের বিদ্যুৎ–বিভ্রাটের জন্য তারাই দায়ী।’
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বিদ্যুৎ–বিভ্রাটের সমস্যা শিগগিরই সমাধান করা হবে উল্লেখ করে বলেন, ‘আমি প্রতিশ্রুতি দিচ্ছি—খুব শিগগিরই এর সমাধান হবে এবং ভবিষ্যতে আর কখনো ব্ল্যাকআউট হবে না।’
এদিকে, বিক্ষোভ বন্ধের প্রচেষ্টায় সরকার গত সপ্তাহে ঐতিহ্যবাহী সিংহলি ও তামিল নববর্ষের ছুটির সঙ্গে মিলিয়ে অতিরিক্ত সরকারি ছুটি ঘোষণা করেছে।
জাপানের সঙ্গে বিশাল বাণিজ্যচুক্তির ঘোষণা দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ কয়েক মাসের বাণিজ্য আলোচনার পর এই চুক্তির ঘোষণা এল। তবে, এই চুক্তির বিনিময়ে ট্রাম্প জাপানের কাছ থেকে তাঁর দেশে ৫৫০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি আদায় করে নিয়েছেন।
১০ মিনিট আগেভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর গত সোমবার হঠাৎ করেই স্বাস্থ্যগত পদত্যাগ করেছেন। কিন্তু তাঁর এই ঘোষণার আগেই রাজনৈতিক অঙ্গনে ধারাবাহিক কিছু ঘটনা ঘটেছে, যা তাঁর এই সিদ্ধান্ত গ্রহণে বড় ভূমিকা রেখেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
৩৫ মিনিট আগেচিকুনগুনিয়া ভাইরাসের মহামারি ঠেকাতে এখনই দেশগুলোকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও। এর আগে, দুই দশক আগে বিশ্বজুড়ে মশাবাহিত চিকুনগুনিয়া ভাইরাসের মহামারি ছড়িয়ে পড়েছিল। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার জেনেভায় ডব্লিউএইচও—এর মেডিকেল অফিসার ডায়ানা রোজাস আলভারেজ...
১ ঘণ্টা আগেআবারও দুর্ঘটনার শিকার এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট। হংকং থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই-৩১৫ দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরই আগুন ধরে যায় উড়োজাহাজটির সহায়ক বিদ্যুৎ ইউনিট বা অক্সিলারি পাওয়ার ইউনিট (এপিইউ)। গতকাল মঙ্গলবার এয়ার ইন্ডিয়া জানিয়েছে, উড়োজাহাজটি অবতরণের
১ ঘণ্টা আগে