Ajker Patrika

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল আর্মেনিয়া

আপডেট : ২১ জুন ২০২৪, ২০: ৫২
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল আর্মেনিয়া

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতির ঘোষণা দিয়েছে এশিয়ার দেশ আর্মেনিয়া। গাজায় চলমান যুদ্ধের মধ্যেই দেশটির এ ঘোষণা এল। 

আজ শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দেয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ। 

আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বেসামরিক নাগরিকদের ওপর সহিংসতার বিরুদ্ধে তাঁদের অবস্থান। এমনকি হামাস কর্তৃক ইসরায়েলের বেসামরিক নাগরিকদের বন্দী করার ঘটনাকেও তাঁরা নিন্দা জানায় এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তাঁদের মুক্ত করার আহ্বান জানায়। 

আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, আন্তর্জাতিক আইন, জাতির সমতা, সার্বভৌমত্ব এবং শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি অঙ্গীকারবদ্ধ হয়ে আর্মেনিয়া ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। মধ্যপ্রাচ্যে দীর্ঘ মেয়াদে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আর্মেনিয়া আগ্রহী।

এএফপির এক প্রতিবেদনে বলা হয়, এরই মধ্যে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় আর্মেনিয়ার রাষ্ট্রদূতকে তলব করে তিরস্কার করেছে। এদিকে আর্মেনিয়ার সমর্থনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে হামাস। 

এর আগে গত ২৮ মে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় ইউরোপের তিন দেশ স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত