Ajker Patrika

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস চার দিনের সফরে বেইজিংয়ে

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস চার দিনের সফরে বেইজিংয়ে

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস চার দিনের সফরে চীনের বেইজিংয়ে পৌঁছেছেন। আজ মঙ্গলবার তিনি বেইজিং পৌঁছান বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। চীন ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনায় সাহাজ্য করতে প্রস্তুত বলেও জানিয়েছে। 

চীনে আব্বাসের এটি পঞ্চম সফর। চার দিনের এ সফরে সি চিন পিং ও আব্বাস ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনা নিয়ে কথা বলবেন বলে জানিয়েছে ফিলিস্তিনের সংবাদমাধ্যম ওয়াফা। 

ওয়াফা ওই প্রতিবেদনে জানিয়েছে, দুই নেতা মতবিনিময়ের পাশাপাশি ফিলিস্তিনের উন্নয়ন, আঞ্চলিক ও আর্ন্তজাতিক রাজনীতি নিয়ে আলোচনা করবেন। আব্বাস চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে জানিয়েছে সংবাদ সংস্থাটি। 

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন গত সপ্তাহে বলেছিলেন, ‘ফিলিস্তিনের দীর্ঘদিনের নেতা আব্বাস চীনের জনগণের পুরোনো ও ভালো বন্ধু। চীন সবসময় ফিলিস্তিনের নাগরিকদের অধিকার আদায়ে কাজ করে এসেছে।’ 

চীন সম্প্রতি মধ্যপ্রাচ্যে নিজের আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করছে। যা যুক্তরাষ্ট্রকে কূটনৈতিক দিক থেকে চাপে ফেলছে। এর আগে গত ডিসেম্বরে প্রেসিডেন্ট সি সৌদি আরব সফর করেন। এ সময় সেখানে তিনি আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁরা তখনও ফিলিস্তিন সংকটের দীর্ঘমেয়াদী সমাধান নিয়ে আলোচনা করেন। 

এদিকে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রসচিব অ্যান্টনি ব্লিংকেন সৌদি আরব সফরের সময় বলেছিলেন, ওয়াশিংটন বা বেইজিংয়ের মধ্য যেকোনো একটি নির্বাচন করার জন্য সৌদি আরবের ওপর কোনো চাপ নেই। 

এই সপ্তাহে প্রকাশিত চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিলিস্তিনি কর্মকর্তা আব্বাস জাকি বলেছেন, চীন ও ফিলিস্তিনিরা ভাইয়ের চেয়েও ঘনিষ্ঠ বন্ধু। গত বছর চীন-আরব রাষ্ট্র সম্মেলনের পর চীন মধ্যপ্রাচ্যের বিষয়ে আরও বেশি আগ্রহী হয়েছে দেখে আমি খুবই আনন্দিত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত