Ajker Patrika

প্রথমবারের মতো পুতিন-রাইসি বৈঠক, পারস্পরিক সম্পর্কোন্নয়নের আশাবাদ

আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৩: ১৮
প্রথমবারের মতো পুতিন-রাইসি বৈঠক, পারস্পরিক সম্পর্কোন্নয়নের আশাবাদ

প্রথমবারের মতো মুখোমুখি বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। স্থানীয় সময় বুধবার রুশ প্রেসিডেন্টের সরকারি বাসভবনে পুতিন-রাইসির মধ্যকার বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় নেতা নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্কোন্নয়নের বিষয়ে সমর্থন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেছেন। বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়। 

আজ বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সবশেষ ২০১৭ সালে রাশিয়া সফরে গিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট হাসান রুহানি। আর গত বছরের আগস্টে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই রাশিয়ায় ইব্রাহিম রাইসির প্রথম সফর। দুই দিনের সফরে বুধবার রাশিয়ায় যান তিনি।

রাশিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদারের আগ্রহ প্রকাশ করে ইব্রাহিম রাইসি বলেন, ‘ইরান ৪০ বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে, নিষেধাজ্ঞা প্রত্যাহারের চেষ্টা চলছে। তবে এসব নিষেধাজ্ঞা ইরানের উন্নয়নের পথে বাধা সৃষ্টি করতে পারবে না।’

সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে উল্লেখ করে সিরিয়ান প্রেসিডেন্ট বাশার আল আসাদকে একযোগে সমর্থনের বিষয়ে রাশিয়া-ইরানের সফল অভিজ্ঞতাকে স্মরণ করিয়ে দেন ইব্রাহিম রাইসি।

ইব্রাহিম রাইসি বলেন, ‘রাশিয়ার সঙ্গে সম্পর্ক বাড়ানো ও উন্নয়নে আমাদের কোনো বাধা নেই।’

রাইসির উদ্দেশে পুতিন বলেন, ‘আপনি শপথ নেওয়ার পর থেকে নিয়মিত যোগাযোগ হচ্ছে। তবে ফোনালাপ বা ভিডিও কনফারেন্স সরাসরি বৈঠকের বিকল্প হতে পারে না।’

সফরের দ্বিতীয় দিনে স্থানীয় সময় বৃহস্পতিবার রাশিয়ার পার্লামেন্ট ডুমায় ইরানের প্রেসিডেন্টের ভাষণ দেওয়ার কথা রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত