কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং মেহবুবা মুফতি সহ রাজনৈতিক নেতাদের আবারও গৃহবন্দী করা হয়েছে। বিধানসভা আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে নেতাদের শান্তিপূর্ণ আন্দোলন রোধ করতে ২০২২ সালের প্রথম দিনে (শনিবার) তাঁদের গৃহবন্দী করা হয়।
ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়—পিপলস অ্যালায়েন্স ফর গুপকার ডিক্লারেশন (পিএজিডি) নেতারা বলেছেন, পুলিশ তাঁদের গৃহবন্দী করে রেখেছে। ন্যাশনাল কনফারেন্সের সহসভাপতি ওমর আবদুল্লাহ বলেছেন, কর্তৃপক্ষ পরিকল্পিত অবস্থানকে নস্যাৎ করতে বাড়ির গেটের বাইরে ট্রাক রেখে দিয়েছে।
এক টুইট পোস্টে ওমর আবদুল্লাহ লিখেছেন—‘শুভ সকাল এবং ২০২২ কে স্বাগত জানাই। লোকজনকে বেআইনিভাবে বাড়িতে তালাবদ্ধ করে রাখা একই জে&কে পুলিশ এবং স্বাভাবিক গণতান্ত্রিক ক্রিয়াকলাপে এত ভীত প্রশাসনের সঙ্গে একটি নতুন বছর।’
তিনি আরও লিখেন, ‘কিছু জিনিস কখনই পরিবর্তন হয় না। শান্তিপূর্ণ বিক্ষোভকে পণ্ড করতে গেটের বাইরে ট্রাক পার্ক করা হয়েছে।’
জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা পুনরুদ্ধার করার জন্য কাজ করছেন মুখ্যমন্ত্রী ওমরের বাবা এবং এমপি ফারুক আবদুল্লাহ। তিনি মূলধারার দলগুলির একটি গ্রুপ পিএজিডি-এর প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন।
অন্য এক টুইটে ওমর আবদুল্লাহ বলেন, ‘একটি আইনহীন পুলিশি রাষ্ট্রের কথা বলছি। পুলিশ আমার বাবার বাড়ির সঙ্গে আমার বোনের বাড়ির সংযোগকারী অভ্যন্তরীণ গেটে পর্যন্ত তালা লাগিয়ে দিয়েছে। তবুও আমাদের নেতারা গাল ভরে বিশ্বকে বলে বেড়াচ্ছে, ভারত বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র, হাহ!!’
পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) সভাপতি মেহবুবা মুফতিও এ প্রসঙ্গে টুইট করেছেন। তিনি লিখেছেন, ‘সরকার প্রায়ই ৩৭০ অনুচ্ছেদ বাতিল ও রাজ্য দ্বিখণ্ডিকরণের ঢাক পিটিয়ে চলেছে। অথচ এই সিদ্ধান্তের বিরোধিতার করলে তাঁরা অসহিষ্ণু আচরণ করছে। বহুবার আমাদের গৃহবন্দী করা হয়েছে। শান্তিপূর্ণ বিক্ষোভ করতেও দেওয়া হচ্ছে না।’ দমন–পীড়ন অগ্রাহ্য করে বিভিন্ন রাজনৈতিক দলের যেসব কর্মী-সমর্থকেরা শনিবার শ্রীনগরের বিভিন্ন স্থানে কেন্দ্র পুনর্বিন্যাস প্রস্তাবের বিরোধিতা করে বিক্ষোভ করেছেন তাঁদের অভিনন্দন জানান মেহবুবা।
পিএজিডি-এর মুখপাত্র এবং ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) নেতা এম ওয়াই তারিগামি বলেছেন, তাঁকে এবং অন্যান্য নেতাদের বাড়ির বাইরে যেতে দেওয়া হচ্ছে না; গৃহবন্দী করা হয়েছে।
প্রসঙ্গত, ডিলিমিটেশন কমিশনের খসড়া প্রস্তাবে জম্মু অঞ্চলের জন্য ছয়টি এবং কাশ্মীর উপত্যকার জন্য একটি আসনের প্রস্তাব করা হয়েছে। উপত্যকার সব রাজনৈতিক দল এই আসন বিন্যাসের প্রস্তাবের বিরোধিতা করেছে। কমিশনের প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে। শনিবার ওই প্রস্তাবের বিরোধিতার জন্য শান্তিপূর্ণ ধরনার কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। তা বানচাল করতেই তিন সাবেক মুখ্যমন্ত্রীকে গৃহবন্দী করা হয়।
কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং মেহবুবা মুফতি সহ রাজনৈতিক নেতাদের আবারও গৃহবন্দী করা হয়েছে। বিধানসভা আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে নেতাদের শান্তিপূর্ণ আন্দোলন রোধ করতে ২০২২ সালের প্রথম দিনে (শনিবার) তাঁদের গৃহবন্দী করা হয়।
ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়—পিপলস অ্যালায়েন্স ফর গুপকার ডিক্লারেশন (পিএজিডি) নেতারা বলেছেন, পুলিশ তাঁদের গৃহবন্দী করে রেখেছে। ন্যাশনাল কনফারেন্সের সহসভাপতি ওমর আবদুল্লাহ বলেছেন, কর্তৃপক্ষ পরিকল্পিত অবস্থানকে নস্যাৎ করতে বাড়ির গেটের বাইরে ট্রাক রেখে দিয়েছে।
এক টুইট পোস্টে ওমর আবদুল্লাহ লিখেছেন—‘শুভ সকাল এবং ২০২২ কে স্বাগত জানাই। লোকজনকে বেআইনিভাবে বাড়িতে তালাবদ্ধ করে রাখা একই জে&কে পুলিশ এবং স্বাভাবিক গণতান্ত্রিক ক্রিয়াকলাপে এত ভীত প্রশাসনের সঙ্গে একটি নতুন বছর।’
তিনি আরও লিখেন, ‘কিছু জিনিস কখনই পরিবর্তন হয় না। শান্তিপূর্ণ বিক্ষোভকে পণ্ড করতে গেটের বাইরে ট্রাক পার্ক করা হয়েছে।’
জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা পুনরুদ্ধার করার জন্য কাজ করছেন মুখ্যমন্ত্রী ওমরের বাবা এবং এমপি ফারুক আবদুল্লাহ। তিনি মূলধারার দলগুলির একটি গ্রুপ পিএজিডি-এর প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন।
অন্য এক টুইটে ওমর আবদুল্লাহ বলেন, ‘একটি আইনহীন পুলিশি রাষ্ট্রের কথা বলছি। পুলিশ আমার বাবার বাড়ির সঙ্গে আমার বোনের বাড়ির সংযোগকারী অভ্যন্তরীণ গেটে পর্যন্ত তালা লাগিয়ে দিয়েছে। তবুও আমাদের নেতারা গাল ভরে বিশ্বকে বলে বেড়াচ্ছে, ভারত বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র, হাহ!!’
পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) সভাপতি মেহবুবা মুফতিও এ প্রসঙ্গে টুইট করেছেন। তিনি লিখেছেন, ‘সরকার প্রায়ই ৩৭০ অনুচ্ছেদ বাতিল ও রাজ্য দ্বিখণ্ডিকরণের ঢাক পিটিয়ে চলেছে। অথচ এই সিদ্ধান্তের বিরোধিতার করলে তাঁরা অসহিষ্ণু আচরণ করছে। বহুবার আমাদের গৃহবন্দী করা হয়েছে। শান্তিপূর্ণ বিক্ষোভ করতেও দেওয়া হচ্ছে না।’ দমন–পীড়ন অগ্রাহ্য করে বিভিন্ন রাজনৈতিক দলের যেসব কর্মী-সমর্থকেরা শনিবার শ্রীনগরের বিভিন্ন স্থানে কেন্দ্র পুনর্বিন্যাস প্রস্তাবের বিরোধিতা করে বিক্ষোভ করেছেন তাঁদের অভিনন্দন জানান মেহবুবা।
পিএজিডি-এর মুখপাত্র এবং ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) নেতা এম ওয়াই তারিগামি বলেছেন, তাঁকে এবং অন্যান্য নেতাদের বাড়ির বাইরে যেতে দেওয়া হচ্ছে না; গৃহবন্দী করা হয়েছে।
প্রসঙ্গত, ডিলিমিটেশন কমিশনের খসড়া প্রস্তাবে জম্মু অঞ্চলের জন্য ছয়টি এবং কাশ্মীর উপত্যকার জন্য একটি আসনের প্রস্তাব করা হয়েছে। উপত্যকার সব রাজনৈতিক দল এই আসন বিন্যাসের প্রস্তাবের বিরোধিতা করেছে। কমিশনের প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে। শনিবার ওই প্রস্তাবের বিরোধিতার জন্য শান্তিপূর্ণ ধরনার কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। তা বানচাল করতেই তিন সাবেক মুখ্যমন্ত্রীকে গৃহবন্দী করা হয়।
অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি কেঁদে কেঁদে বলছেন, ‘ও ইসলামে!’এটি ঐতিহাসিকভাবে মুসলিমরা বিপদে পড়লে তাঁদের দুর্দশা প্রকাশের জন্য ব্যবহৃত একটি শব্দবন্ধ। আবেগঘন এই দৃশ্যে ওই হজযাত্রী চিৎকার করে বলেন, ‘গাজার শিশুরা মারা যাচ্ছে। হে মুসলমানরা!’
৫ ঘণ্টা আগে২০১৮ সালে ভালোবাসার টানে ইরানে গিয়েছিলেন মার্কিন নৌবাহিনীর সাবেক সদস্য মাইকেল হোয়াইট। ইন্টারনেটে পরিচিত ইরানি নারী সামানেহ আব্বাসির সঙ্গে দেখা করতে গিয়ে তিনি গ্রেপ্তার হন এবং ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত হন।
৫ ঘণ্টা আগেব্রিটিশ সুপ্রিম কোর্টের সাম্প্রতিক এক রায়ের প্রতিবাদে লন্ডনে আয়োজিত ‘ট্রান্স-প্লাস প্রাইড’ মিছিলে ট্রান্স অধিকারকর্মীরা নিজেদের অস্ত্রসজ্জিত করার আহ্বান জানিয়েছেন। রায়টি জৈবিক লিঙ্গকে এমনভাবে সংজ্ঞায়িত করেছে, যা নারীর সংজ্ঞা থেকে ট্রান্স নারীদের বাদ দেওয়ার পথ তৈরি করে।
৫ ঘণ্টা আগেঘোড়ার দেশ মঙ্গোলিয়া। ত্রয়োদশ শতকে চেঙ্গিস খানের নেতৃত্বে এই দেশেরই অশ্বারোহী বাহিনী এশিয়া ও ইউরোপের বিশাল অংশ জয় করেছিল। এই দেশেই একসময় ঘুরে বেড়াত পৃথিবীর সবচেয়ে বুনো ঘোড়ার জাত টাখি। কিন্তু বিশেষ প্রজাতির এই ঘোড়ার সংখ্যা কমতে কমতে একসময় বিলুপ্ত হয়ে যাচ্ছিল!
৭ ঘণ্টা আগে