অনলাইন ডেস্ক
মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে জ্বালানি তেলের দাম বৃদ্ধির জেরে শুরু হওয়া সংঘাতের পর দেশটির সরকার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয় সরকার। ৫ দিন পর আজ সোমবার আলমাতি শহরে ফের ইন্টারনেট সংযোগ চালু হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
সহিংস বিক্ষোভের পর গত বুধবার সরকার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়। এতে শহরের ইন্টারনেট সংযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সোমবার পুনরায় বিদ্যুৎ সংযোগ চালুর পর থেকে ইন্টারনেট সংযোগ চালু হয়েছে। বর্তমানে স্থানীয় এবং বিদেশি ওয়েবসাইটগুলোতে সবাই ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে ঢুকতে পারছে।
গত ২ জানুয়ারি থেকে জ্বালানি তেলের দাম বাড়ানোর জেরে দেশটির পশ্চিমাঞ্চলে সহিংস বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভের খবর বিদেশি সংবাদমাধ্যমগুলো প্রচার করতে থাকে। কিন্তু কাজাখস্তানের সরকার এটিকে সন্ত্রাসী হামলা বলে প্রতিষ্ঠিত করতে চেষ্টা করতে থাকে।
গত শনিবার দেশটির তথ্য মন্ত্রণালয়ের অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলে প্রচার করা হয় সহিংস সংঘাতে ১৬৪ জনের বেশি মানুষ মারা গেছেন। কিন্তু গতকাল রোববার দেশটির তথ্য মন্ত্রণালয় সেই বিবৃতি প্রত্যাহার করে নেয়। তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই সংবাদটি প্রযুক্তিগত ভুলের কারণে প্রচার হয়েছিল।
সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বিদেশি মিডিয়াগুলো কাজাখস্তান সরকার শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের টার্গেট করছে, এমন মিথ্যা প্রতিবেদন করছে। কিন্তু নিরাপত্তা বাহিনী শুধুমাত্র যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তাদের বিরুদ্ধে লড়াই করছে।
বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, সোমবার আলমাতিতে জীবন ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। সহিংসতা শুরু হওয়ার পর প্রথমবারের মতো শহরের রাস্তায় গণপরিবহন চলতে দেখা গেছে।
উল্লেখ্য, আলমাতি এক সময় কাজাখস্তানের রাজধানী ছিল। অর্থনৈতিক দিক দিয়েও এই শহরটি খুব গুরুত্বপূর্ণ।
মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে জ্বালানি তেলের দাম বৃদ্ধির জেরে শুরু হওয়া সংঘাতের পর দেশটির সরকার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয় সরকার। ৫ দিন পর আজ সোমবার আলমাতি শহরে ফের ইন্টারনেট সংযোগ চালু হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
সহিংস বিক্ষোভের পর গত বুধবার সরকার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়। এতে শহরের ইন্টারনেট সংযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সোমবার পুনরায় বিদ্যুৎ সংযোগ চালুর পর থেকে ইন্টারনেট সংযোগ চালু হয়েছে। বর্তমানে স্থানীয় এবং বিদেশি ওয়েবসাইটগুলোতে সবাই ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে ঢুকতে পারছে।
গত ২ জানুয়ারি থেকে জ্বালানি তেলের দাম বাড়ানোর জেরে দেশটির পশ্চিমাঞ্চলে সহিংস বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভের খবর বিদেশি সংবাদমাধ্যমগুলো প্রচার করতে থাকে। কিন্তু কাজাখস্তানের সরকার এটিকে সন্ত্রাসী হামলা বলে প্রতিষ্ঠিত করতে চেষ্টা করতে থাকে।
গত শনিবার দেশটির তথ্য মন্ত্রণালয়ের অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলে প্রচার করা হয় সহিংস সংঘাতে ১৬৪ জনের বেশি মানুষ মারা গেছেন। কিন্তু গতকাল রোববার দেশটির তথ্য মন্ত্রণালয় সেই বিবৃতি প্রত্যাহার করে নেয়। তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই সংবাদটি প্রযুক্তিগত ভুলের কারণে প্রচার হয়েছিল।
সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বিদেশি মিডিয়াগুলো কাজাখস্তান সরকার শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের টার্গেট করছে, এমন মিথ্যা প্রতিবেদন করছে। কিন্তু নিরাপত্তা বাহিনী শুধুমাত্র যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তাদের বিরুদ্ধে লড়াই করছে।
বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, সোমবার আলমাতিতে জীবন ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। সহিংসতা শুরু হওয়ার পর প্রথমবারের মতো শহরের রাস্তায় গণপরিবহন চলতে দেখা গেছে।
উল্লেখ্য, আলমাতি এক সময় কাজাখস্তানের রাজধানী ছিল। অর্থনৈতিক দিক দিয়েও এই শহরটি খুব গুরুত্বপূর্ণ।
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর ইযেহ-তে গত শনিবার নিরাপত্তা বাহিনীর অভিযানের মুখে আত্মহত্যা করেছেন এক প্রতিবাদকারী। ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, অভিযানের মুহূর্তে ইনস্টাগ্রাম লাইভে সঙ্গে থাকা একটি আগ্নেয়াস্ত্র দিয়ে নিজের শরীরে গুলি করেন তিনি।
২৩ মিনিট আগেসম্প্রতি, স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) একটি প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে বিশ্বব্যাপী অস্ত্র রপ্তানির ৪৩ শতাংশ ছিল যুক্তরাষ্ট্রের; যা বিশ্বের দ্বিতীয় বৃহৎ অস্ত্র রপ্তানিকারক দেশ ফ্রান্সের তুলনায় চার গুণ বেশি। আগের পাঁচ বছরে (২০১৫-১৯) এই হার ছিল ৩
১ ঘণ্টা আগেপ্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের প্রতিক্রিয়ায় কানাডার অন্টারিও রাজ্যের প্রধানমন্ত্রী ডগ ফোর্ড ঘোষণা করেছেন—আজ সোমবার থেকেই যুক্তরাষ্ট্রে রপ্তানি করা বিদ্যুতের ওপর ২৫ শতাংশ শুল্ক বৃদ্ধি কার্যকর হবে।
২ ঘণ্টা আগেপ্রিন্স রবার্ট গত ৭ মার্চ এক বিবৃতিতে ছেলের মৃত্যুর খবরটি জানান। বিবৃতিটি ‘পোলগ ফাউন্ডেশন’-এর ওয়েবসাইটে প্রকাশিত হয়। সদ্য প্রয়াত রাজপুত্র ফ্রেডেরিকই ২০২২ সালে এই ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। মৃত্যুর আগে তিনি ওই প্রতিষ্ঠানে একজন সৃজনশীল পরিচালক হিসেবে কাজ করছিলেন।
২ ঘণ্টা আগে