প্রতিনিধি, কলকাতা
ভারতে বিজেপিবিরোধী জোট গঠনে আবার জোরেশোরে উদ্যোগ নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলগুলোকে জোটবদ্ধ করার প্রক্রিয়াকে আরও সুসংহত করতে দিল্লি যাচ্ছেন তিনি। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপিকে হারানোর পর এটিই তাঁর প্রথম দিল্লি সফর। কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী থেকে শুরু করে বিজেপিবিরোধী দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
তবে বিরোধীদের এই সক্রিয়তাকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। আজ বৃহস্পতিবার নিজের লোকসভা কেন্দ্র উত্তর প্রদেশের বারানসি থেকে পাল্টা প্রচার শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মাস ছয়েকের মধ্যেই দেশের সবচেয়ে বড় রাজ্য উত্তর প্রদেশসহ পাঁচ রাজ্যে বিধানসভা ভোট। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ২০২৪ সালের লোকসভা ভোটের ‘সেমিফাইনাল’ হতে চলেছে এই ভোট।
ভোটের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী মোদি আজ বারানসিতে করোনা মোকাবিলায় রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ঢালাও প্রশংসা করেছেন। যদিও করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে ব্যর্থতার জন্য সবচেয়ে বেশি সমালোচিত হয়েছে উত্তর প্রদেশ রাজ্য সরকার।
সম্মিলিতভাবে বিজেপিকে হারানোই এবার মমতার লক্ষ্য। তেমন ঘোষণাই তিনি দিয়ে রেখেছেন। সে লক্ষ্যেই ২৫ জুলাই টানা পাঁচ দিনের দিল্লি সফরে যাচ্ছেন তিনি। তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, এনসিপি নেতা শারদ পাওয়ার, আপ নেতা অরবিন্দ কেজরিওয়ালসহ অনেকের সঙ্গে দেখা করবেন মমতা।
মমতার দিল্লিতে অবস্থানকালে বেশ কয়েকজন সাবেক বিজেপি নেতা তৃণমূলে যোগ দিতে পারেন বলেও জানা যাচ্ছে।
এদিকে ভারতের ভোট কৌশলী প্রশান্ত কিশোরও মমতার দিল্লি সফরের আগে নিয়মিত বিরোধী শিবিরের শীর্ষ নেতাদের সঙ্গে ‘সৌজন্য’ বৈঠক করে যাচ্ছেন।
করোনার গণটিকাদানে বৈষম্য, জ্বালানির মূল্যবৃদ্ধি থেকে শুরু করে সম্প্রতি বন্দিদশায় মানবাধিকার কর্মী, ৮৪ বছরের স্টান স্বামীর মৃত্যু বিরোধীদের জোটবদ্ধ হতে সাহায্য করেছে। এদিনই ভারতীয় সুপ্রিম কোর্ট ব্রিটিশ আমলের রাষ্ট্রদ্রোহ আইন এখনো বহাল রাখার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে।
ভারতে বিজেপিবিরোধী জোট গঠনে আবার জোরেশোরে উদ্যোগ নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলগুলোকে জোটবদ্ধ করার প্রক্রিয়াকে আরও সুসংহত করতে দিল্লি যাচ্ছেন তিনি। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপিকে হারানোর পর এটিই তাঁর প্রথম দিল্লি সফর। কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী থেকে শুরু করে বিজেপিবিরোধী দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
তবে বিরোধীদের এই সক্রিয়তাকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। আজ বৃহস্পতিবার নিজের লোকসভা কেন্দ্র উত্তর প্রদেশের বারানসি থেকে পাল্টা প্রচার শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মাস ছয়েকের মধ্যেই দেশের সবচেয়ে বড় রাজ্য উত্তর প্রদেশসহ পাঁচ রাজ্যে বিধানসভা ভোট। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ২০২৪ সালের লোকসভা ভোটের ‘সেমিফাইনাল’ হতে চলেছে এই ভোট।
ভোটের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী মোদি আজ বারানসিতে করোনা মোকাবিলায় রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ঢালাও প্রশংসা করেছেন। যদিও করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে ব্যর্থতার জন্য সবচেয়ে বেশি সমালোচিত হয়েছে উত্তর প্রদেশ রাজ্য সরকার।
সম্মিলিতভাবে বিজেপিকে হারানোই এবার মমতার লক্ষ্য। তেমন ঘোষণাই তিনি দিয়ে রেখেছেন। সে লক্ষ্যেই ২৫ জুলাই টানা পাঁচ দিনের দিল্লি সফরে যাচ্ছেন তিনি। তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, এনসিপি নেতা শারদ পাওয়ার, আপ নেতা অরবিন্দ কেজরিওয়ালসহ অনেকের সঙ্গে দেখা করবেন মমতা।
মমতার দিল্লিতে অবস্থানকালে বেশ কয়েকজন সাবেক বিজেপি নেতা তৃণমূলে যোগ দিতে পারেন বলেও জানা যাচ্ছে।
এদিকে ভারতের ভোট কৌশলী প্রশান্ত কিশোরও মমতার দিল্লি সফরের আগে নিয়মিত বিরোধী শিবিরের শীর্ষ নেতাদের সঙ্গে ‘সৌজন্য’ বৈঠক করে যাচ্ছেন।
করোনার গণটিকাদানে বৈষম্য, জ্বালানির মূল্যবৃদ্ধি থেকে শুরু করে সম্প্রতি বন্দিদশায় মানবাধিকার কর্মী, ৮৪ বছরের স্টান স্বামীর মৃত্যু বিরোধীদের জোটবদ্ধ হতে সাহায্য করেছে। এদিনই ভারতীয় সুপ্রিম কোর্ট ব্রিটিশ আমলের রাষ্ট্রদ্রোহ আইন এখনো বহাল রাখার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে।
অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি কেঁদে কেঁদে বলছেন, ‘ও ইসলামে!’এটি ঐতিহাসিকভাবে মুসলিমেরা বিপদে পড়লে তাঁদের দুর্দশা প্রকাশের জন্য ব্যবহৃত একটি শব্দবন্ধ। আবেগঘন এই দৃশ্যে ওই হজযাত্রী চিৎকার করে বলেন, ‘গাজার শিশুরা মারা যাচ্ছে। হে মুসলমানেরা!’
৫ মিনিট আগে২০১৮ সালে ভালোবাসার টানে ইরানে গিয়েছিলেন মার্কিন নৌবাহিনীর সাবেক সদস্য মাইকেল হোয়াইট। ইন্টারনেটে পরিচিত ইরানি নারী সামানেহ আব্বাসির সঙ্গে দেখা করতে গিয়ে তিনি গ্রেপ্তার হন এবং ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত হন।
১০ মিনিট আগেব্রিটিশ সুপ্রিম কোর্টের সাম্প্রতিক এক রায়ের প্রতিবাদে লন্ডনে আয়োজিত ‘ট্রান্স-প্লাস প্রাইড’ মিছিলে ট্রান্স অধিকারকর্মীরা নিজেদের অস্ত্রসজ্জিত করার আহ্বান জানিয়েছেন। রায়টি জৈবিক লিঙ্গকে এমনভাবে সংজ্ঞায়িত করেছে, যা নারীর সংজ্ঞা থেকে ট্রান্স নারীদের বাদ দেওয়ার পথ তৈরি করে।
৩২ মিনিট আগেঘোড়ার দেশ মঙ্গোলিয়া। ত্রয়োদশ শতকে চেঙ্গিস খানের নেতৃত্বে এই দেশেরই অশ্বারোহী বাহিনী এশিয়া ও ইউরোপের বিশাল অংশ জয় করেছিল। এই দেশেই একসময় ঘুরে বেড়াত পৃথিবীর সবচেয়ে বুনো ঘোড়ার জাত টাখি। কিন্তু বিশেষ প্রজাতির এই ঘোড়ার সংখ্যা কমতে কমতে একসময় বিলুপ্ত হয়ে যাচ্ছিল!
২ ঘণ্টা আগে