Ajker Patrika

আফগানিস্তানে রাস্তার পাশে বোমা বিস্ফোরণ, নিহত ৭

আফগানিস্তানে রাস্তার পাশে বোমা বিস্ফোরণ, নিহত ৭

আফগানিস্তানের উত্তরাঞ্চলে রাস্তার পাশে বোমা বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা। 

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির উত্তরাঞ্চলে মাজার-ই-শরিফ শহরে একটি রাস্তার পাশে আজ সকাল ৭টায় এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। নিহতরা একটি পেট্রোলিয়াম কোম্পানির কর্মচারী বলে জানা গেছে। 

মাজার-ই-শরিফের বলখ পুলিশ বিভাগের আসিফ ওয়াজিরি বলেছেন, বোমাটি রাস্তার পাশে রাখা ছিল। কর্মচারীদের বহনকারী পেট্রোলিয়াম কোম্পানির গাড়িটি ওই বোমার রাখার জায়গায় আসার সঙ্গে সঙ্গে বোমাটি বিস্ফোরিত হয়। আল জাজিরা জানিয়েছে, এ হামলার পেছনে কারা জড়িত, তা এখনো জানা যায়নি। 

কয়েক দশকের যুদ্ধর পর গত বছরের আগস্টে মার্কিন সেনাদের হটিয়ে আফগানিস্তানে ফের ক্ষমতায় বসেছে কট্টর ইসলামপন্থী গোষ্ঠী তালেবান। তারা আফগানিস্তানে নিরাপত্তা আনতে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। এর আগে ২০০১ সালে তালেবানদের রাষ্ট্রীয় ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছিল মার্কিন বাহিনী। 

গত মাসে আফগানিস্তানের বলখ প্রদেশের আইবাক শহরের একটি স্কুলে বিস্ফোরণে কমপক্ষে ১৯ জন নিহত এবং ২৪ জন আহত হয়েছিলেন। এ ছাড়া গত মে মাসে মাজার-ই-শরিফে ধারাবাহিক বিস্ফোরণে কমপক্ষে নয়জন নিহত হন। রাজধানী কাবুলের একটি মসজিদে একযোগে হামলায় আরও দুজন নিহত হয়েছিলেন। 

মে মাসে মাজার-ই-শরিফে হামলার দায় স্বীকার করেছিল জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটস (আইএস)। তবে তারা কাবুল বিস্ফোরণের দায় স্বীকার করেনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

স্টার্টআপ থেকে স্মার্ট সিটি: যেভাবে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ টানছে বাংলাদেশ

বরিশাল-১: স্বপন-কুদ্দুসের দ্বন্দ্বে নির্বাচনের আগে দলে অস্থিরতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত