Ajker Patrika

আফগানিস্তানের বাদ্যযন্ত্র পুড়িয়ে দিল তালেবান 

আপডেট : ৩১ জুলাই ২০২৩, ১৫: ৫৭
আফগানিস্তানের বাদ্যযন্ত্র পুড়িয়ে দিল তালেবান 

ক্ষমতা দখলের পর একের পর এক ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েছে তালেবান। সর্বশেষ গতকাল রোববার আফগানিস্তানের পশ্চিমে হেরাত প্রদেশে বেশ কিছু বাদ্যযন্ত্র পুড়িয়ে দিয়েছে তারা। রাষ্ট্র পরিচালিত বাখতার নিউজ এজেন্সি জানিয়েছে, তালেবানের নৈতিক পুলিশ এই কাজ করেছে।

এদিকে এবিসি নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, প্রোমোশন অব ভার্চু অ্যান্ড দ্য প্রিভেনশন অব ভাইস বিভাগ কয়েক হাজার ডলার মূল্যের এসব বাদ্যযন্ত্র প্রথমে জব্দ করা হয়। তারপর সেগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে।

ভাইস বিভাগের প্রাদেশিক প্রধান শেখ আজিজ আল-রহমান আল-মুহাজির বলেছেন, ‘তালেবান কর্তৃপক্ষ সংগীতকে নৈতিক অধঃপতন বলে মনে করে। সংগীত তরুণ প্রজন্মকে ভুলপথে চালিত করে। সমাজের ধ্বংস ডেকে আনে।’

২০২১ সালের আগস্টে ক্ষমতা দখলের পর তালেবান সরকার আফগান সংবাদমাধ্যমে সংগীত-সংক্রান্ত যেকোনো অনুষ্ঠান সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছিল। 

সম্প্রতি বিয়ে বা এ জাতীয় যেকোনো শুভ অনুষ্ঠানের হল মালিকদের নির্দেশ দেওয়া হয় যাতে সেখানে কোনোরকম বাদ্যযন্ত্র না বাজানো হয়। সব রকম সংগীতকে নিষিদ্ধ করে ফতোয়া জারি করা হয়।

তালেবান ক্ষমতায় আসার পর থেকেই আফগানিস্তানের একাধিক শিল্পী ও সংগীতজ্ঞ পশ্চিমা দেশগুলোয় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত