ক্ষমতা দখলের পর একের পর এক ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েছে তালেবান। সর্বশেষ গতকাল রোববার আফগানিস্তানের পশ্চিমে হেরাত প্রদেশে বেশ কিছু বাদ্যযন্ত্র পুড়িয়ে দিয়েছে তারা। রাষ্ট্র পরিচালিত বাখতার নিউজ এজেন্সি জানিয়েছে, তালেবানের নৈতিক পুলিশ এই কাজ করেছে।
এদিকে এবিসি নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, প্রোমোশন অব ভার্চু অ্যান্ড দ্য প্রিভেনশন অব ভাইস বিভাগ কয়েক হাজার ডলার মূল্যের এসব বাদ্যযন্ত্র প্রথমে জব্দ করা হয়। তারপর সেগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে।
ভাইস বিভাগের প্রাদেশিক প্রধান শেখ আজিজ আল-রহমান আল-মুহাজির বলেছেন, ‘তালেবান কর্তৃপক্ষ সংগীতকে নৈতিক অধঃপতন বলে মনে করে। সংগীত তরুণ প্রজন্মকে ভুলপথে চালিত করে। সমাজের ধ্বংস ডেকে আনে।’
২০২১ সালের আগস্টে ক্ষমতা দখলের পর তালেবান সরকার আফগান সংবাদমাধ্যমে সংগীত-সংক্রান্ত যেকোনো অনুষ্ঠান সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছিল।
সম্প্রতি বিয়ে বা এ জাতীয় যেকোনো শুভ অনুষ্ঠানের হল মালিকদের নির্দেশ দেওয়া হয় যাতে সেখানে কোনোরকম বাদ্যযন্ত্র না বাজানো হয়। সব রকম সংগীতকে নিষিদ্ধ করে ফতোয়া জারি করা হয়।
তালেবান ক্ষমতায় আসার পর থেকেই আফগানিস্তানের একাধিক শিল্পী ও সংগীতজ্ঞ পশ্চিমা দেশগুলোয় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন।
ক্ষমতা দখলের পর একের পর এক ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েছে তালেবান। সর্বশেষ গতকাল রোববার আফগানিস্তানের পশ্চিমে হেরাত প্রদেশে বেশ কিছু বাদ্যযন্ত্র পুড়িয়ে দিয়েছে তারা। রাষ্ট্র পরিচালিত বাখতার নিউজ এজেন্সি জানিয়েছে, তালেবানের নৈতিক পুলিশ এই কাজ করেছে।
এদিকে এবিসি নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, প্রোমোশন অব ভার্চু অ্যান্ড দ্য প্রিভেনশন অব ভাইস বিভাগ কয়েক হাজার ডলার মূল্যের এসব বাদ্যযন্ত্র প্রথমে জব্দ করা হয়। তারপর সেগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে।
ভাইস বিভাগের প্রাদেশিক প্রধান শেখ আজিজ আল-রহমান আল-মুহাজির বলেছেন, ‘তালেবান কর্তৃপক্ষ সংগীতকে নৈতিক অধঃপতন বলে মনে করে। সংগীত তরুণ প্রজন্মকে ভুলপথে চালিত করে। সমাজের ধ্বংস ডেকে আনে।’
২০২১ সালের আগস্টে ক্ষমতা দখলের পর তালেবান সরকার আফগান সংবাদমাধ্যমে সংগীত-সংক্রান্ত যেকোনো অনুষ্ঠান সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছিল।
সম্প্রতি বিয়ে বা এ জাতীয় যেকোনো শুভ অনুষ্ঠানের হল মালিকদের নির্দেশ দেওয়া হয় যাতে সেখানে কোনোরকম বাদ্যযন্ত্র না বাজানো হয়। সব রকম সংগীতকে নিষিদ্ধ করে ফতোয়া জারি করা হয়।
তালেবান ক্ষমতায় আসার পর থেকেই আফগানিস্তানের একাধিক শিল্পী ও সংগীতজ্ঞ পশ্চিমা দেশগুলোয় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন যুদ্ধের লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় শক্তি ও সম্পদ তাঁর দেশের আছে। তবে তিনি আশা প্রকাশ করেছেন, এই লক্ষ্য অর্জনের জন্য তাঁর দেশকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে হবে না। স্থানীয় সময় আজ রোববার সকালে তিনি এই অবস্থান ব্যক্ত করেন। বার্তা সংস্থা রয়টার্সের
৭ মিনিট আগেসেনাসদস্যদের বহনকারী একটি গাড়িবহর জাতীয় সড়ক ৪৪ ধরে জম্মু থেকে শ্রীনগরের দিকে যাচ্ছিল। বেলা সাড়ে ১১টা নাগাদ ব্যাটারি চশমার কাছে দুর্ঘটনাটি ঘটে। ভারতীয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ, রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এসডিআরএফ) ও স্থানীয় স্বেচ্ছাসেবকেরা উদ্ধার অভিযান শুরু করেছে।
২২ মিনিট আগেইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রধান বিমানবন্দরের সীমানায় আঘাত হেনেছে। এই হামলায় কোনো প্রাণহানি হয়েছে কি না, এখনো জানা যায়নি। স্থানীয় সময় আজ রোববার এই হামলার ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২৫ মিনিট আগে৩২ বছর বয়সী সীমা হায়দার পাকিস্তানের সিন্ধু প্রদেশের জ্যাকবাবাদের বাসিন্দা। তিনি সন্তানদের নিয়ে করাচির বাড়ি থেকে ২০২৩ সালের মে মাসে নেপাল হয়ে ভারতে আসার জন্য রওনা হন। স্থানীয়রা পুলিশকে জানালে সে বছরের জুলাই মাসে সংবাদের শিরোনামে উঠে আসেন সীমা।
৪১ মিনিট আগে