Ajker Patrika

কাবুলে তালেবান নেতাদের সঙ্গে চীন-রাশিয়া-পাকিস্তানের প্রতিনিধিদের বৈঠক 

কাবুলে তালেবান নেতাদের সঙ্গে চীন-রাশিয়া-পাকিস্তানের প্রতিনিধিদের বৈঠক 

আফগানিস্তানের রাজধানী কাবুলে তালেবান নেতাদের সঙ্গে চীন-রাশিয়া-পাকিস্তানের বিশেষ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয়েছে। এছাড়া আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই এবং দেশটির প্রধান শান্তি আলোচক আব্দুল্লাহ আব্দুল্লাহর সঙ্গেও বৈঠক করেছে ওই তিনদেশের বিশেষ প্রতিনিধি দল। চীনের একজন কর্মকর্তা আজ বুধবার এমনটি জানিয়েছেন। 

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ঝাও লিজিয়ান জানান, আফগানিস্তানে অংশগ্রহণমূলক সরকার, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং মানবিক পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে কাবুলে আলোচনা হয়েছে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের ক্ষমতায় তালেবান আসার পর দেশটির সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই এবং দেশটির প্রধান শান্তি আলোচক আব্দুল্লাহ আব্দুল্লাহর সঙ্গে এই প্রথম বিদেশি কূটনীতিকদের বৈঠক হলো। 

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে সম্প্রতি চিঠি দিয়েছে তালেবান। আফগানিস্তানের ক্ষমতাসীন গোষ্ঠীটি সেই চিঠিতে জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিয়ে বিশ্ব নেতাদের সামনে বক্তব্য দিতে চাওয়ার ইচ্ছা ব্যক্ত করেছে। এই চিঠির বিষয়েও চীন-রাশিয়া-পাকিস্তানের বিশেষ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তালেবানের কথা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত