পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ইসরায়েল-সংশ্লিষ্ট একটি মালবাহী জাহাজ জব্দ করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই আইআরজিসি এই জাহাজ জব্দ করল। এতে এই অঞ্চলে উত্তেজনা আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জাহাজটিকে ইরানি জলসীমার দিকে নিয়ে যাচ্ছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, ‘জাহাজটিকে আমাদের (ইরানি) জলসীমার দিকে নিয়ে যাওয়া হচ্ছে।’
পর্তুগালের পতাকাবাহী জাহাজটির নাম এমএসসি এরিস। জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের একটি বন্দর থেকে ছেড়ে ভারতের উদ্দেশে যাত্রা করেছিল। জাহাজটির মালিকানা লেবাননভিত্তিক জোডিয়াক ম্যারিটাইমের। এই প্রতিষ্ঠানের মালিকানা আবার ইসরায়েলি ধনকুবের ইয়াল ওফার এবং তাঁর পরিবারের।
বার্তা সংস্থা এপির ভিডিওতে দেখা গেছে, বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা একটি হেলিকপ্টার থেকে জাহাজের ডেকে নামছেন। হেলিকপ্টারটি রাশিয়ার তৈরি মিল এমআই-১৭ সিরিজের। এটি ইরানি সশস্ত্র বাহিনী দীর্ঘদিন ধরে ব্যবহার করছে।
জোডিয়াক ম্যারিটাইম এক বিবৃতিতে জানিয়েছে, জাহাজটিতে ২৫ জন ক্রু আছেন। বিবৃতিতে কোম্পানিটি বলেছে, তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করে প্রত্যাবর্তনের বিষয়টি নিয়ে কাজ করে যাচ্ছে।
ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎস এক্স প্ল্যাটফর্মে শেয়ার করা এক টুইটে ইরানের এই পদক্ষেপের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ‘ইরানের এ ধরনের দস্যুতামূলক অভিযান আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।’
তিনি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও মুক্ত বিশ্বের প্রতি আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা এবং এখনই ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন।
পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ইসরায়েল-সংশ্লিষ্ট একটি মালবাহী জাহাজ জব্দ করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই আইআরজিসি এই জাহাজ জব্দ করল। এতে এই অঞ্চলে উত্তেজনা আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জাহাজটিকে ইরানি জলসীমার দিকে নিয়ে যাচ্ছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, ‘জাহাজটিকে আমাদের (ইরানি) জলসীমার দিকে নিয়ে যাওয়া হচ্ছে।’
পর্তুগালের পতাকাবাহী জাহাজটির নাম এমএসসি এরিস। জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের একটি বন্দর থেকে ছেড়ে ভারতের উদ্দেশে যাত্রা করেছিল। জাহাজটির মালিকানা লেবাননভিত্তিক জোডিয়াক ম্যারিটাইমের। এই প্রতিষ্ঠানের মালিকানা আবার ইসরায়েলি ধনকুবের ইয়াল ওফার এবং তাঁর পরিবারের।
বার্তা সংস্থা এপির ভিডিওতে দেখা গেছে, বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা একটি হেলিকপ্টার থেকে জাহাজের ডেকে নামছেন। হেলিকপ্টারটি রাশিয়ার তৈরি মিল এমআই-১৭ সিরিজের। এটি ইরানি সশস্ত্র বাহিনী দীর্ঘদিন ধরে ব্যবহার করছে।
জোডিয়াক ম্যারিটাইম এক বিবৃতিতে জানিয়েছে, জাহাজটিতে ২৫ জন ক্রু আছেন। বিবৃতিতে কোম্পানিটি বলেছে, তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করে প্রত্যাবর্তনের বিষয়টি নিয়ে কাজ করে যাচ্ছে।
ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎস এক্স প্ল্যাটফর্মে শেয়ার করা এক টুইটে ইরানের এই পদক্ষেপের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ‘ইরানের এ ধরনের দস্যুতামূলক অভিযান আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।’
তিনি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও মুক্ত বিশ্বের প্রতি আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা এবং এখনই ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন।
২০২৪ সালে যুক্তরাষ্ট্রে ১ হাজারের বেশি শিশুর নাম রাখা হয়েছে ‘কিং’, যার বাংলা অর্থ দাঁড়ায়—রাজা। তবে নিউজিল্যান্ডে এই নামটি রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। দেশটির নিবন্ধন জেনারেলের তথ্য অনুযায়ী, গত বছর ‘কিং’ নামটি আবারও সর্বোচ্চ সংখ্যকবার বাতিল করা হয়েছে।
৩ মিনিট আগেঅ্যাপল ভারতে আইফোন ও অন্যান্য পণ্য উৎপাদন করুক তা চান না মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি কাতারের রাজধানী দোহায় এক সম্মেলনে তিনি টেক জায়ান্ট অ্যাপলের প্রধান নির্বাহী (সিইও) টিম কুককে এই কথা বলেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগেপাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, ‘অপারেশন বুনিয়ানুম মারসৌস’-এর সাফল্য এক ঐতিহাসিক মুহূর্ত। তাঁর ভাষ্য, পাকিস্তান সশস্ত্র বাহিনী ‘এবার ভারতের আগ্রাসনের কড়া জবাব দিয়ে ১৯৭১ সালের যুদ্ধের বদলা নিয়েছে।’ গতকাল বুধবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শিয়ালকোটে এক সেনানিবাসে তিনি এই কথা বলেন।
২ ঘণ্টা আগেইরানের সঙ্গে পরমাণু চুক্তির খুব কাছাকাছি চলে এসেছে যুক্তরাষ্ট্র। এমনটাই জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে একটি পরমাণু চুক্তির খুব কাছাকাছি চলে এসেছে এবং তেহরান শর্তাবলিতে ‘এক প্রকার’ রাজি হয়েছে।
৪ ঘণ্টা আগে