অনলাইন ডেস্ক
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ অবশেষে ঘরে ফিরেছেন। অবশ্য সেখানে তাঁকে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেওয়া এক পোস্টের মাধ্যমে মাহাথির মোহাম্মদের মুখপাত্র এই নেতার সুস্থতার জন্য শুভকামনা ও প্রার্থনার জন্য জনগণকে ধন্যবাদ জানান। একই সঙ্গে জানান, তাঁকে দেখতে যাওয়ার অনুমতি এখনো দেওয়া হয়নি।
মালয়েশিয়ার সংবাদমাধ্যম মালয় মেইলের প্রতিবেদনে বলা হয়, গত ১৭ ডিসেম্বর মালয়েশিয়ার ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি হন মাহাথির মোহাম্মদ। পরে ক্রমে তাঁর অবস্থার উন্নতি হলে নির্দিষ্ট কিছু নির্দেশনা দিয়ে গত ২ ফেব্রুয়ারি তাঁকে নিজের বাসায় থাকার অনুমতি দেন চিকিৎসকেরা। এর পর ফিজিওথেরাপিসহ অন্য চিকিৎসার জন্য তাঁকে আবার হার্ট ইনস্টিটিউটে নেওয়া হয়।
জানুয়ারির শুরুতে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে সাবেক এই প্রধানমন্ত্রীর অস্ত্রোপচারসহ প্রয়োজনীয় চিকিৎসা হয়। চিকিৎসার পর চিকিৎসকেরা ৯৬ বছর বয়সী এই নেতার সুস্বাস্থ্যের বিষয়ে নিশ্চিত করেন।
মালয়েশিয়ায় দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ এর আগেও হার্ট অ্যাটাক করেছেন। করা হয়েছে বাইপাস সার্জারিও।
মাহাথির মোহাম্মদ ২০০৩ সাল পর্যন্ত টানা ২২ বছর প্রধানমন্ত্রী ছিলেন। আধুনিক মালয়েশিয়ার স্থপতি বলা হয় তাঁকে। সবশেষ ২০১৮ সালে ৯২ বছর বয়সে তিনি প্রধানমন্ত্রী হন। তবে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দুই বছরেরও কম সময়ের মধ্যে তাঁর সরকারের পতন হয়। মালয়েশিয়ার রাজনীতিতে এখনো গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি।
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ অবশেষে ঘরে ফিরেছেন। অবশ্য সেখানে তাঁকে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেওয়া এক পোস্টের মাধ্যমে মাহাথির মোহাম্মদের মুখপাত্র এই নেতার সুস্থতার জন্য শুভকামনা ও প্রার্থনার জন্য জনগণকে ধন্যবাদ জানান। একই সঙ্গে জানান, তাঁকে দেখতে যাওয়ার অনুমতি এখনো দেওয়া হয়নি।
মালয়েশিয়ার সংবাদমাধ্যম মালয় মেইলের প্রতিবেদনে বলা হয়, গত ১৭ ডিসেম্বর মালয়েশিয়ার ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি হন মাহাথির মোহাম্মদ। পরে ক্রমে তাঁর অবস্থার উন্নতি হলে নির্দিষ্ট কিছু নির্দেশনা দিয়ে গত ২ ফেব্রুয়ারি তাঁকে নিজের বাসায় থাকার অনুমতি দেন চিকিৎসকেরা। এর পর ফিজিওথেরাপিসহ অন্য চিকিৎসার জন্য তাঁকে আবার হার্ট ইনস্টিটিউটে নেওয়া হয়।
জানুয়ারির শুরুতে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে সাবেক এই প্রধানমন্ত্রীর অস্ত্রোপচারসহ প্রয়োজনীয় চিকিৎসা হয়। চিকিৎসার পর চিকিৎসকেরা ৯৬ বছর বয়সী এই নেতার সুস্বাস্থ্যের বিষয়ে নিশ্চিত করেন।
মালয়েশিয়ায় দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ এর আগেও হার্ট অ্যাটাক করেছেন। করা হয়েছে বাইপাস সার্জারিও।
মাহাথির মোহাম্মদ ২০০৩ সাল পর্যন্ত টানা ২২ বছর প্রধানমন্ত্রী ছিলেন। আধুনিক মালয়েশিয়ার স্থপতি বলা হয় তাঁকে। সবশেষ ২০১৮ সালে ৯২ বছর বয়সে তিনি প্রধানমন্ত্রী হন। তবে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দুই বছরেরও কম সময়ের মধ্যে তাঁর সরকারের পতন হয়। মালয়েশিয়ার রাজনীতিতে এখনো গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি।
ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের অবস্থান নিয়ে উত্তেজনা বাড়ছে। সর্বশেষ আজ বৃহস্পতিবার বেলজিয়ামের ব্রাসেলসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির সঙ্গে এক হয়েছেন ইউরোপের নেতারা। জেলেনস্কিকে তাঁরা বলেছেন—ইউরোপ রাশিয়ার চেয়ে শক্তিশালী। ইউক্রেনকে রক্ষা করতে তাঁরা প্রস্তুত।
১ ঘণ্টা আগেএপ্রিলের শুরুতেই এই পদক্ষেপ কার্যকর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিদায়ের আগে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন অভিবাসীদের সুরক্ষায় এই অস্থায়ী আইনি মর্যাদা অনুমোদন করেন। গত সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য বিরোধ শুরু হওয়ার আগে থেকেই...
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র বিশ্বব্যবস্থা ধ্বংস করছে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ভ্যালেরি জালুঝনি। আজ বৃহস্পতিবার লন্ডনের চ্যাথাম হাউসে এক সম্মেলনে বক্তব্য রাখার সময় তিনি বলেন, নতুন ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতির ধরন পশ্চিমা বিশ্বের ঐক্যকে প্রশ্নবিদ্ধ করেছে। আমেরিকা, যুক্তরাষ্ট্র,
৩ ঘণ্টা আগেইউক্রেনের নিরাপত্তায় যুক্তরাজ্য নেতৃত্ব দেবে বলে বক্তব্য দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। আজ বৃহস্পতিবার রাতে বিবিসি জানিয়েছে, লিভারপুলের একটি প্রতিরক্ষা কারখানায় শ্রমিক ও গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি ওই বক্তব্য দেন।
৪ ঘণ্টা আগে