Ajker Patrika

ঘরে ফিরেছেন মাহাথির, চিকিৎসা চলছে

অনলাইন ডেস্ক
ঘরে ফিরেছেন মাহাথির, চিকিৎসা চলছে

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ অবশেষে ঘরে ফিরেছেন। অবশ্য সেখানে তাঁকে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হচ্ছে। 

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেওয়া এক পোস্টের মাধ্যমে মাহাথির মোহাম্মদের মুখপাত্র এই নেতার সুস্থতার জন্য শুভকামনা ও প্রার্থনার জন্য জনগণকে ধন্যবাদ জানান। একই সঙ্গে জানান, তাঁকে দেখতে যাওয়ার অনুমতি এখনো দেওয়া হয়নি। 

মালয়েশিয়ার সংবাদমাধ্যম মালয় মেইলের প্রতিবেদনে বলা হয়, গত ১৭ ডিসেম্বর মালয়েশিয়ার ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি হন মাহাথির মোহাম্মদ। পরে ক্রমে তাঁর অবস্থার উন্নতি হলে নির্দিষ্ট কিছু নির্দেশনা দিয়ে গত ২ ফেব্রুয়ারি তাঁকে নিজের বাসায় থাকার অনুমতি দেন চিকিৎসকেরা। এর পর ফিজিওথেরাপিসহ অন্য চিকিৎসার জন্য তাঁকে আবার হার্ট ইনস্টিটিউটে নেওয়া হয়। 

জানুয়ারির শুরুতে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে সাবেক এই প্রধানমন্ত্রীর অস্ত্রোপচারসহ প্রয়োজনীয় চিকিৎসা হয়। চিকিৎসার পর চিকিৎসকেরা ৯৬ বছর বয়সী এই নেতার সুস্বাস্থ্যের বিষয়ে নিশ্চিত করেন। 

মালয়েশিয়ায় দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ এর আগেও হার্ট অ্যাটাক করেছেন। করা হয়েছে বাইপাস সার্জারিও। 

মাহাথির মোহাম্মদ ২০০৩ সাল পর্যন্ত টানা ২২ বছর প্রধানমন্ত্রী ছিলেন। আধুনিক মালয়েশিয়ার স্থপতি বলা হয় তাঁকে। সবশেষ ২০১৮ সালে ৯২ বছর বয়সে তিনি প্রধানমন্ত্রী হন। তবে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দুই বছরেরও কম সময়ের মধ্যে তাঁর সরকারের পতন হয়। মালয়েশিয়ার রাজনীতিতে এখনো গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত