Ajker Patrika

গাজায় আরও ১১০ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল

অনলাইন ডেস্ক
আপডেট : ১৩ জুলাই ২০২৫, ১০: ১৩
ছবি: এএফপি
ছবি: এএফপি

ইসরায়েলি বর্বরতায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত হলো। গতকাল শনিবার উপত্যকাজুড়ে ইসরায়েলি বাহিনীর বোমা হামলা আর গুলিতে নিহত হয়েছে তারা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় গাজায় নিহত হয়েছে অন্তত ১১০ ফিলিস্তিনি, যাদের মধ্যে ৩৪ জনই বিতর্কিত মানবিক সংগঠন গাজা হিউম্যানিটিরিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) ত্রাণসহায়তা নিতে গিয়ে নিহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, রাফাহের আল-শাকুশ এলাকায় জিএইচএফের একমাত্র সক্রিয় কেন্দ্রের সামনে ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের লক্ষ্য করে হঠাৎ গুলি চালায় ইসরায়েলি সেনারা। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় অন্তত ৩৪ জন, যাদের বেশির ভাগই নারী ও শিশু। আহত হয়েছে আরও বহু মানুষ। আল জাজিরার প্রতিবেদক তারেক আবু আজ্জুম জানান, ‘কোনো ধরনে পূর্বসতর্কতা ছাড়াই ক্ষুধার্ত মানুষের ভিড় লক্ষ্য করে সরাসরি গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলার পরপরই এলাকায় হাহাকার ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।’

মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, জিএইচএফের সহায়তাকেন্দ্রগুলো এখন কার্যত ‘মানব হত্যার কেন্দ্রে’ পরিণত হয়েছে। স্থানীয় চিকিৎসা সূত্রে জানা গেছে, মে মাসের শেষ দিকে সংস্থাটি কার্যক্রম শুরু করার পর থেকে এসব সহায়তাকেন্দ্রে নিহত হয়েছে অন্তত ৮০০ ফিলিস্তিনি, আহতের সংখ্যা ছাড়িয়েছে ৫ হাজার।

এদিকে, গতকাল শনিবার গাজার উত্তরাঞ্চলের জাবালিয়ায় দুটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয় ১৫ জন। গাজা সিটির তুফাহ এলাকার জাফা স্ট্রিটে এক পরিবারকে লক্ষ্য করে চালানো হামলায় প্রাণ হারায় চারজন, আহত হয়েছে আরও ১০ জন। শাতি শরণার্থী ক্যাম্পেও সাতজন নিহত হয়। বাইত হানুন উত্তর-পূর্বাঞ্চলে একযোগে ৫০টির বেশি বোমা ফেলেছে ইসরায়েলি বাহিনী। ফলে পুরো এলাকা এখন কার্যত ধ্বংসস্তূপ।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় গাজার বিভিন্ন এলাকায় অন্তত ২৫০ বার হামলা চালিয়েছে তারা।

গাজা উপত্যকায় চলমান অবরোধে খাদ্য ও জরুরি সহায়তা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। গাজা সরকারের তথ্য অনুযায়ী, অপুষ্টির কারণে এ পর্যন্ত ৬৭ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া, পাঁচ বছরের কম বয়সী ৬ লক্ষাধিক শিশু মারাত্মক পুষ্টিহীনতার ঝুঁকিতে রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫ কোটি টাকা চাঁদা দাবি: পদ্মা সেতুর টোল প্লাজা অবরোধ বৈষম্যবিরোধীদের

মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড: আমি জড়িত না, ফাঁইসা গেছি— অস্ত্রসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা রবিনের দাবি

চাকরি হারাচ্ছেন পুলিশের দুই ডজন কর্মকর্তা

শিক্ষকের যৌন সম্পর্কের প্রস্তাব, গায়ে পেট্রল ঢেলে ছাত্রীর প্রতিবাদ

খুলনায় সাবেক যুবদল নেতা হত্যা: মামলা হলেও গ্রেপ্তার নেই, নেপথ্যে ৭ কারণ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত