Ajker Patrika

রাশিয়াকে ১ কোটি ২০ লাখ শেল দিয়েছে উত্তর কোরিয়া, আরও সেনা পাঠানোর প্রতিশ্রুতি

অনলাইন ডেস্ক
আপডেট : ১৩ জুলাই ২০২৫, ১৭: ২৮
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে এক বৈঠকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। ছবি: এএফপি।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে এক বৈঠকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। ছবি: এএফপি।

ইউক্রেনের বিপক্ষে যুদ্ধে রাশিয়াকে যুদ্ধ সরঞ্জাম সরবরাহ অব্যাহত রেখেছে উত্তর কোরিয়া। এমনটাই দাবি করছে দক্ষিণ কোরিয়ার সামরিক গোয়েন্দাদের। তারা বলছে, পিয়ংইয়ং মস্কোকে ১ কোটি ২০ লাখেরও বেশি ১৫২ মিমি আর্টিলারি শেল সরবরাহ করেছে।

দক্ষিণ কোরিয়ার বিরোধীদলীয় এক এমপিকে জমা দেওয়া প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিআইএ) এক প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত উত্তর কোরিয়া প্রায় ২৮ হাজার কনটেইনারে অস্ত্র ও গোলাবারুদ পাঠিয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকা ডিআইএ জানায়, ১৫২ মিমি শেলের হিসাব ধরলে সরবরাহকৃত শেলের সংখ্যা ১ কোটি ২০ লাখের বেশি ছাড়িয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

গত বছরের অক্টোবর থেকে উত্তর কোরিয়া রাশিয়াকে অস্ত্র এবং আনুমানিক ১৩ হাজার সেনা সরবরাহ করেছে বলে জানায় সংস্থাটি।

পশ্চিমা কর্মকর্তাদের দাবি, গত এক বছরে উত্তর কোরিয়া প্রায় ১১ হাজার সৈন্য পাঠিয়েছে। গত মাসের শেষ দিকে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থাটিও জানায়, জুলাই বা আগস্টে উত্তর কোরিয়া আরও সেনা পাঠাতে পারে।

এদিকে রাশিয়ার সংবাদমাধ্যমের বরাতে বলা হয়েছে, কুরস্ক অঞ্চলে পুনর্গঠনের কাজে সহায়তার জন্য উত্তর কোরিয়া ৫ হাজার সামরিক নির্মাণকর্মী এবং ১ হাজার মাইন পরিষ্কার ও নির্মাণ বিশেষজ্ঞ পাঠাবে।

এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে এক বৈঠকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে তিনি ‘নিঃশর্ত সমর্থন’ দিচ্ছেন।

উত্তর কোরিয়ায় লাভরভের সঙ্গে বৈঠকে কিম জানান, ইউক্রেন সংকটের ‘মূল কারণ’ মোকাবিলায় ‘রুশ নেতৃত্বের সব ধরনের পদক্ষেপকে’ উত্তর কোরিয়া সমর্থন করে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, শনিবার কিম ও লাভরভের মধ্যে উষ্ণ ও আস্থার পরিবেশে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

কিম জং উন আরও বলেন, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, রুশ সেনাবাহিনী ও জনগণ দেশকে মর্যাদা ও মৌলিক স্বার্থ রক্ষার পবিত্র দায়িত্বে বিজয় অর্জন করবেই।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় টেলিগ্রামে এ বৈঠকের একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যায় কিম জং উন ও সের্গেই লাভরভ পরস্পরকে করমর্দন ও আলিঙ্গন করছেন।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানায়, লাভরভ উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো সন হুইয়ের সঙ্গেও বৈঠক করেছেন এবং রাশিয়ায় মোতায়েন উত্তর কোরিয়ার সেনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উত্তর কোরিয়া থেকে রাশিয়ায় নতুন করে যুদ্ধের সরঞ্জাম পাঠানো শুরু হলো, অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়া শুরু করেছেন।

গত বৃহস্পতিবার ট্রাম্প এনবিসি নিউজকে জানান, রুশ বিমান হামলা বেড়ে যাওয়ায় ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করতে ন্যাটোর সঙ্গে একটি চুক্তি করেছেন তিনি।

পিয়ংইয়ং প্রথমবারের মতো প্রকাশ্যে রাশিয়ায় সেনা পাঠানোর বিষয়টি স্বীকার করে গত এপ্রিল মাসে।

গত বছরের জুনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেন কিম জং উন। চুক্তিতে বলা হয়, যদি কোনো একটি দেশ ‘আগ্রাসনের’ মুখে পড়ে, তবে অন্য দেশ সেটিকে সহায়তা করবে।

শুধু সৈন্য নয়, উত্তর কোরিয়া যুদ্ধবিধ্বস্ত রাশিয়ার কুরস্ক অঞ্চল পুনর্গঠনে সহায়তার জন্য হাজার হাজার শ্রমিক পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছে মস্কো।

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড: আমি জড়িত না, ফাঁইসা গেছি— অস্ত্রসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা রবিনের দাবি

চাকরি হারাচ্ছেন পুলিশের দুই ডজন কর্মকর্তা

শিক্ষকের যৌন সম্পর্কের প্রস্তাব, গায়ে পেট্রল ঢেলে ছাত্রীর প্রতিবাদ

‘নৌকা আউট, শাপলা ইন’, সিইসির সঙ্গে বৈঠক শেষে এনসিপির চাওয়া

খুলনায় সাবেক যুবদল নেতা হত্যা: মামলা হলেও গ্রেপ্তার নেই, নেপথ্যে ৭ কারণ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত