অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের ডানপন্থী রাজনৈতিক ভাষ্যকার টাকার কার্লসন এক চাঞ্চল্যকর দাবি করেছেন। তিনি বলেছেন, কুখ্যাত যৌন নিপীড়ক ও নারী পাচারকারী জেফরি এপস্টেইন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করতেন। এপস্টেইন যখন কিশোরী মেয়েদের ওপর যৌন নির্যাতন ও তাদের পাচারের কাজ করছিলেন, তখন থেকেই তিনি মোসাদের সঙ্গে জড়িত বলে দাবি করেছেন কার্লসন। সাবেক ফক্স নিউজ উপস্থাপক কার্লসনের এই মন্তব্য যুক্তরাষ্ট্রে চলমান এপস্টেইন বিতর্কের আগুনে যেন আরও ঘি ঢেলে দিল। খবর টাইমস অব ইসরায়েলের।
গত শুক্রবার (১১ জুলাই) টার্নিং পয়েন্ট ইউএসএর স্টুডেন্ট অ্যাকশন সামিটে বক্তব্য দেওয়ার সময় কার্লসন বলেন, এপস্টেইনের বিষয়ে প্রকৃত প্রশ্ন হওয়া উচিত—তিনি কার পক্ষে এসব করছিলেন এবং অর্থ আসছিল কোথা থেকে। তাঁর মতে, এপস্টেইন সম্ভবত মার্কিন নয়, কোনো বিদেশি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করতেন।
কার্লসনের ভাষ্য, সবাই জানে, কিন্তু কেউ বলতে চায় না—সেই বিদেশি সরকার হলো ইসরায়েল। তিনি বলেন, ‘আমরা এমনভাবে চুপ হয়েছি, যেন ইসরায়েলের নাম নিলেই সেটা ঘৃণার কথা হয়ে যায়। অথচ ইসরায়েলের নাম বলাটা কোনো ঘৃণার কাজ নয়, এমনকি এটা ইসরায়েলবিরোধীও নয়।’
এপস্টেইনের জীবন ও মৃত্যু আবার আলোচনায় এসেছে, কারণ, ট্রাম্প প্রশাসন সম্প্রতি বিচার বিভাগের তদন্তসংক্রান্ত কিছু নথি প্রকাশ থেকে বিরত থাকে এবং জানায় যে, এপস্টেইনের ‘ক্লায়েন্ট লিস্ট’ বলে আদতে কিছু ছিল না। এই সিদ্ধান্তে ট্রাম্পপন্থী রক্ষণশীলদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, যাঁরা মনে করেন ‘ডিপ স্টেট’ বা অভ্যন্তরীণ গভীর শক্তিগুলো এ বিষয়ে তথ্য গোপন করছে।
কার্লসন বলেন, ‘কেউ জেফরি এপস্টেইনকে জিজ্ঞাসাও করেনি—তোমার বাড়িতে কেন সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী থাকতেন? বিদেশি সরকারের সঙ্গে তোমার এত কিসের যোগাযোগ?’
তাঁর ভাষ্যমতে, ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক ২০১৩ থেকে ২০১৭ সালের মধ্যে প্রায় ৩০ বার এপস্টেইনের ফ্লোরিডা ও নিউইয়র্কের বাড়িতে এসেছেন। তবে বারাক ছাড়াও এপস্টেইনসংশ্লিষ্ট নথিতে আছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, প্রিন্স অ্যান্ড্রু, মাইকেল জ্যাকসন ও ডোনাল্ড ট্রাম্প নিজেও।
কার্লসনের দাবি, ‘ওয়াশিংটন ডিসির প্রতিটি মানুষ মনে করেন, এপস্টেইন মোসাদের হয়ে কাজ করতেন। আমি কখনো এমন কাউকে দেখিনি যে, ভিন্নমত পোষণ করেন।’ তবে এ ব্যাপারে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি। কার্লসন আরও দাবি করেন, ইসরায়েল সরকার কখনো এপস্টেইন-সংক্রান্ত প্রশ্নের উত্তর দেয়নি, যদিও তিনি ইসরায়েলের নাগরিক ছিলেন না।
কার্লসন তাঁর ৪৫ মিনিটের বক্তৃতায় আরও বলেন, যেসব মার্কিন নাগরিক ইসরায়েল বা ইউক্রেনের সেনাবাহিনীতে কাজ করেন, তাঁদের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব কেড়ে নেওয়া উচিত। তাঁর ভাষ্যমতে, ‘একজন মানুষ যেমন দুজন প্রভুর সেবা করতে পারে না—এটি বাইবেল যেমন বলে, সাধারণ বুদ্ধিও তাই বলে। আমি একজন স্ত্রী রেখেছি এই কারণেই—একজনের প্রতিই পূর্ণ আনুগত্য সম্ভব। যাঁরা আইডিএফ বা ইউক্রেনীয় বাহিনীতে কাজ করেছেন, তাঁদের আর আমেরিকান বলা যায় না। আপনি অন্য দেশের হয়ে লড়তে পারেন না, আবার আমেরিকান পরিচয় ধরে রাখতে পারেন না।’
কার্লসন এর আগে কংগ্রেস সদস্য বায়ার্ন মাস্টের সমালোচনা করেছিলেন। মাস্ট ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর আইডিএফের পোশাক পরে কংগ্রেসে এসেছিলেন। আফগানিস্তানে যুদ্ধকালীন দুই পা হারানো মাস্ট ২০২৫ সালের জানুয়ারিতে আইডিএফের জন্য স্বেচ্ছাসেবক হিসেবেও কাজ করেন। কার্লসন মনে করেন, বায়ার্ন মাস্টের সঙ্গেও বিদেশি গোয়েন্দাদের সংশ্লিষ্টতা রয়েছে।
কার্লসনের ভাষ্যমতে, মানুষকে এমনভাবে ব্রেইনওয়াশ করা হয়েছে যেন এ ধরনের প্রশ্ন করা মানেই ঘৃণা ছড়ানো। অথচ এ প্রশ্নগুলো করাটা প্রতিটি আমেরিকানের মৌলিক অধিকার। তিনি দাবি করেন, ‘আমি ঘৃণা থেকে কিছু বলছি না, আমার কণ্ঠে আপনি ঘৃণার সুর শুনছেন না—কারণ, আমার মধ্যে কোনো ঘৃণা নেই। আমি শুধু স্বাভাবিক প্রশ্নগুলো করছি।’
প্রসঙ্গত জেফরি এপস্টেইন ২০১৯ সালে কারাগারে আত্মহত্যা করেন। তিনি বহু বছর ধরে প্রভাবশালী রাজনীতিক ও ধনীদের সঙ্গে যোগাযোগ রেখে কিশোরীদের যৌন নিপীড়ন ও পাচারের অভিযোগে অভিযুক্ত ছিলেন। তাঁর মৃত্যু ও রহস্যময় জীবনের নানা দিক আজও ষড়যন্ত্র তত্ত্বের জন্ম দিয়ে চলেছে।
যুক্তরাষ্ট্রের ডানপন্থী রাজনৈতিক ভাষ্যকার টাকার কার্লসন এক চাঞ্চল্যকর দাবি করেছেন। তিনি বলেছেন, কুখ্যাত যৌন নিপীড়ক ও নারী পাচারকারী জেফরি এপস্টেইন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করতেন। এপস্টেইন যখন কিশোরী মেয়েদের ওপর যৌন নির্যাতন ও তাদের পাচারের কাজ করছিলেন, তখন থেকেই তিনি মোসাদের সঙ্গে জড়িত বলে দাবি করেছেন কার্লসন। সাবেক ফক্স নিউজ উপস্থাপক কার্লসনের এই মন্তব্য যুক্তরাষ্ট্রে চলমান এপস্টেইন বিতর্কের আগুনে যেন আরও ঘি ঢেলে দিল। খবর টাইমস অব ইসরায়েলের।
গত শুক্রবার (১১ জুলাই) টার্নিং পয়েন্ট ইউএসএর স্টুডেন্ট অ্যাকশন সামিটে বক্তব্য দেওয়ার সময় কার্লসন বলেন, এপস্টেইনের বিষয়ে প্রকৃত প্রশ্ন হওয়া উচিত—তিনি কার পক্ষে এসব করছিলেন এবং অর্থ আসছিল কোথা থেকে। তাঁর মতে, এপস্টেইন সম্ভবত মার্কিন নয়, কোনো বিদেশি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করতেন।
কার্লসনের ভাষ্য, সবাই জানে, কিন্তু কেউ বলতে চায় না—সেই বিদেশি সরকার হলো ইসরায়েল। তিনি বলেন, ‘আমরা এমনভাবে চুপ হয়েছি, যেন ইসরায়েলের নাম নিলেই সেটা ঘৃণার কথা হয়ে যায়। অথচ ইসরায়েলের নাম বলাটা কোনো ঘৃণার কাজ নয়, এমনকি এটা ইসরায়েলবিরোধীও নয়।’
এপস্টেইনের জীবন ও মৃত্যু আবার আলোচনায় এসেছে, কারণ, ট্রাম্প প্রশাসন সম্প্রতি বিচার বিভাগের তদন্তসংক্রান্ত কিছু নথি প্রকাশ থেকে বিরত থাকে এবং জানায় যে, এপস্টেইনের ‘ক্লায়েন্ট লিস্ট’ বলে আদতে কিছু ছিল না। এই সিদ্ধান্তে ট্রাম্পপন্থী রক্ষণশীলদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, যাঁরা মনে করেন ‘ডিপ স্টেট’ বা অভ্যন্তরীণ গভীর শক্তিগুলো এ বিষয়ে তথ্য গোপন করছে।
কার্লসন বলেন, ‘কেউ জেফরি এপস্টেইনকে জিজ্ঞাসাও করেনি—তোমার বাড়িতে কেন সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী থাকতেন? বিদেশি সরকারের সঙ্গে তোমার এত কিসের যোগাযোগ?’
তাঁর ভাষ্যমতে, ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক ২০১৩ থেকে ২০১৭ সালের মধ্যে প্রায় ৩০ বার এপস্টেইনের ফ্লোরিডা ও নিউইয়র্কের বাড়িতে এসেছেন। তবে বারাক ছাড়াও এপস্টেইনসংশ্লিষ্ট নথিতে আছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, প্রিন্স অ্যান্ড্রু, মাইকেল জ্যাকসন ও ডোনাল্ড ট্রাম্প নিজেও।
কার্লসনের দাবি, ‘ওয়াশিংটন ডিসির প্রতিটি মানুষ মনে করেন, এপস্টেইন মোসাদের হয়ে কাজ করতেন। আমি কখনো এমন কাউকে দেখিনি যে, ভিন্নমত পোষণ করেন।’ তবে এ ব্যাপারে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি। কার্লসন আরও দাবি করেন, ইসরায়েল সরকার কখনো এপস্টেইন-সংক্রান্ত প্রশ্নের উত্তর দেয়নি, যদিও তিনি ইসরায়েলের নাগরিক ছিলেন না।
কার্লসন তাঁর ৪৫ মিনিটের বক্তৃতায় আরও বলেন, যেসব মার্কিন নাগরিক ইসরায়েল বা ইউক্রেনের সেনাবাহিনীতে কাজ করেন, তাঁদের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব কেড়ে নেওয়া উচিত। তাঁর ভাষ্যমতে, ‘একজন মানুষ যেমন দুজন প্রভুর সেবা করতে পারে না—এটি বাইবেল যেমন বলে, সাধারণ বুদ্ধিও তাই বলে। আমি একজন স্ত্রী রেখেছি এই কারণেই—একজনের প্রতিই পূর্ণ আনুগত্য সম্ভব। যাঁরা আইডিএফ বা ইউক্রেনীয় বাহিনীতে কাজ করেছেন, তাঁদের আর আমেরিকান বলা যায় না। আপনি অন্য দেশের হয়ে লড়তে পারেন না, আবার আমেরিকান পরিচয় ধরে রাখতে পারেন না।’
কার্লসন এর আগে কংগ্রেস সদস্য বায়ার্ন মাস্টের সমালোচনা করেছিলেন। মাস্ট ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর আইডিএফের পোশাক পরে কংগ্রেসে এসেছিলেন। আফগানিস্তানে যুদ্ধকালীন দুই পা হারানো মাস্ট ২০২৫ সালের জানুয়ারিতে আইডিএফের জন্য স্বেচ্ছাসেবক হিসেবেও কাজ করেন। কার্লসন মনে করেন, বায়ার্ন মাস্টের সঙ্গেও বিদেশি গোয়েন্দাদের সংশ্লিষ্টতা রয়েছে।
কার্লসনের ভাষ্যমতে, মানুষকে এমনভাবে ব্রেইনওয়াশ করা হয়েছে যেন এ ধরনের প্রশ্ন করা মানেই ঘৃণা ছড়ানো। অথচ এ প্রশ্নগুলো করাটা প্রতিটি আমেরিকানের মৌলিক অধিকার। তিনি দাবি করেন, ‘আমি ঘৃণা থেকে কিছু বলছি না, আমার কণ্ঠে আপনি ঘৃণার সুর শুনছেন না—কারণ, আমার মধ্যে কোনো ঘৃণা নেই। আমি শুধু স্বাভাবিক প্রশ্নগুলো করছি।’
প্রসঙ্গত জেফরি এপস্টেইন ২০১৯ সালে কারাগারে আত্মহত্যা করেন। তিনি বহু বছর ধরে প্রভাবশালী রাজনীতিক ও ধনীদের সঙ্গে যোগাযোগ রেখে কিশোরীদের যৌন নিপীড়ন ও পাচারের অভিযোগে অভিযুক্ত ছিলেন। তাঁর মৃত্যু ও রহস্যময় জীবনের নানা দিক আজও ষড়যন্ত্র তত্ত্বের জন্ম দিয়ে চলেছে।
ফ্রান্সের সাহসী নারী জিসেল পেলিকোকে দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘নাইট অব দ্য লেজিয়ন অব অনার’-এ ভূষিত করা হয়েছে। ফ্রান্সের বাস্তিল দিবসের (১৪ জুলাই) প্রাক্কালে প্রকাশিত সম্মানপ্রাপ্তদের তালিকায় ৫৮৯ জনের মধ্যে ৭২ বছর বয়সী পেলিকোর নাম বিশেষভাবে আলোচিত।
৩ ঘণ্টা আগেদক্ষিণ-পূর্ব স্পেনের তোরে-পাচেকো শহরে শনিবার রাতে উত্তর আফ্রিকান অভিবাসীদের সঙ্গে উগ্র-ডানপন্থী গোষ্ঠী ও স্থানীয়দের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ছড়িয়ে পড়ে। কয়েক দিন আগে বয়স্ক এক ব্যক্তি অজ্ঞাত হামলাকারীদের হাতে আহত হওয়ার পর এই উত্তেজনা শুরু হয়।
৪ ঘণ্টা আগেপৃথিবীতে পাওয়া সবচেয়ে বড় মঙ্গলের খণ্ডটি এবার নিলামে উঠছে। নিউইয়র্কের বিখ্যাত নিলাম প্রতিষ্ঠান সোথবিস ১৬ জুলাই এটি নিলামে তুলবে। ‘এনডব্লিউএ ১৬৭৮৮’ নামে পরিচিত এই বিরল উল্কাপিণ্ডের ওজন ২৫ কেজির বেশি এবং প্রস্থ ১৫ ইঞ্চি।
৫ ঘণ্টা আগেবিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা (আই) দাবি করেছে, মিয়ানমারে তাদের ক্যাম্প লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। গতকাল শনিবার (১১ জুলাই) দিবাগত ভোররাতের দিকে চালানো এই ড্রোন হামলায় উলফার অন্তত তিনজন শীর্ষ নেতা নিহত হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি। তবে ভারতীয় সেনাবাহিনী এমন কোনো অভিযানের বিষ
৬ ঘণ্টা আগে