Ajker Patrika

প্রেমিকের সঙ্গে বারবার পালান স্ত্রী, তালাকের পর দুধ দিয়ে স্বামীর গোসল

অনলাইন ডেস্ক
আপডেট : ১৩ জুলাই ২০২৫, ১৮: ১৯
দুধ দিয়ে গোসলরত মানিক আলী। ছবি: এনডিটিভি
দুধ দিয়ে গোসলরত মানিক আলী। ছবি: এনডিটিভি

বিচ্ছেদ যন্ত্রণার অনুভূতি দেয়; কখনোবা এটি মানুষকে সুখী করে। দুজন মানুষ একই ছাদের নিচে দীর্ঘদিন থাকার পর একপর্যায়ে যখন পরস্পর থেকে দূরে যাওয়ার সিদ্ধান্ত নেন, তখন কষ্ট লাগাটাই স্বাভাবিক। অবশ্য বিপরীতটা যে ঘটে না, তা নয়। বিচ্ছেদকে মুক্তি বা স্বাধীনতা হিসেবে দেখেন—এমন মানুষের সংখ্যা দুনিয়ায় নেহাতই কম নয়। এই স্বাধীনতা একেকজন একেকভাবে উদ্‌যাপন করেন।

তবে সম্প্রতি আসামের মানিক আলী সম্পূর্ণ ভিন্নভাবে বিবাহবিচ্ছেদ উদ্‌যাপন করে নেটিজেনদের তাক লাগিয়ে দিয়েছেন। যেদিন তাঁর আইনজীবী তাঁকে ডিভোর্স চূড়ান্ত হওয়ার খবর দেন, আনন্দে সেদিন তিনি দুধ দিয়ে গোসল করে স্বাধীনতা উদ্‌যাপন করেন!

শুধু তা-ই নয়, এই গোসল করার দৃশ্য ধারণ করে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন তিনি, যা ভাইরাল হতে বেশি সময় নেয়নি।

আজ রোববার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, আসামের নলবাড়ী জেলার বাসিন্দা মানিক। স্ত্রীর সঙ্গে ঠিক বনিবনা হচ্ছিল না তাঁর।

মানিক ও তাঁর প্রতিবেশীদের অভিযোগ, তাঁর স্ত্রী একাধিকবার প্রেমিকের সঙ্গে পালিয়ে যান। একপর্যায়ে তাঁরা দুজনই দাম্পত্য সম্পর্কে ইতি টানার সিদ্ধান্ত নেন।

মানিকের ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, নিজের বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছেন তিনি। পাশেই পলিথিনের ওপর রাখা চার বালতি দুধ। একেকটি বালতি তুলে দুধ গায়ে ঢালছেন তিনি।

এ সময় তাঁকে বলতে শোনা যায়, ‘আজ আমি স্বাধীন। সে (তাঁর স্ত্রী) বারবার তাঁর প্রেমিকের সঙ্গে পালিয়ে যাচ্ছিল। পরিবারের শান্তির জন্য আমি এত দিন চুপ ছিলাম।

‘আমার আইনজীবী গতকাল আমাকে জানিয়েছেন, বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়েছে। এই স্বাধীনতাকে উদ্‌যাপন করতে আমি দুধ দিয়ে গোসল করছি।’

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, মানিকের স্ত্রী কমপক্ষে দুবার তাঁকে ফেলে প্রেমিকের কাছে চলে যান। এরপর এই দম্পতি বিচ্ছিন্ন হওয়ার সিদ্ধান্ত নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মিটফোর্ডে সোহাগ হত্যা মামলার আসামি দুই ভাই নেত্রকোনায় গ্রেপ্তার

‘নৌকা আউট, শাপলা ইন’, সিইসির সঙ্গে বৈঠক শেষে এনসিপির চাওয়া

পারটেক্স এমডি রুবেল আজিজের ১১৬ কোটি টাকার সম্পত্তি নিলামে তুলছে ব্যাংক এশিয়া

জরুরি অবস্থা ঘোষণায় লাগবে মন্ত্রিসভার অনুমোদন, প্রস্তাবে একমত রাজনৈতিক দলগুলো

যশোরে কেন্দ্রের ভুলে বিজ্ঞানের ৪৮ জন ফেল, সংশোধনে জিপিএ-৫ পেল সবাই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত