পূর্ব লাদাখ সীমান্তে দীর্ঘদিনের উত্তেজনা কমাতে ভারত ও চীন একসঙ্গে কাজ করছে বলে জানিয়েছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল উ কিয়ান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সংবাদ সম্মেলনে উ কিয়ান বলেন, ‘বর্তমানে, চীন ও ভারতীয় সেনাবাহিনী সীমান্ত এলাকায় শান্তি বজায় রাখতে একসঙ্গে কাজ করছে এবং সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নিচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আমরা ভারতের সঙ্গে যৌথভাবে সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রস্তুত।’
গত বছরের শেষের দিকে, ভারত ও চীন ডেপসাং এবং ডেমচক থেকে সেনা প্রত্যাহারের প্রক্রিয়া সম্পন্ন করে। এই দুটি স্থান ছিল দুই দেশের মধ্যে উত্তেজনার শেষ কেন্দ্রবিন্দু। এর ফলে চার বছরের বেশি সময় ধরে চলা অচলাবস্থার অবসান হয়।
চুক্তি চূড়ান্ত হওয়ার পর, গত বছরের ২৩ অক্টোবর রাশিয়ার কাজানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আলোচনা করেন। বৈঠকে, দুই দেশ বিভিন্ন স্তরের আলোচনা প্রক্রিয়া পুনরায় চালুর সিদ্ধান্ত নেয়।
এরপর, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গত বছরের ১৮ ডিসেম্বর বেইজিংয়ে ২৩তম বিশেষ প্রতিনিধি (এসআর) পর্যায়ে আলোচনায় বসেন। এই ধারাবাহিকতায়, গত ২৬ জানুয়ারি ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি চীনের ভাইস মিনিস্টার সান ওয়েডংয়ের সঙ্গে বৈঠক করেন।
বিশ্লেষকেরা বলছেন, পরপর কয়েক দফা বৈঠকের পর উভয় দেশ দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক হওয়ার প্রক্রিয়ায় রয়েছে। এদিকে ভারত বরাবরই বলে আসছে, সীমান্তে শান্তি প্রতিষ্ঠিত না হলে চীনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা সম্ভব নয়।
পূর্ব লাদাখ সীমান্তে দীর্ঘদিনের উত্তেজনা কমাতে ভারত ও চীন একসঙ্গে কাজ করছে বলে জানিয়েছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল উ কিয়ান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সংবাদ সম্মেলনে উ কিয়ান বলেন, ‘বর্তমানে, চীন ও ভারতীয় সেনাবাহিনী সীমান্ত এলাকায় শান্তি বজায় রাখতে একসঙ্গে কাজ করছে এবং সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নিচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আমরা ভারতের সঙ্গে যৌথভাবে সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রস্তুত।’
গত বছরের শেষের দিকে, ভারত ও চীন ডেপসাং এবং ডেমচক থেকে সেনা প্রত্যাহারের প্রক্রিয়া সম্পন্ন করে। এই দুটি স্থান ছিল দুই দেশের মধ্যে উত্তেজনার শেষ কেন্দ্রবিন্দু। এর ফলে চার বছরের বেশি সময় ধরে চলা অচলাবস্থার অবসান হয়।
চুক্তি চূড়ান্ত হওয়ার পর, গত বছরের ২৩ অক্টোবর রাশিয়ার কাজানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আলোচনা করেন। বৈঠকে, দুই দেশ বিভিন্ন স্তরের আলোচনা প্রক্রিয়া পুনরায় চালুর সিদ্ধান্ত নেয়।
এরপর, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গত বছরের ১৮ ডিসেম্বর বেইজিংয়ে ২৩তম বিশেষ প্রতিনিধি (এসআর) পর্যায়ে আলোচনায় বসেন। এই ধারাবাহিকতায়, গত ২৬ জানুয়ারি ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি চীনের ভাইস মিনিস্টার সান ওয়েডংয়ের সঙ্গে বৈঠক করেন।
বিশ্লেষকেরা বলছেন, পরপর কয়েক দফা বৈঠকের পর উভয় দেশ দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক হওয়ার প্রক্রিয়ায় রয়েছে। এদিকে ভারত বরাবরই বলে আসছে, সীমান্তে শান্তি প্রতিষ্ঠিত না হলে চীনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা সম্ভব নয়।
গত জানুয়ারি ২০২৪-এর নির্বাচনের পর থেকে তাইওয়ানের রাজনীতিতে অচলাবস্থা বিরাজ করছে। প্রেসিডেন্ট হিসেবে ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) উইলিয়াম লাই নির্বাচিত হলেও পার্লামেন্টের আইনসভায় (লেজিসলেটিভ ইউয়ান) বিরোধী কুওমিনতাং (কেএমটি) এবং তাদের মিত্ররা সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। ফলে সরকার ও আইনসভার
১২ মিনিট আগেঅভিযোগে ওই তরুণী জানান, শারীরিক পরীক্ষার সময় তিনি জ্ঞান হারান এবং হাসপাতালে নেওয়ার পথে কী ঘটেছে, তা কিছুটা টের পান। পরে তিনি পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষকে জানান, অ্যাম্বুলেন্সের ভেতরে তিন-চারজন মিলে তাঁকে ধর্ষণ করেছে।
৩৩ মিনিট আগে১ জুলাই যুক্তরাষ্ট্রের গ্রেটার বোস্টনের ১৪টি এলাকায় সেবা দেওয়া টিমস্টারস ইউনিয়নের স্থানীয় শাখা লোকাল ২৫-এর মাধ্যমে এই ধর্মঘট শুরু হয়। পরে এটি ক্যালিফোর্নিয়ার ম্যান্টেকা; ইলিনয়ের অটোয়া; জর্জিয়ার কামিং, ওয়াশিংটনের লেসি শহরে ছড়িয়ে পড়ে। অনেক কর্মী ধর্মঘটের প্রতি সংহতি জানিয়ে কাজ বন্ধ করে দেন।
১ ঘণ্টা আগেরায়ে তিনি বলেন, ‘নিম্ন ও উচ্চ আদালতের বিচারকদের সম্পর্ক সামন্ত প্রভু ও ভূমিদাসের মতো। হাইকোর্টের বিচারকদের অভিবাদন জানানোর সময় জেলা বিচারকদের শারীরিক ভাষা এতটাই বিনয়ী থাকে, যা চাটুকারিতার কাছাকাছি। জেলা বিচারকরা যেন অমেরুদণ্ডী স্তন্যপায়ী প্রাণীর একমাত্র শনাক্তযোগ্য প্রজাতি।’
২ ঘণ্টা আগে