মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের ১৬টি শরিয়াহ আইনকে অসাংবিধানিক বলে রায় দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটির অন্য অংশেও এই রায়ের প্রভাব পড়তে পারে বলে রায়টিকে যুগান্তকারী বলা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
৯ সদস্যের একটি ফেডারেল কোর্ট বেঞ্চ কেলান্তানের শরিয়াহ ফৌজদারি কোডের ১৬টি আইনকে অকার্যকর এবং অবৈধ ঘোষণা করেছে। এর মধ্যে ছিল যৌনতা, অজাচার, জুয়া, যৌন হয়রানি এবং উপাসনালয়ের অপবিত্রতা-সংক্রান্ত আইন।
বেশির ভাগ রায় প্রদান করা প্রধান বিচারপতি টিংকু মাইমুন তুয়ান মাত বলেছেন, উত্তর-পূর্ব রাজ্যটির এই আইনগুলো প্রণয়নের কোনো কর্তৃত্ব নেই। কারণ, আইন প্রণয়নের ক্ষমতা কেবল সংসদের। তিনি বলেন, এই বিধানগুলোর সারমর্ম হচ্ছে—বিষয়গুলো ফেডারেল তালিকার অধীনে রয়েছে, যা কার্যকরের ক্ষমতা শুধু সংসদের আছে।
যেসব শরিয়াহ আইনকে অবৈধ বা অকার্যকর ঘোষণা করা হয়েছে, সেগুলো সংসদীয় ধারায় পরিবর্তনের সুযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন। বিচারপতি টিংকু মায়মুন বলেছেন, কেলান্তান আইনসভা তার ক্ষমতার বাইরে গিয়ে কাজ করেছে কিনা, তার সঙ্গে দেশে ইসলামের অবস্থানের কোনো সম্পর্ক নেই।
মালয়েশিয়ায় ধর্মনিরপেক্ষ আইনের পাশাপাশি মুসলিমদের জন্য প্রযোজ্য ইসলামিক ফৌজদারি এবং পারিবারিক আইনসহ দুই ধারা বিশিষ্ট আইনি ব্যবস্থা কার্যকর রয়েছে। রাজ্যের আইনসভা দ্বারা প্রণীত হয় ইসলামিক আইন। অন্যদিকে, ধর্মনিরপেক্ষ আইন প্রণয়ন করে মালয়েশিয়ার সংসদ।
মালয়েশিয়ার উত্তরে এবং থাইল্যান্ডের ঠিক দক্ষিণে অবস্থিত কেলান্তান রাজ্যটি শাসন করে পার্টি ইসলাম সে-মালয়েশিয়া (পিএএস)। দলটির অবস্থান ইসলামিক আইনের কঠোর বাস্তবায়নের পক্ষে।
মালয়েশিয়ার সংখ্যাগরিষ্ঠ জাতিগত মালয় মুসলিমদের মধ্যে বাড়ছে ইসলামিক রক্ষণশীলতা। আর এর মাঝেই সাম্প্রতিক বছরগুলোতে পিএএসের জনপ্রিয়তা বেড়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বহুজাতিগত শাসক জোটের জন্য দলটিকে দেখা হচ্ছে একটি চ্যালেঞ্জ হিসেবে। পার্লামেন্টে অন্য যেকোনো দলের চেয়ে বেশি আসন আছে পিএএসের দখলে।
কেলান্তানে ২০২১ সালে কার্যকর হয়েছিল এসব শরিয়াহ আইন। রাজ্যের একজন আইনজীবী এবং তাঁর মেয়ে আইনগুলোর সাংবিধানিক ভিত্তি চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেন। রক্ষণশীল মুসলিমদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছিল এই মামলা। মালয়েশিয়ায় ইসলাম বা শরিয়াহ আইনকে এই মামলা দুর্বল করতে পারে বলে আশঙ্কা ছিলেন তাঁদের।
এই রায়ের পর মালয়েশিয়ার ধর্মবিষয়ক মন্ত্রী মোহাম্মদ নাঈম মোখতার এক বিবৃতিতে বলেছেন, সরকারের ইসলামি কর্তৃপক্ষ শরিয়াহ আদালতকে শক্তিশালী করার জন্য অবিলম্বে পদক্ষেপ নেবে। ইসলামি বিচার বিভাগ ফেডারেল সংবিধানের অধীনে সুরক্ষিত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
কেলান্তানের সরকারি কর্মকর্তা মোহাম্মদ ফজলি হাসান এই রায়ে হতাশা প্রকাশ করে বলেন, রাজ্য এই রায়ের ব্যাপারে শাসক পঞ্চম সুলতান মুহাম্মদের সঙ্গে পরামর্শ করবে।
মালয়েশিয়াভিত্তিক টেলরস ইউনিভার্সিটির আইনের অধ্যাপক নিক আহমেদ কামাল নিক মাহমুদ বলেছেন, আজ শুক্রবার সিদ্ধান্তের একটি ‘ডমিনো প্রভাব’ দেখা যেতে পারে অন্যান্য রাজ্যেও। তিনি বলেন, ইসলামি আইনের ওপর বিদ্যমান রাজ্যগুলোর এখতিয়ার পুনর্বিবেচনা করার প্রয়োজন আছে। শরিয়াহ এবং নাগরিক আইনের মধ্যে দ্বন্দ্ব এড়াতে মালয়েশিয়ার সংবিধান সংশোধন করা উচিত।
মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের ১৬টি শরিয়াহ আইনকে অসাংবিধানিক বলে রায় দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটির অন্য অংশেও এই রায়ের প্রভাব পড়তে পারে বলে রায়টিকে যুগান্তকারী বলা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
৯ সদস্যের একটি ফেডারেল কোর্ট বেঞ্চ কেলান্তানের শরিয়াহ ফৌজদারি কোডের ১৬টি আইনকে অকার্যকর এবং অবৈধ ঘোষণা করেছে। এর মধ্যে ছিল যৌনতা, অজাচার, জুয়া, যৌন হয়রানি এবং উপাসনালয়ের অপবিত্রতা-সংক্রান্ত আইন।
বেশির ভাগ রায় প্রদান করা প্রধান বিচারপতি টিংকু মাইমুন তুয়ান মাত বলেছেন, উত্তর-পূর্ব রাজ্যটির এই আইনগুলো প্রণয়নের কোনো কর্তৃত্ব নেই। কারণ, আইন প্রণয়নের ক্ষমতা কেবল সংসদের। তিনি বলেন, এই বিধানগুলোর সারমর্ম হচ্ছে—বিষয়গুলো ফেডারেল তালিকার অধীনে রয়েছে, যা কার্যকরের ক্ষমতা শুধু সংসদের আছে।
যেসব শরিয়াহ আইনকে অবৈধ বা অকার্যকর ঘোষণা করা হয়েছে, সেগুলো সংসদীয় ধারায় পরিবর্তনের সুযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন। বিচারপতি টিংকু মায়মুন বলেছেন, কেলান্তান আইনসভা তার ক্ষমতার বাইরে গিয়ে কাজ করেছে কিনা, তার সঙ্গে দেশে ইসলামের অবস্থানের কোনো সম্পর্ক নেই।
মালয়েশিয়ায় ধর্মনিরপেক্ষ আইনের পাশাপাশি মুসলিমদের জন্য প্রযোজ্য ইসলামিক ফৌজদারি এবং পারিবারিক আইনসহ দুই ধারা বিশিষ্ট আইনি ব্যবস্থা কার্যকর রয়েছে। রাজ্যের আইনসভা দ্বারা প্রণীত হয় ইসলামিক আইন। অন্যদিকে, ধর্মনিরপেক্ষ আইন প্রণয়ন করে মালয়েশিয়ার সংসদ।
মালয়েশিয়ার উত্তরে এবং থাইল্যান্ডের ঠিক দক্ষিণে অবস্থিত কেলান্তান রাজ্যটি শাসন করে পার্টি ইসলাম সে-মালয়েশিয়া (পিএএস)। দলটির অবস্থান ইসলামিক আইনের কঠোর বাস্তবায়নের পক্ষে।
মালয়েশিয়ার সংখ্যাগরিষ্ঠ জাতিগত মালয় মুসলিমদের মধ্যে বাড়ছে ইসলামিক রক্ষণশীলতা। আর এর মাঝেই সাম্প্রতিক বছরগুলোতে পিএএসের জনপ্রিয়তা বেড়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বহুজাতিগত শাসক জোটের জন্য দলটিকে দেখা হচ্ছে একটি চ্যালেঞ্জ হিসেবে। পার্লামেন্টে অন্য যেকোনো দলের চেয়ে বেশি আসন আছে পিএএসের দখলে।
কেলান্তানে ২০২১ সালে কার্যকর হয়েছিল এসব শরিয়াহ আইন। রাজ্যের একজন আইনজীবী এবং তাঁর মেয়ে আইনগুলোর সাংবিধানিক ভিত্তি চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেন। রক্ষণশীল মুসলিমদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছিল এই মামলা। মালয়েশিয়ায় ইসলাম বা শরিয়াহ আইনকে এই মামলা দুর্বল করতে পারে বলে আশঙ্কা ছিলেন তাঁদের।
এই রায়ের পর মালয়েশিয়ার ধর্মবিষয়ক মন্ত্রী মোহাম্মদ নাঈম মোখতার এক বিবৃতিতে বলেছেন, সরকারের ইসলামি কর্তৃপক্ষ শরিয়াহ আদালতকে শক্তিশালী করার জন্য অবিলম্বে পদক্ষেপ নেবে। ইসলামি বিচার বিভাগ ফেডারেল সংবিধানের অধীনে সুরক্ষিত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
কেলান্তানের সরকারি কর্মকর্তা মোহাম্মদ ফজলি হাসান এই রায়ে হতাশা প্রকাশ করে বলেন, রাজ্য এই রায়ের ব্যাপারে শাসক পঞ্চম সুলতান মুহাম্মদের সঙ্গে পরামর্শ করবে।
মালয়েশিয়াভিত্তিক টেলরস ইউনিভার্সিটির আইনের অধ্যাপক নিক আহমেদ কামাল নিক মাহমুদ বলেছেন, আজ শুক্রবার সিদ্ধান্তের একটি ‘ডমিনো প্রভাব’ দেখা যেতে পারে অন্যান্য রাজ্যেও। তিনি বলেন, ইসলামি আইনের ওপর বিদ্যমান রাজ্যগুলোর এখতিয়ার পুনর্বিবেচনা করার প্রয়োজন আছে। শরিয়াহ এবং নাগরিক আইনের মধ্যে দ্বন্দ্ব এড়াতে মালয়েশিয়ার সংবিধান সংশোধন করা উচিত।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শান্তিপূর্ণ পর্যটন খাতের গল্পটি রাতারাতি বদলে গেল এক ভয়াবহ রক্তাক্ত ঘটনায়। এই অঞ্চলের পাহাড়ঘেরা পহেলগামে বন্দুকের গুলির শব্দ, মাঠে পড়ে থাকা রক্তাক্ত দেহ, আর শুষ্ক নদীখাতে আতঙ্কে পালিয়ে যাওয়া মানুষের ভিডিও ও ছবি দেশজুড়ে আলোড়ন তুলেছে।
১৭ মিনিট আগেসার্পেন্টাইন সামার পার্টি মূলত একটি বার্ষিক তহবিল সংগ্রহ অনুষ্ঠান। লন্ডনের বিখ্যাত ‘সার্পেন্টাইন গেলারিজ’ এটির আয়োজন করে। এই পার্টির মূল উদ্দেশ্য হলো শিল্প, স্থাপত্য, প্রযুক্তি, বিজ্ঞান ও সংস্কৃতির সংমিশ্রণে একটি সৃষ্টিশীল মিলনমেলা তৈরি করা এবং সার্পেন্টাইনের নানা উদ্যোগ ও প্রদর্শনী বাস্তবায়নের জন্য
২ ঘণ্টা আগেভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল মঙ্গলবার রাষ্ট্রীয় সফরে সৌদি আরব গিয়েছিলেন। যাওয়ার সময় তাঁকে বহনকারী ভারতীয় বিমানটি পাকিস্তানের আকাশসীমা দিয়ে উড়ে গেলেও ফেরার সময় তা হয়নি। মূলত গতকাল মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর মোদি সফর সংক্ষিপ্ত করে
৩ ঘণ্টা আগেঅবশ্য কে পোপ হবেন, আগেভাগে বলা বরাবরই কঠিন। তাছাড়া গত কয়েক দশকে ভয়াবহ কেলেঙ্কারি ও সমালোচনার মুখে পড়া প্রতিষ্ঠান হিসেবে ভ্যাটিকান এ বিষয়ে বেশ সংবেদনশীল। তবে গত সোমবার পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর তাঁকে শ্রদ্ধা জানাতে আসা আফ্রিকার অনেক ক্যাথলিক বিশ্বাসী বলেছেন, একজন কৃষ্ণাঙ্গ পোপ হওয়া অনেক আগেই হওয়া
৪ ঘণ্টা আগে