Ajker Patrika

জনগণকে হুঁশিয়ার করতে চার মরদেহ ঝুলিয়ে রাখল তালেবান

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ২২: ৩৫
জনগণকে হুঁশিয়ার করতে চার মরদেহ ঝুলিয়ে রাখল তালেবান

আফগানিস্তানের জনগণকে হুঁশিয়ার করতে চার অপহরণকারীর মরদেহ ঝোলাল তালেবান। আজ শনিবার আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতে মরদেহগুলো ঝুলিয়ে রাখা হয়।  একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 
 
হেরাত প্রদেশের ডেপুটি গভর্নর মৌলভি শির আহমাদ মুজাহির বলেন, ওই মরদেহগুলো বিভিন্ন স্থানে প্রদর্শিত হচ্ছিল। যাতে এ ধরনের অপরাধ আর কেউ না করে। 

একজন স্থানীয় কর্মকর্তা জানিয়েছেন, একজন ব্যবসায়ী এবং তাঁর ছেলেকে অপহরণের সঙ্গে অভিযুক্তদের সঙ্গে তালেবানের বন্দুকযুদ্ধ হয়। সেখানেই ওই চারজন অভিযুক্ত মারা যান। 

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) একটি প্রতিবেদনে বলা হয়, একটি মরদেহ শহরের কেন্দ্রে ঝোলানো ছিল।

 আফগানিস্তানে বিভিন্ন অপরাধের শাস্তি হিসেবে মানুষের হাত কেটে ফেলা এবং শিরশ্ছেদের নিয়ম বহাল রাখার ঘোষণা দিয়েছে তালেবান। যদিও আগের মতো প্রকাশ্যে এ ধরনের শাস্তি কার্যকর করা হবে না বলে জানিয়েছেন তালেবানের অন্যতম প্রতিষ্ঠাতা মোল্লা নূরউদ্দিন তুরাবি। সম্প্রতি  বার্তা সংস্থা এপিকে দেওয়া সাক্ষাৎকে তিনি এমনটি বলেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত