আফগানিস্তানের উত্তরাঞ্চলের অন্যতম প্রধান শহর মাজার-ই-শরীফ দখলে নিয়েছে তালেবানরা। এটি আফগানিস্তানের চতুর্থ বৃহত্তম শহর। শহরটি আফগানিস্তানের বালখ প্রদেশের রাজধানী। এর মাধ্যমে ২০টি প্রাদেশিক রাজধানীর দখল নিল তালেবানরা। এ ছাড়া শনিবার তালেবান যোদ্ধাদের হাতে পাকতিকা ও কুনার প্রদেশের রাজধানীরও পতন হয়।
আজ রোববার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, তালেবান যোদ্ধাদের তীব্র আক্রমণের মুখে দেশটির উত্তরাঞ্চলে মাজার-ই-শরীফ শহরটিই বর্তমান আফগান সরকারের শেষ শক্ত ঘাঁটি হিসেবে টিকে ছিল। শনিবার তালেবানদের হাতে শহরটির পতন হয়। এর মাধ্যমে দেশটির রাজধানী কাবুল দখলের পথে আরও এক ধাপ এগিয়ে গেল তালেবান যোদ্ধারা।
স্থানীয় কর্মকর্তারা বলছেন, স্থানীয় সময় শনিবার শহরটি প্রায় বিনা বাধায় দখল করে নিয়েছে তালেবান যোদ্ধারা। সরকারি বাহিনীর বড় ধরনের প্রতিরোধের মুখে পড়তে হয়নি তাদের। বালখের প্রাদেশিক আইনপ্রণেতা আব্বাস ইব্রাহিমজাদা এই তথ্য জানিয়েছেন।
বিবিসি জানিয়েছে, মাজার-ই-শরীফ শহরটি ঐতিহ্যগতভাবেই তালেবান-বিরোধী শহর হিসেবে পরিচিত। মার্কিন সেনাসহ বিদেশি সেনাদের প্রত্যাহার প্রক্রিয়ার মধ্যে দ্রুতগতিতে শহরটি দখলে নেওয়াকে তালেবানের জন্য বড় ধরনের বিজয় হিসেবে বিবেচনা করা হচ্ছে।
মাত্র কয়েক দিন আগে আফগানিস্তানের বর্তমান প্রেসিডেন্ট আশরাফ গনি মাজার-ই-শরীফ শহরে সফর করেছিলেন। মূলত আফগান সরকারি সেনাদের উজ্জীবিত করতেই সেখানে গিয়েছিলেন তিনি।
প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, আফগানিস্তানে সহিংসতার কারণে নতুন করে আরও আড়াই লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। অনেকে নিরাপত্তার আশায় বাড়ি-ঘর ছেড়ে রাজধানী কাবুলে পালিয়ে গেছেন।
আফগানিস্তানের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র মাজার–ই–শরিফ। উজবেকিস্তান ও তাজিকিস্তানের সীমান্ত সংলগ্ন। এর আগে ১৯৯০-এর দশকে শহরটি সর্বশেষ দখল করেছিল তালেবানরা।
আফগানিস্তানের উত্তরাঞ্চলের অন্যতম প্রধান শহর মাজার-ই-শরীফ দখলে নিয়েছে তালেবানরা। এটি আফগানিস্তানের চতুর্থ বৃহত্তম শহর। শহরটি আফগানিস্তানের বালখ প্রদেশের রাজধানী। এর মাধ্যমে ২০টি প্রাদেশিক রাজধানীর দখল নিল তালেবানরা। এ ছাড়া শনিবার তালেবান যোদ্ধাদের হাতে পাকতিকা ও কুনার প্রদেশের রাজধানীরও পতন হয়।
আজ রোববার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, তালেবান যোদ্ধাদের তীব্র আক্রমণের মুখে দেশটির উত্তরাঞ্চলে মাজার-ই-শরীফ শহরটিই বর্তমান আফগান সরকারের শেষ শক্ত ঘাঁটি হিসেবে টিকে ছিল। শনিবার তালেবানদের হাতে শহরটির পতন হয়। এর মাধ্যমে দেশটির রাজধানী কাবুল দখলের পথে আরও এক ধাপ এগিয়ে গেল তালেবান যোদ্ধারা।
স্থানীয় কর্মকর্তারা বলছেন, স্থানীয় সময় শনিবার শহরটি প্রায় বিনা বাধায় দখল করে নিয়েছে তালেবান যোদ্ধারা। সরকারি বাহিনীর বড় ধরনের প্রতিরোধের মুখে পড়তে হয়নি তাদের। বালখের প্রাদেশিক আইনপ্রণেতা আব্বাস ইব্রাহিমজাদা এই তথ্য জানিয়েছেন।
বিবিসি জানিয়েছে, মাজার-ই-শরীফ শহরটি ঐতিহ্যগতভাবেই তালেবান-বিরোধী শহর হিসেবে পরিচিত। মার্কিন সেনাসহ বিদেশি সেনাদের প্রত্যাহার প্রক্রিয়ার মধ্যে দ্রুতগতিতে শহরটি দখলে নেওয়াকে তালেবানের জন্য বড় ধরনের বিজয় হিসেবে বিবেচনা করা হচ্ছে।
মাত্র কয়েক দিন আগে আফগানিস্তানের বর্তমান প্রেসিডেন্ট আশরাফ গনি মাজার-ই-শরীফ শহরে সফর করেছিলেন। মূলত আফগান সরকারি সেনাদের উজ্জীবিত করতেই সেখানে গিয়েছিলেন তিনি।
প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, আফগানিস্তানে সহিংসতার কারণে নতুন করে আরও আড়াই লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। অনেকে নিরাপত্তার আশায় বাড়ি-ঘর ছেড়ে রাজধানী কাবুলে পালিয়ে গেছেন।
আফগানিস্তানের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র মাজার–ই–শরিফ। উজবেকিস্তান ও তাজিকিস্তানের সীমান্ত সংলগ্ন। এর আগে ১৯৯০-এর দশকে শহরটি সর্বশেষ দখল করেছিল তালেবানরা।
নেপালের প্রভাবশালী রাজনৈতিক নেতা, সাবেক উপপ্রধানমন্ত্রী ও জ্বালানি মন্ত্রী টপ বাহাদুর রায়মাঝি আবারও শিরোনাম হলেন। তবে নেপাল কমিউনিস্ট পার্টির (মার্কস ও লেনিনপন্থী) এই নেতা এবার শিরোনাম হয়েছেন দেশে বিশৃঙ্খলার সুযোগে কারাগার থেকে পলায়ন করে।
১ ঘণ্টা আগেনেপালের রাজধানী কাঠমান্ডুতে মঙ্গলবারের তুলনায় বুধবার সকাল কিছুটা শান্ত মনে হলেও পরিস্থিতি এখনো ভয়াবহ। ভোর থেকে এই শহরের প্রধান মোড়গুলোতে ব্যারিকেড বসিয়ে ভেতরের রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে সেনারা।
২ ঘণ্টা আগেহিমালয়কন্যা নেপালে সরকারের দুর্নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে যে আন্দোলন শুরু হয়েছে, এরই মধ্যে অন্তত ২৯ জনের প্রাণ ঝরেছে। এরপর নেপালের প্রধানমন্ত্রী পদত্যাগ করায় সরকারেরও পতন হয়েছে। দেশের নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী।
২ ঘণ্টা আগেনেপালের পর্যটন এলাকা চন্দ্রগিরিতে একটি কেবল কারে আগুন দিয়েছেন বিক্ষোভকারীরা। নেপালি ইংরেজি সংবাদমাধ্যম দ্য হিমালয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এ ছাড়া, বিক্ষোভকারীরা বিভিন্ন মার্কেট, নেতাদের বাসভবন এমনকি থানাতেও আগুন ধরিয়ে দেয়।
৫ ঘণ্টা আগে