Ajker Patrika

কাজাখস্তানের সরকারবিরোধী বিক্ষোভ দমাতে সৈন্য পাঠাল রাশিয়া 

আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ১২: ১৬
কাজাখস্তানের সরকারবিরোধী বিক্ষোভ দমাতে সৈন্য পাঠাল রাশিয়া 

মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে চলা সরকারবিরোধী বিক্ষোভ দমাতে সেনা পাঠিয়েছে রাশিয়া। কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম জোমার্ট তোকায়েভের অনুরোধে এই সেনা পাঠিয়েছে রাশিয়া। 

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে কাজাখস্তানজুড়ে বিক্ষোভ চলছে। এরই মধ্যে দেশটির সরকার পদত্যাগ করেছে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গত রোববার থেকে চলতে থাকা এই বিক্ষোভের সময় সহিংসতায় নিরাপত্তা বাহিনীর ১৮ জন সদস্যও নিহত হন, আহত হন ৩৫৩ জন। 

এ ঘটনার জন্য কাজাখস্তানের প্রেসিডেন্ট বিদেশে প্রশিক্ষিত সন্ত্রাসীদের দায়ী করেছেন। তবে এর পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি তিনি। 

বিবিসি বলছে, কাজাখস্তানের আলমাটি শহরের প্রধান চত্বর একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। রুশ বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, রাশিয়ার প্রায় আড়াই হাজার সেনা কাজাখস্তানে মোতায়েন করা হয়েছে। 

এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, রাশিয়ার সেনা পাঠানোর বিষয়টিকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে তারা। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, মানবাধিকার লঙ্ঘন ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র ও বিশ্ব কাজাখস্তানকে পর্যবেক্ষণে রাখবে।

জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স উভয় পক্ষকে সংঘাত থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মাইলস্টোনের শিক্ষার্থীরাই ছিল ৩৭ বছরের মাসুকার ‘সংসার’, যুদ্ধবিমান তছনছ করে দিল

চোখের জলে পাইলট তৌকিরের বিদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত